ETV Bharat / state

এবারের গঙ্গাসাগর মেলায় অভিনব নিরাপত্তা ব্যবস্থা, বসছে অ্যান্টি ফগ লাইট ও ন্যারোকেটিং সাউন্ড সিস্টেম - Gangasagar Mela 2024

Gangasagar Mela 2024: জানুয়ারি মাসেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা ৷ তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে এই বছরের মেলায় থাকছে অ্যান্টি ফগ লাইট ও ন্যারোকেটিং সাউন্ড সিস্টেম ৷ লাইটগুলি জেটি ও নদীর মাঝের টাওয়ারে বসানো হবে এই লাইট ৷ প্রশিক্ষণ দেওয়া হবে ভেসেল চালকদের ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 3:53 PM IST

এবারের গঙ্গাসাগর মেলায় অভিনব নিরাপত্তা ব্যবস্থা

গঙ্গাসাগর, 24 নভেম্বর: কয়েক মাসের অপেক্ষা ৷ তারপরেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা 2024। যার মধ্যে অন্যতম হল মেলার নিরাপত্তা ৷ এই বিষয়েই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ গত বছরই গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের নিয়ে দিকভ্রষ্ট হয়ে গিয়েছিল বেশ কিছু ভেসেল । কুয়াশায় দৃশ্যমানতা কম থাকাতেই এই বিপত্তি হয়েছিল ৷ গত বছরের এই সমস্যা থেকে শিক্ষা নিয়েই এবছর আরও সতর্ক স্থানীয় প্রশাসন ৷

2024 সালের সাগর মেলায় মুড়িগঙ্গায় অ্যান্টি ফগ লাইটের সংখ্যা বাড়ানো হচ্ছে । এই বিশেষ লাইটগুলি জেটি ও নদীর মাঝের টাওয়ারে লাগানো থাকবে । এই লাইটের দৃশ্যমানতাও বেশি। ফলে সহজেই চোখে পড়বে । পাশাপাশি ভেসেল চালকদের প্রশিক্ষণও দেওয়া হবে। এছাড়াও থাকছে ন্যারোকেটিং সাউন্ড সিস্টেম । অল্প দৃশ্যমানতাতেও ভেসেল চালক তার গন্তব্যে সঠিক ভাবে যাচ্ছে কিনা সেটা সাউন্ড সিস্টেমের মাধ্যমে বোঝা যায়। ফলে ভেসেল গুলি পুণ্যার্থীদের নিয়ে তাদের গন্তব্যস্থলে সঠিক ভাবে যেতে পারবে ।

গঙ্গাসাগর মেলা কে আন্তর্জাতিক মেলা হিসেবে ঘোষণা করছে না কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ না করলেও এই মেলাকে কেন্দ্র করে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার ৷ সেচ দফতরের পক্ষ থেকে মুড়িগঙ্গা নদীর নাব্রতা বাড়ানোর জন্য ড্রেজিংয়ের কাজ শুরু করা হয়েছে । রাজ্য সরকারের ব্যবস্থাপনায় সেজে উঠছে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির প্রাঙ্গন । সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা জানান, গঙ্গাসাগর মেলা 2024কে সামনে রেখে সরকারি পর্যায়ে আলোচনা সম্পন্ন হয়েছে । শুরু হয়ে গিয়েছে ড্রেজিংয়ের কাজও । নদী ভাঙনের কথা ভেবে 1 নম্বর স্নান ঘাট থেকে 3 নম্বর স্নান ঘাট পর্যন্ত নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে । এবছর রেকর্ড সংখ্যক পুণ্যার্থীদের ভিড় হতে পারে গঙ্গাসাগর মেলাতে আর সেই কথা মাথায় রেখে 6 নম্বর স্নান ঘাট নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে ।

গঙ্গাসাগর মেলার সময় পুণ্যার্থীদের পারাপারের জন্য মোট 50টি ভেসেল কাকদ্বীপ লড নম্বর 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত যাতায়াত করবে ৷ 24 ঘণ্টা চালু থাকবে এই পরিষেবা । এই প্রসঙ্গেই দক্ষিণ 24 পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, "গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই বছর ভেসেল ও জেটি ঘাট গুলিতে অ্যান্টি ফগ লাইট বসানো হবে । ভেসেলও লাগানো থাকবে এন্টি ফগ লাইট। এছাড়াও বিভিন্ন টাওয়ার গুলিতে বিশেষ আলোর ব্যবস্থা থাকবে । পর্যাপ্ত পরিমাণে ওয়াটার অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে ৷" পুণ্যার্থীদের যাতে কোনওরকম অসুবিধা যাতে না হয় সেদিকে বিশেষ ব্যবস্থায় নিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন ।

আরও পড়ুন:

গঙ্গাসাগরে নদী বাঁধ পরিদর্শনে সেচমন্ত্রী, উদ্যোগ কপিল মুনি মন্দির রক্ষার

বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের, বারুইপুরে প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী প্রেমিক

স্ত্রীকে ভিডিয়ো কল করে শিশুপুত্রকে খুনের পর আত্মঘাতী বাবা

এবারের গঙ্গাসাগর মেলায় অভিনব নিরাপত্তা ব্যবস্থা

গঙ্গাসাগর, 24 নভেম্বর: কয়েক মাসের অপেক্ষা ৷ তারপরেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা 2024। যার মধ্যে অন্যতম হল মেলার নিরাপত্তা ৷ এই বিষয়েই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ গত বছরই গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের নিয়ে দিকভ্রষ্ট হয়ে গিয়েছিল বেশ কিছু ভেসেল । কুয়াশায় দৃশ্যমানতা কম থাকাতেই এই বিপত্তি হয়েছিল ৷ গত বছরের এই সমস্যা থেকে শিক্ষা নিয়েই এবছর আরও সতর্ক স্থানীয় প্রশাসন ৷

2024 সালের সাগর মেলায় মুড়িগঙ্গায় অ্যান্টি ফগ লাইটের সংখ্যা বাড়ানো হচ্ছে । এই বিশেষ লাইটগুলি জেটি ও নদীর মাঝের টাওয়ারে লাগানো থাকবে । এই লাইটের দৃশ্যমানতাও বেশি। ফলে সহজেই চোখে পড়বে । পাশাপাশি ভেসেল চালকদের প্রশিক্ষণও দেওয়া হবে। এছাড়াও থাকছে ন্যারোকেটিং সাউন্ড সিস্টেম । অল্প দৃশ্যমানতাতেও ভেসেল চালক তার গন্তব্যে সঠিক ভাবে যাচ্ছে কিনা সেটা সাউন্ড সিস্টেমের মাধ্যমে বোঝা যায়। ফলে ভেসেল গুলি পুণ্যার্থীদের নিয়ে তাদের গন্তব্যস্থলে সঠিক ভাবে যেতে পারবে ।

গঙ্গাসাগর মেলা কে আন্তর্জাতিক মেলা হিসেবে ঘোষণা করছে না কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ না করলেও এই মেলাকে কেন্দ্র করে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার ৷ সেচ দফতরের পক্ষ থেকে মুড়িগঙ্গা নদীর নাব্রতা বাড়ানোর জন্য ড্রেজিংয়ের কাজ শুরু করা হয়েছে । রাজ্য সরকারের ব্যবস্থাপনায় সেজে উঠছে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির প্রাঙ্গন । সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা জানান, গঙ্গাসাগর মেলা 2024কে সামনে রেখে সরকারি পর্যায়ে আলোচনা সম্পন্ন হয়েছে । শুরু হয়ে গিয়েছে ড্রেজিংয়ের কাজও । নদী ভাঙনের কথা ভেবে 1 নম্বর স্নান ঘাট থেকে 3 নম্বর স্নান ঘাট পর্যন্ত নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে । এবছর রেকর্ড সংখ্যক পুণ্যার্থীদের ভিড় হতে পারে গঙ্গাসাগর মেলাতে আর সেই কথা মাথায় রেখে 6 নম্বর স্নান ঘাট নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে ।

গঙ্গাসাগর মেলার সময় পুণ্যার্থীদের পারাপারের জন্য মোট 50টি ভেসেল কাকদ্বীপ লড নম্বর 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত যাতায়াত করবে ৷ 24 ঘণ্টা চালু থাকবে এই পরিষেবা । এই প্রসঙ্গেই দক্ষিণ 24 পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, "গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই বছর ভেসেল ও জেটি ঘাট গুলিতে অ্যান্টি ফগ লাইট বসানো হবে । ভেসেলও লাগানো থাকবে এন্টি ফগ লাইট। এছাড়াও বিভিন্ন টাওয়ার গুলিতে বিশেষ আলোর ব্যবস্থা থাকবে । পর্যাপ্ত পরিমাণে ওয়াটার অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে ৷" পুণ্যার্থীদের যাতে কোনওরকম অসুবিধা যাতে না হয় সেদিকে বিশেষ ব্যবস্থায় নিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন ।

আরও পড়ুন:

গঙ্গাসাগরে নদী বাঁধ পরিদর্শনে সেচমন্ত্রী, উদ্যোগ কপিল মুনি মন্দির রক্ষার

বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের, বারুইপুরে প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী প্রেমিক

স্ত্রীকে ভিডিয়ো কল করে শিশুপুত্রকে খুনের পর আত্মঘাতী বাবা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.