জীবনতলা, 9 নভেম্বর : পণের দাবিতে যুবতিকে পিটিয়ে খুন । অভিযোগ উঠল শওহর ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে । গতরাতে দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার আঠেরবাকি গ্রামের ঘটনা । মৃতের নাম মামনি শেখ(19) । অভিযুক্ত হাসানুরকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
মাত্র বছর খানেক আগেই প্রতিবেশী হাসানুর খানের সঙ্গে মামনির নিকাহ হয় । পরিবারের অভিযোগ, নিকাহের পর থেকেই হাসানুর মোটর বাইক ও নগদ 50 হাজার টাকার জন্য মামনির উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত । সেই টাকা না দিতে পারায় মামনির উপর অত্যাচার চালাত । মামনি অন্তঃসত্ত্বা ছিলেন ।
মামনির পরিবারের তরফে জানা যায়, রবিবার রাতেও তাঁকে বেধড়ক মারধর করে । তার পর তাঁকে ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে । পরে পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা এসে মামনির ঝুলন্ত দেহ দেখতে পায় । তার পর খবর দেওয়া হয় পুলিশে । পুলিশ ঘটনাস্থানে এসে দেহ উদ্ধার করে নিয়ে কাটাপুকুর মর্গে পাঠায় । এবিষয়ে মামনির পরিবারের সদস্যরা জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । সেই মতো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।