ETV Bharat / state

সোনারপুরে হিংসা বন্ধের আবেদন অঞ্জনা-লাভলীর - anjana basu and lovely moitra is against poll viollence

ভোট পরবর্তী হিংসা বন্ধের আবেদন জানালেন অঞ্জনা-লাভলী দু'জনেই ৷ নির্বাচনের ফলাফল ঘোষণার পরই সোনারপুরে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর ৷ রাজ্যজুড়েও চলছে অশান্তির বাতাবরণ ৷ তারই প্রেক্ষিতে দুই তারকার এই আবেদন ৷ পাশাপাশি লাভলী অভিযোগ করেন, বাংলাকে আরও হিংসাত্মক করে তোলার জন্যই দিল্লির বিজেপি নেতারা আসছেন ৷

সোনারপুরে হিংসা বন্ধের আবেদন অঞ্জনা-লাভলির
সোনারপুরে হিংসা বন্ধের আবেদন অঞ্জনা-লাভলির
author img

By

Published : May 5, 2021, 7:16 PM IST

সোনারপুর, 5 মে : সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় প্রাণ গিয়েছে এক বিজেপি কর্মীর ৷ এই অবস্থায় হিংসা বন্ধে সকলের কাছে আবেদন জানিয়েছেন দুই পক্ষেরই তারকা প্রার্থীই । বিজেপির অঞ্জনা বসু এবং তৃণমূলের জয়ী লাভলী মৈত্র দু'জনেই অশান্তি বন্ধ করার পক্ষে সওয়াল করেছেন ৷

তিনি বলেন, "আমরা আমাদের কর্মীদের বলছিলাম, রেজাল্ট যাই হোক না কেন, তোমরা সবাই শান্ত থাকবে ৷ পাঁচটায় রেজাল্ট বেরল আর আটটায় একটা কর্মী খুন হয়ে গেল ৷ কয়েক ঘণ্টার মধ্যে একজন কর্মী খুন হয়ে গেল ৷ মানুষ মানুষকে পিটিয়ে মারছে । আমরা কোন সমাজে বসবাস করছি ?" সংবাদমাধ্যমের সামনে কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে অঞ্জনা বলেন, "ভোটে জিতেছেন, আনন্দ করুন । পরিবার, বন্ধুবান্ধদের সঙ্গে সময় কাটান ৷ দয়া করে হিংসার রাজনীতি করবেন না ৷"

রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত, সোনারপুরে হিংসা বন্ধের আবেদন অঞ্জনা-লাভলীর ৷

সোনারপুরে বিজেপি কর্মী খুনের প্রসঙ্গে লাভলী মৈত্র বলেন, এই ঘটনা সমর্থন যোগ্য নয় । যারা অভিযুক্ত তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ আইন আইনের পথে চলবে । অঞ্জনার পাশাপাশি সোনারপুর দক্ষিণের জয়ী প্রার্থী তৃণমূলের লাভলী মৈত্রও রাজনৈতিক হিংসা বন্ধের পক্ষে সওয়াল করেন ৷ এর পাশাপাশি সোনারপুরে জেপি নাড্ডার সফরকে কটাক্ষ করে নির্বাচিত বিধায়ক বললেন, তাঁরা এখনও ডেলি প্যাসেঞ্জারি করছেন ৷ বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন । এবার প্রধানমন্ত্রীর বাংলা থেকে নজর সরানো উচিত ৷ বাংলাকে আরও হিংসাত্মক করে তোলার জন্যই দিল্লির বিজেপি নেতারা আসছেন বলে তাঁর অভিযোগ ।

আরও পড়ুন: কড়া হাতে হিংসা দমন করা হবে, শপথ নিয়েই বললেন মুখ্য়মন্ত্রী

সোনারপুর, 5 মে : সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় প্রাণ গিয়েছে এক বিজেপি কর্মীর ৷ এই অবস্থায় হিংসা বন্ধে সকলের কাছে আবেদন জানিয়েছেন দুই পক্ষেরই তারকা প্রার্থীই । বিজেপির অঞ্জনা বসু এবং তৃণমূলের জয়ী লাভলী মৈত্র দু'জনেই অশান্তি বন্ধ করার পক্ষে সওয়াল করেছেন ৷

তিনি বলেন, "আমরা আমাদের কর্মীদের বলছিলাম, রেজাল্ট যাই হোক না কেন, তোমরা সবাই শান্ত থাকবে ৷ পাঁচটায় রেজাল্ট বেরল আর আটটায় একটা কর্মী খুন হয়ে গেল ৷ কয়েক ঘণ্টার মধ্যে একজন কর্মী খুন হয়ে গেল ৷ মানুষ মানুষকে পিটিয়ে মারছে । আমরা কোন সমাজে বসবাস করছি ?" সংবাদমাধ্যমের সামনে কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে অঞ্জনা বলেন, "ভোটে জিতেছেন, আনন্দ করুন । পরিবার, বন্ধুবান্ধদের সঙ্গে সময় কাটান ৷ দয়া করে হিংসার রাজনীতি করবেন না ৷"

রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত, সোনারপুরে হিংসা বন্ধের আবেদন অঞ্জনা-লাভলীর ৷

সোনারপুরে বিজেপি কর্মী খুনের প্রসঙ্গে লাভলী মৈত্র বলেন, এই ঘটনা সমর্থন যোগ্য নয় । যারা অভিযুক্ত তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ আইন আইনের পথে চলবে । অঞ্জনার পাশাপাশি সোনারপুর দক্ষিণের জয়ী প্রার্থী তৃণমূলের লাভলী মৈত্রও রাজনৈতিক হিংসা বন্ধের পক্ষে সওয়াল করেন ৷ এর পাশাপাশি সোনারপুরে জেপি নাড্ডার সফরকে কটাক্ষ করে নির্বাচিত বিধায়ক বললেন, তাঁরা এখনও ডেলি প্যাসেঞ্জারি করছেন ৷ বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন । এবার প্রধানমন্ত্রীর বাংলা থেকে নজর সরানো উচিত ৷ বাংলাকে আরও হিংসাত্মক করে তোলার জন্যই দিল্লির বিজেপি নেতারা আসছেন বলে তাঁর অভিযোগ ।

আরও পড়ুন: কড়া হাতে হিংসা দমন করা হবে, শপথ নিয়েই বললেন মুখ্য়মন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.