জীবনতলা (দক্ষিণ 24 পরগনা), 10 জুলাই: প্রায় 24 ঘণ্টা বাদে বাড়ি ফিরলেন ভাঙড়ের 'নিখোঁজ' ভোটকর্মী সঞ্জয় সর্দার ৷ শনিবার ভোট মেটার একদিন পর রবিবার রাতে বাড়ি ফেরেন ওই ভোট কর্মী ৷ বাড়ি ফিরে যা বললেন তা শুনে পরিবারের সকলেই অবাক ! তিনি নাকি হরিনাম শুনতে গিয়ে বাড়ির কথা বেমালুম ভুলে গিয়েছিলেন ৷ পরে মনে পড়তেই ফিরে এসেছেন ৷ সত্যি কি এমন কিছু ঘটেছিল নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য আছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভাঙড়ে পঞ্চায়েত ভোটের ডিউটি পড়েছিল জীবনতলার বাগমারি এলাকার বাসিন্দা সঞ্জয় সর্দারের । পোলেরহাট-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 107 নম্বর বুথের দক্ষিণ গাজীপুর এসএসকে স্কুলে ডিউটি করেন । তিনি সেকেন্ড পোলিং অফিসার ছিলেন । ভোট শেষে ব্যালট বক্স জমা দিয়ে রাতে পরিবারের সদস্যদের সঙ্গে একবার কথাও বলেছিলেন ।
জানা গিয়েছে, রাত 2 টো 15 মিনিট নাগাদ কাঁঠালিয়া হাই স্কুল থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে বেরিয়েছিলেন । কিন্তু, তারপরই 'নিখোঁজ' হয়ে যান। মোাবইল যোগাযোগারে চেষ্টা করলেও ফোনও বন্ধ হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। ফলে চরম দুশ্চিন্তায় পড়েন সঞ্জয় সর্দারের পরিবার। অগত্যা রবিবার সকালে জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা ।
আরও পড়ুন : ভোটের পরদিন বাসন্তীতে পুকুর থেকে মিলল ব্যালট বাক্স, উদ্ধারে তৃণমূল নেতা !
সঞ্জয় সর্দারের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে জীবনতলা থানার পুলিশ তদন্ত শুরু করে ৷ ভাঙড়-2 নম্বর ব্লকের ডিসিআরসি কাঁঠালিয়া হাই স্কুল ও এলাকার আশেপাশে রাখা সিসিটিভি ক্যামেরার ভিডিয়ো খতিয়ে দেখে জীবনতলা থানার পুলিশ । সেখানেই দেখা যায় স্কুল থেকে বেরিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে ব্যালট বক্স জমা দিয়েছেন সঞ্জয়। এরপর তিনি কোথায় গিয়েছিলেন সেই খোঁজ মেলেনি ফুটেজ থেকে ।
অবশেষে বাড়ি ফিরে ভোটকর্মী জানান, ভোট শেষের পর তিনি বাসে ওঠেন। বাস না-চলায় নেমে পড়েন । আচমকাই তিনি শুনতে পান পাশের কোনও এলাকায় হরিনাম হচ্ছে ৷ তা শুনতেই সেদিকে পা বাড়ান ৷ হরিনাম শুনতে গিয়ে বাড়ির কথা বেমালুম ভুলে গেলেন কী করে ? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।