ETV Bharat / state

Child Marriage Stopped: পুলিশি তৎপরতায় ভেস্তে গেল নাবালিকার বিয়ে, গ্রেফতার বর - নাবালিকার বিয়ে

বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে গিয়ে নাবালিকে বিয়ের চেষ্টা যুবকের ৷ খবর পেয়ে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় ৷ গ্রেফতার করে অভিযুক্ত যুবককে ৷

Child Marriage Stopped
ভেস্তে গেল নাবালিকার বিয়ে
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 10:58 PM IST

জয়নগর, 26 সেপ্টেম্বর: বিয়ের প্যান্ডেল তৈরি থেকে আত্মীয়-স্বজন সকলেই ছাদনাতলায় ৷ জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি ৷ এক নিমেষে ছন্দপতন ৷ ছাদনাতলায় পুলিশ ৷ সেখান থেকে সোজা শ্রীঘরে বর বাবাজি ৷ অভিযুক্তের নাম মুজাহিদ শেখ ৷ দক্ষিণ 24 পরগনা জয়নগর থানা এলাকার ঘটনা ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানা এলাকার এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল স্থানীয় মুজাহিদ শেখ নামে ওই যুবকের ৷ অভিযোগ, প্রেমের জালে ফুসলিয়ে অভিযুক্ত তাকে নিজের বাড়িতে নিয়ে আসে । অভিযুক্ত যুবকের বাড়িতে বিয়ের আয়োজন করা হয় । এরপর গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ অভিযুক্ত যুবকের বাড়িতে এবং নাবালিকাকে উদ্ধার করে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের সঙ্গে ওই নাবালিকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ৷ নাবালিকার পরিবার থেকে মুজাহিদের বিয়ে দিতে রাজিও ছিল ৷ তারপেরও নাবালিকাকে ফুসলিয়ে মুজাহিদ জয়নগরে নিয়ে আসে । নাবালিকার পরিবার কুলতলি থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে । এরপর গোপন সূত্রে জয়নগর থানার পুলিশ খবর পায় একটি বিয়ে বাড়ির আয়োজন করা হয়েছে ৷ জয়নগর থানার পুলিশ ওই বিয়ে বাড়িতে হানা দেয় এবং নাবালিকাকে উদ্ধার করে ৷ পাশাপাশি অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন: গায়েহলুদ হলেও হল না সাতপাকে ঘোরা! ছাদনাতলায় এসে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

মঙ্গলবার অভিযুক্তকে বারুইপুর মহকুমার আদালতে পেশ করলে 14 দিনের জেল হেফাজত দেয় বিচারক । পাশাপাশি আদালতের কাছে নাবালিকাকে গোপন জবানবন্দি দেওয়ার জন্য পেশ করা হয় ৷ গোপন জবানবন্দি দেওয়ার পর নাবালিকাকে হোমে পাঠানোর নির্দেশ দেন বিচারক । এর আগেই বেশ কয়েকবার দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকায় নাবালিকার বিয়ে বানচাল করেছে পুলিশ ৷ জনসাধারণকেও সচেতন করছে এই ধরনের ঘটনা ঘটলে যেন দ্রুত পুলিশকে খবর দেয় ৷

জয়নগর, 26 সেপ্টেম্বর: বিয়ের প্যান্ডেল তৈরি থেকে আত্মীয়-স্বজন সকলেই ছাদনাতলায় ৷ জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি ৷ এক নিমেষে ছন্দপতন ৷ ছাদনাতলায় পুলিশ ৷ সেখান থেকে সোজা শ্রীঘরে বর বাবাজি ৷ অভিযুক্তের নাম মুজাহিদ শেখ ৷ দক্ষিণ 24 পরগনা জয়নগর থানা এলাকার ঘটনা ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানা এলাকার এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল স্থানীয় মুজাহিদ শেখ নামে ওই যুবকের ৷ অভিযোগ, প্রেমের জালে ফুসলিয়ে অভিযুক্ত তাকে নিজের বাড়িতে নিয়ে আসে । অভিযুক্ত যুবকের বাড়িতে বিয়ের আয়োজন করা হয় । এরপর গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ অভিযুক্ত যুবকের বাড়িতে এবং নাবালিকাকে উদ্ধার করে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের সঙ্গে ওই নাবালিকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ৷ নাবালিকার পরিবার থেকে মুজাহিদের বিয়ে দিতে রাজিও ছিল ৷ তারপেরও নাবালিকাকে ফুসলিয়ে মুজাহিদ জয়নগরে নিয়ে আসে । নাবালিকার পরিবার কুলতলি থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে । এরপর গোপন সূত্রে জয়নগর থানার পুলিশ খবর পায় একটি বিয়ে বাড়ির আয়োজন করা হয়েছে ৷ জয়নগর থানার পুলিশ ওই বিয়ে বাড়িতে হানা দেয় এবং নাবালিকাকে উদ্ধার করে ৷ পাশাপাশি অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন: গায়েহলুদ হলেও হল না সাতপাকে ঘোরা! ছাদনাতলায় এসে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

মঙ্গলবার অভিযুক্তকে বারুইপুর মহকুমার আদালতে পেশ করলে 14 দিনের জেল হেফাজত দেয় বিচারক । পাশাপাশি আদালতের কাছে নাবালিকাকে গোপন জবানবন্দি দেওয়ার জন্য পেশ করা হয় ৷ গোপন জবানবন্দি দেওয়ার পর নাবালিকাকে হোমে পাঠানোর নির্দেশ দেন বিচারক । এর আগেই বেশ কয়েকবার দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকায় নাবালিকার বিয়ে বানচাল করেছে পুলিশ ৷ জনসাধারণকেও সচেতন করছে এই ধরনের ঘটনা ঘটলে যেন দ্রুত পুলিশকে খবর দেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.