ETV Bharat / state

Nawsad Siddique: ভাঙড়ে যেতে বাধা সেখানকারই বিধায়ককে, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ নওশাদ সিদ্দিকীর - Nawsad Siddique Bhangar Latest News

ভাঙড়ে মৃত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ নিউটাউনের কাছে তাঁর পথ আটকালো পুলিশ ৷ তাঁকে ভাঙড়ে যেতে দেওয়া হল না ৷ সাংবাদিকদের কাছে নওশাদ অভিযোগ করেন, তাঁর গতিবিধি রুখে দেওয়া হচ্ছে ৷ তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁর এলাকায় যেতে পারলেন না ৷

ETV Bharat
নওশাদ সিদ্দিকী
author img

By

Published : Jul 14, 2023, 1:46 PM IST

ভাঙড়, 14 জুলাই: ভাঙড়ের বিধায়ককেই ভাঙড়ে যেতে বাধা । ভাঙড়ে যাওয়ার আগে রাজারহাটে আটকে দেওয়া হল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ৷ শুক্রবার নিহত দলীয় কর্মীদের বাড়িতে যাচ্ছিলেন ভাঙড়ের বিধায়ক ৷ এই ঘটনায় ক্ষুব্ধ নওশাদ জানান, তাঁর গতিবিধি আটকানোর চেষ্টা করছে শাসকদল ৷ তাঁর আরও অভিযোগ, শওকত মোল্লা এলাকার ভোটার বা বিধায়ক নন, অথচ তিনি ভাঙড়ে যেতে পারলেন ৷ এদিকে তিনি এলাকার বিধায়ক, তাঁকে যেতে দেওয়া হল না ৷ এই বিষয়গুলি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

এদিকে ভাঙড়ে 144 ধারা জারি করা হয়েছে ৷ পঞ্চায়েত নির্বাচন এবং ফলাফল প্রকাশ হলেও উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড় ৷ সেই ভাঙড় যাওয়ার পথে নিউটাউনের হাতিশালার কাছে নওশাদের পথ রুখে দাঁড়ায় বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিক ও তাঁর দল ৷

আরও পড়ুন: ভোটে হিংসা ও গণহত্যার অভিযোগে রাজপথে প্রতিবাদ সেলিম-নওশাদদের

পুলিশের বক্তব্য, জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাঙড়ে জারি 144 ধারা ৷ তাই সেখানে যাওয়ার তাঁর অনুমতি নেই ৷ পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, ওই রাস্তা দিয়ে নির্দিষ্ট কয়েকজনের গাড়িই যেতে পারবে ৷ সেই তালিকায় নওশাদ সিদ্দিকীর নাম নেই ৷ তাই তাঁর গাড়ি আটকাতে হয়েছে পুলিশকে ৷ তখন পুলিশ–প্রশাসনের উপর ক্ষোভ উগরে দেন নওশাদ সিদ্দিকী ৷

তিনি ভাঙড়েরই বিধায়ক ৷ তাই এলাকার বিধায়ককে কেন ভাঙড়ে যেতে দেওয়া হচ্ছে না ?‌ প্রশ্ন তোলেন নওশাদ ৷ রাস্তার উপর ব্যারিকেড করে নাকা চেকিং করছিল পুলিশ ৷ সেই সময় নওশাদের গাড়ি আসতে দেখে বাধা দেয় পুলিশ ৷ গাড়িতে বসেই সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেন নওশাদ ৷ পুলিশ তাঁকে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন ভাঙড়ের বিধায়ক ৷ পুলিশকে নওশাদের প্রশ্ন , " আমি ভাঙড়ের জনপ্রতিনিধি ৷ আমার পরিচয়পত্র আছে ৷ তাহলে কেন যেতে পারব না ? "

নওশাদ অভিযোগ করে বলেন , " তৃণমূলের নেতারা ওখানে ঘুরে বেড়াচ্ছেন ৷ অথচ আমি বিধায়ক হলেও আমায় যেতে দেওয়া হচ্ছে না ৷ তারপর ঠিক কী ঘটল ?‌ পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই ভাঙড়ই উত্তপ্ত হয়ে উঠেছিল ৷" তিনি আরও জানান, এখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস এসে ঘুরে গিয়েছেন ৷ ভাঙড়ের আইএসএফ প্রার্থী জাহানারা খাতুনের খোঁজ মিলছে না ৷ শুধু তাই নয়, ভাঙড়ে মাঝরাতে গুলি চলার ঘটনা ঘটেছে ৷ তিনজনের মৃত্যু হয়েছে ৷ জাহানারা খাতুন এবং তাঁর স্বামীর খোঁজ এখনও মেলেনি ৷

আরও পড়ুন: ভাঙড়ে হিংসায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট সওকত, সিবিআই তদন্তের দাবি নওশাদের

এদিন পুলিশ বাধার মুখে নওশাদ হুঁশিয়ারি দেন, "কতক্ষণ আটকে রাখে দেখব ৷ আমি শান্তির বার্তা নিয়ে এসেছি ৷ কেন্দ্রীয়বাহিনী দিয়ে পুরো ভাঙড়ে তল্লাশি করা হোক ৷" আর ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা বলেন, "144 ধারা জারি রয়েছে ৷ আমরা কেউ ঢুকতে পারছি না ৷ আবার উস্কানি দিতে যাচ্ছেন নওশাদ ৷ আবার খুনোখুনি চাইছেন ৷"

ভাঙড়, 14 জুলাই: ভাঙড়ের বিধায়ককেই ভাঙড়ে যেতে বাধা । ভাঙড়ে যাওয়ার আগে রাজারহাটে আটকে দেওয়া হল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ৷ শুক্রবার নিহত দলীয় কর্মীদের বাড়িতে যাচ্ছিলেন ভাঙড়ের বিধায়ক ৷ এই ঘটনায় ক্ষুব্ধ নওশাদ জানান, তাঁর গতিবিধি আটকানোর চেষ্টা করছে শাসকদল ৷ তাঁর আরও অভিযোগ, শওকত মোল্লা এলাকার ভোটার বা বিধায়ক নন, অথচ তিনি ভাঙড়ে যেতে পারলেন ৷ এদিকে তিনি এলাকার বিধায়ক, তাঁকে যেতে দেওয়া হল না ৷ এই বিষয়গুলি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

এদিকে ভাঙড়ে 144 ধারা জারি করা হয়েছে ৷ পঞ্চায়েত নির্বাচন এবং ফলাফল প্রকাশ হলেও উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড় ৷ সেই ভাঙড় যাওয়ার পথে নিউটাউনের হাতিশালার কাছে নওশাদের পথ রুখে দাঁড়ায় বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিক ও তাঁর দল ৷

আরও পড়ুন: ভোটে হিংসা ও গণহত্যার অভিযোগে রাজপথে প্রতিবাদ সেলিম-নওশাদদের

পুলিশের বক্তব্য, জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাঙড়ে জারি 144 ধারা ৷ তাই সেখানে যাওয়ার তাঁর অনুমতি নেই ৷ পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, ওই রাস্তা দিয়ে নির্দিষ্ট কয়েকজনের গাড়িই যেতে পারবে ৷ সেই তালিকায় নওশাদ সিদ্দিকীর নাম নেই ৷ তাই তাঁর গাড়ি আটকাতে হয়েছে পুলিশকে ৷ তখন পুলিশ–প্রশাসনের উপর ক্ষোভ উগরে দেন নওশাদ সিদ্দিকী ৷

তিনি ভাঙড়েরই বিধায়ক ৷ তাই এলাকার বিধায়ককে কেন ভাঙড়ে যেতে দেওয়া হচ্ছে না ?‌ প্রশ্ন তোলেন নওশাদ ৷ রাস্তার উপর ব্যারিকেড করে নাকা চেকিং করছিল পুলিশ ৷ সেই সময় নওশাদের গাড়ি আসতে দেখে বাধা দেয় পুলিশ ৷ গাড়িতে বসেই সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেন নওশাদ ৷ পুলিশ তাঁকে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন ভাঙড়ের বিধায়ক ৷ পুলিশকে নওশাদের প্রশ্ন , " আমি ভাঙড়ের জনপ্রতিনিধি ৷ আমার পরিচয়পত্র আছে ৷ তাহলে কেন যেতে পারব না ? "

নওশাদ অভিযোগ করে বলেন , " তৃণমূলের নেতারা ওখানে ঘুরে বেড়াচ্ছেন ৷ অথচ আমি বিধায়ক হলেও আমায় যেতে দেওয়া হচ্ছে না ৷ তারপর ঠিক কী ঘটল ?‌ পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই ভাঙড়ই উত্তপ্ত হয়ে উঠেছিল ৷" তিনি আরও জানান, এখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস এসে ঘুরে গিয়েছেন ৷ ভাঙড়ের আইএসএফ প্রার্থী জাহানারা খাতুনের খোঁজ মিলছে না ৷ শুধু তাই নয়, ভাঙড়ে মাঝরাতে গুলি চলার ঘটনা ঘটেছে ৷ তিনজনের মৃত্যু হয়েছে ৷ জাহানারা খাতুন এবং তাঁর স্বামীর খোঁজ এখনও মেলেনি ৷

আরও পড়ুন: ভাঙড়ে হিংসায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট সওকত, সিবিআই তদন্তের দাবি নওশাদের

এদিন পুলিশ বাধার মুখে নওশাদ হুঁশিয়ারি দেন, "কতক্ষণ আটকে রাখে দেখব ৷ আমি শান্তির বার্তা নিয়ে এসেছি ৷ কেন্দ্রীয়বাহিনী দিয়ে পুরো ভাঙড়ে তল্লাশি করা হোক ৷" আর ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা বলেন, "144 ধারা জারি রয়েছে ৷ আমরা কেউ ঢুকতে পারছি না ৷ আবার উস্কানি দিতে যাচ্ছেন নওশাদ ৷ আবার খুনোখুনি চাইছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.