ETV Bharat / state

পুলিশি অভিযানে উদ্ধার বোমা, আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১ - মিয়ারব মণ্ডল

ভোট মিটেছে ৷ তবে রাজ্যজুড়ে চলছে রাজনৈতিক হিংসার ঘটনা ৷ দক্ষিণ চব্বিশ পরগনার দু'টি জায়গা থেকে একই দিনে বোমা, আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার করল পুলিশ ৷

উদ্ধার বোমা, আগ্নেয়াস্ত্র
উদ্ধার বোমা, আগ্নেয়াস্ত্র
author img

By

Published : May 8, 2021, 9:08 AM IST

দক্ষিণ চব্বিশ পরগনা, 8 মে : ভোট পর্ব মিটতে না মিটতে রাজনৈতিক হিংসায় অশান্ত এলাকা । এক দিনে জেলার দু'টি ভিন্ন জায়গা থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বারুইপুর পুলিশ । শুক্রবার দুপুরে গোপনে অভিযান চালিয়ে ভাঙড়ের চন্দনেশ্বর-২ গ্রাম পঞ্চায়েতের মাধবপুর বাজার এলাকায় এক আইএসএফ নেতার বাড়ির পিছন থেকে উদ্ধার হয় প্রায় ২০টি বোমা । অন্যদিকে ক্যানিংয়ের পরানিখেকো এলাকায় মিয়ারব মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় তিনটি বোমা, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ । মিয়ারবকে গ্রেফতার করেছে পুলিশ । ইতিমধ্যেই বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ।

আরো পড়ুন: জীবিত সাংবাদিককে শীতলকুচিতে মৃত বলে প্রচার আইটি সেলের, ভুল স্বীকার বিজেপির


পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভাঙড়ের মাধবপুর বাজার এলাকার বাসিন্দা আইএসএফ নেতা শাহাবুদ্দিন সিরাজির বাড়ির পিছনে চারটি প্লাস্টিক ও নাইলন ব্যাগ দেখতে পান বাসিন্দারা । কাছে গিয়ে ভালো করে দেখতেই চোখে পড়ে বোমা ৷ স্বভাবতই এই দৃশ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । ভাঙড় থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে । পরে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় বোমা নিষ্ক্রিয় করার জন্য ।
অন্য দিকে গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ অভিযান চালিয়ে পারানিখেকো এলাকার বাসিন্দা মিয়ারব মণ্ডলের বাড়ি থেকে তিনটি বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে । গ্রেফতার করা হয় মিরারবকে । ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ ।

দক্ষিণ চব্বিশ পরগনা, 8 মে : ভোট পর্ব মিটতে না মিটতে রাজনৈতিক হিংসায় অশান্ত এলাকা । এক দিনে জেলার দু'টি ভিন্ন জায়গা থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বারুইপুর পুলিশ । শুক্রবার দুপুরে গোপনে অভিযান চালিয়ে ভাঙড়ের চন্দনেশ্বর-২ গ্রাম পঞ্চায়েতের মাধবপুর বাজার এলাকায় এক আইএসএফ নেতার বাড়ির পিছন থেকে উদ্ধার হয় প্রায় ২০টি বোমা । অন্যদিকে ক্যানিংয়ের পরানিখেকো এলাকায় মিয়ারব মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় তিনটি বোমা, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ । মিয়ারবকে গ্রেফতার করেছে পুলিশ । ইতিমধ্যেই বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ।

আরো পড়ুন: জীবিত সাংবাদিককে শীতলকুচিতে মৃত বলে প্রচার আইটি সেলের, ভুল স্বীকার বিজেপির


পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভাঙড়ের মাধবপুর বাজার এলাকার বাসিন্দা আইএসএফ নেতা শাহাবুদ্দিন সিরাজির বাড়ির পিছনে চারটি প্লাস্টিক ও নাইলন ব্যাগ দেখতে পান বাসিন্দারা । কাছে গিয়ে ভালো করে দেখতেই চোখে পড়ে বোমা ৷ স্বভাবতই এই দৃশ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । ভাঙড় থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে । পরে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় বোমা নিষ্ক্রিয় করার জন্য ।
অন্য দিকে গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ অভিযান চালিয়ে পারানিখেকো এলাকার বাসিন্দা মিয়ারব মণ্ডলের বাড়ি থেকে তিনটি বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে । গ্রেফতার করা হয় মিরারবকে । ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.