ETV Bharat / state

Panchayat Repolls 2023: আতঙ্ক কাটেনি বাসন্তীতে, ভোটারদের বুথমুখী করতে বাড়ি বাড়ি গিয়ে আশ্বাস পুলিশের - ভোটারের মৃত্যু

বাসন্তীতে বোমার ঘায়ে এক ভোটারের মৃত্যু হয়েছিল ভোটের দিন ৷ সেই আতঙ্ক এখনও কাটেনি ৷ তাই পুনর্নির্বাচনে তাঁদের উৎসাহ নেই ৷ ভোটারদের বুথমুখী করতে এ বার বাড়ি বাড়ি গিয়ে আশ্বাস দিল পুলিশ ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jul 10, 2023, 1:27 PM IST

Updated : Jul 10, 2023, 2:25 PM IST

ভোটারদের বুথমুখী করতে বাড়ি বাড়ি গিয়ে আশ্বাস পুলিশের

বাসন্তী, 10 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই তপ্ত দক্ষিণ 24 পরগনা ৷ সেই রেশ অব্যাহত ছিল ভোটের দিনও ৷ ভোট দিতে গিয়ে বোমার আঘাতে প্রাণ যায় এক সাধারণ ভোটারের ৷ তাতেই আতঙ্ক দানা বেঁধেছে এলাকার মানুষের মধ্যে ৷ পুনর্নির্বাচনে তাঁদের আর বিশেষ উৎসাহ নেই ৷ সেই কারণে ভোটারদের বুথমুখী করতে এ বার তৎপর হয়েছে স্থানীয় পুলিশ ৷ নিরাপত্তার ব্যাপারে তারা আশ্বস্ত করেছে স্থানীয় মানুষকে ৷

আজ পুননির্বাচন হচ্ছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলের 103 ও 113 নম্বর বুথে । এখানেই গত শনিবার বোমার আঘাতে মৃত্যু হয়েছিল আনিসুর ওস্তাগার নামে এক সাধারণ ভোটারের । ভোট দিতে গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি ৷ তখনই ঘটে আচমকা বিস্ফোরণ ৷ বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আনিসুরের ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷

আরও পড়ুন: এবার বাসন্তী, বোমার আঘাতে খুন তৃণমূল কর্মী

সেই ঘটনার প্রেক্ষিতেই আজ ওই এলাকায় পুনর্নির্বাচন হচ্ছে ৷ তবে আতঙ্কের আবহে ভোটের প্রতি উৎসাহ হারিয়েছেন স্থানীয়রা ৷ অধিকাংশই আজ আর বুথমুখো হননি ৷ এই পরিস্থিতি দেখে তৎপর হয় পুলিশ ৷ তারা আজ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে যেতে উদ্যোগী হয় । এসডিপিও ক্যানিং দিবাকর দাসের নেতৃত্বে পুলিশ কর্মীরা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে আশ্বস্ত করছেন নিরাপত্তা নিয়ে । তাঁরা মানুষকে বোঝাচ্ছেন যে, ভোট দিতে গিয়ে আজ আর সমস্যায় পড়তে হবে না ভোটারদের ৷ তাঁদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের ৷ যাঁদের তখনও ভোট দেওয়া হয়নি, তাঁরা চাইলে পুলিশের সঙ্গেও ভোট দিতে যেতে পারেন বলে জানান ক্যানিং সাব ডিভিশনের এসডিপিও ৷ তিনি বলেন, ভোটের সময় এবং তার পরেও পুলিশ মানুষের পাশে থাকবে ৷

পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ । পুলিশের তরফ থেকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত হওয়ার পর এ দিন অনেকেই বুথমুখী হন ৷

ভোটারদের বুথমুখী করতে বাড়ি বাড়ি গিয়ে আশ্বাস পুলিশের

বাসন্তী, 10 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই তপ্ত দক্ষিণ 24 পরগনা ৷ সেই রেশ অব্যাহত ছিল ভোটের দিনও ৷ ভোট দিতে গিয়ে বোমার আঘাতে প্রাণ যায় এক সাধারণ ভোটারের ৷ তাতেই আতঙ্ক দানা বেঁধেছে এলাকার মানুষের মধ্যে ৷ পুনর্নির্বাচনে তাঁদের আর বিশেষ উৎসাহ নেই ৷ সেই কারণে ভোটারদের বুথমুখী করতে এ বার তৎপর হয়েছে স্থানীয় পুলিশ ৷ নিরাপত্তার ব্যাপারে তারা আশ্বস্ত করেছে স্থানীয় মানুষকে ৷

আজ পুননির্বাচন হচ্ছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলের 103 ও 113 নম্বর বুথে । এখানেই গত শনিবার বোমার আঘাতে মৃত্যু হয়েছিল আনিসুর ওস্তাগার নামে এক সাধারণ ভোটারের । ভোট দিতে গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি ৷ তখনই ঘটে আচমকা বিস্ফোরণ ৷ বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আনিসুরের ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷

আরও পড়ুন: এবার বাসন্তী, বোমার আঘাতে খুন তৃণমূল কর্মী

সেই ঘটনার প্রেক্ষিতেই আজ ওই এলাকায় পুনর্নির্বাচন হচ্ছে ৷ তবে আতঙ্কের আবহে ভোটের প্রতি উৎসাহ হারিয়েছেন স্থানীয়রা ৷ অধিকাংশই আজ আর বুথমুখো হননি ৷ এই পরিস্থিতি দেখে তৎপর হয় পুলিশ ৷ তারা আজ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে যেতে উদ্যোগী হয় । এসডিপিও ক্যানিং দিবাকর দাসের নেতৃত্বে পুলিশ কর্মীরা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে আশ্বস্ত করছেন নিরাপত্তা নিয়ে । তাঁরা মানুষকে বোঝাচ্ছেন যে, ভোট দিতে গিয়ে আজ আর সমস্যায় পড়তে হবে না ভোটারদের ৷ তাঁদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের ৷ যাঁদের তখনও ভোট দেওয়া হয়নি, তাঁরা চাইলে পুলিশের সঙ্গেও ভোট দিতে যেতে পারেন বলে জানান ক্যানিং সাব ডিভিশনের এসডিপিও ৷ তিনি বলেন, ভোটের সময় এবং তার পরেও পুলিশ মানুষের পাশে থাকবে ৷

পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ । পুলিশের তরফ থেকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত হওয়ার পর এ দিন অনেকেই বুথমুখী হন ৷

Last Updated : Jul 10, 2023, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.