ETV Bharat / state

সোনারপুরে বাড়ি ভাড়া নিয়ে মধুচক্রের অভিযোগ, গ্রেপ্তার 3 - Sonarpur

সোনারপুরে ভাড়াবাড়িতে মধুচক্র ৷ ধৃত 3 ৷

মধুচক্র
author img

By

Published : Sep 11, 2019, 11:38 AM IST

Updated : Sep 11, 2019, 1:28 PM IST

সোনারপুর, 11 সেপ্টেম্বর : সোনারপুরে বাড়ি ভাড়া নিয়ে মধুচক্র চালানোর অভিযোগ ৷ সোনারপুরের অভিজাত ঝিলপার্ক এলাকার ওই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ৷ উদ্ধার করা হয়েছে দু'জন নাবালিকাকেও ৷ তাদের দিয়ে দেহ ব্যবসা চালানো হচ্ছিল বলে অভিযোগ ৷ ধৄতদের মধ্যে দু'জন মহিলা ও একজন পুরুষ ৷ তাদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ওই বাড়ির মালিক রেলের এক পদস্থ আধিকারিক ৷ তিনি ভিনরাজ্যে পোস্টিং ৷ এই বাড়িটি ভাড়া দিয়েছিলেন ৷ অভিযোগ, বাড়ি ভাড়া নেওয়ার পর থেকে বসত মধুচক্রের আসর ৷ নিয়মিত চললেও আশপাশের বাসিন্দারা ঘুণাক্ষরেও জানতে পারেননি সেই কথা ৷ যারা বাড়ি ভাড়া নিয়েছে, তারা কেউই প্রতিবেশীদের সাথে খুব একটা কথা বলত না বলে জানা গেছে৷

arrested
মধুচক্রের অভিযোগে গ্রেপ্তার

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল তল্লাশি চালায় বারুইপুর মহিলা থানার পুলিশ ৷ গ্রেপ্তার করা হয় তিনজনকে ৷ ধৃতরা হল রীতা সর্দার, সন্তু সর্দার, সুজাতা হালদার ৷ ঘর থেকে উদ্ধার হয়েছে টাকা, মদের বোতল, কন্ডোমের প্যাকেট ৷

শুনুন বক্তব্য

সোনারপুর, 11 সেপ্টেম্বর : সোনারপুরে বাড়ি ভাড়া নিয়ে মধুচক্র চালানোর অভিযোগ ৷ সোনারপুরের অভিজাত ঝিলপার্ক এলাকার ওই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ৷ উদ্ধার করা হয়েছে দু'জন নাবালিকাকেও ৷ তাদের দিয়ে দেহ ব্যবসা চালানো হচ্ছিল বলে অভিযোগ ৷ ধৄতদের মধ্যে দু'জন মহিলা ও একজন পুরুষ ৷ তাদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ওই বাড়ির মালিক রেলের এক পদস্থ আধিকারিক ৷ তিনি ভিনরাজ্যে পোস্টিং ৷ এই বাড়িটি ভাড়া দিয়েছিলেন ৷ অভিযোগ, বাড়ি ভাড়া নেওয়ার পর থেকে বসত মধুচক্রের আসর ৷ নিয়মিত চললেও আশপাশের বাসিন্দারা ঘুণাক্ষরেও জানতে পারেননি সেই কথা ৷ যারা বাড়ি ভাড়া নিয়েছে, তারা কেউই প্রতিবেশীদের সাথে খুব একটা কথা বলত না বলে জানা গেছে৷

arrested
মধুচক্রের অভিযোগে গ্রেপ্তার

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল তল্লাশি চালায় বারুইপুর মহিলা থানার পুলিশ ৷ গ্রেপ্তার করা হয় তিনজনকে ৷ ধৃতরা হল রীতা সর্দার, সন্তু সর্দার, সুজাতা হালদার ৷ ঘর থেকে উদ্ধার হয়েছে টাকা, মদের বোতল, কন্ডোমের প্যাকেট ৷

শুনুন বক্তব্য
Intro:রেলের উচ্চপদস্থ কর্তার বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ ৷ সোনারপুরের অভিজাত ঝিল পার্ক এলাকা থেকে গ্রেপ্তার তিন ৷ উদ্ধার করা হয়েছে দুজন নাবালিকাকেও ৷ তাদের দিয়ে দেহ ব্যবসা চালানো হচ্ছিল বলে অভিযোগ ৷ ধৄতদের মধ্যে দুজন মহিলা ও একজন পুরুষ ৷ তাদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
বাড়ির মালিক রেলের উচ্চপদস্থ কর্তা আপাতত ভিনরাজ্যো পোস্টিং ৷ তিনি এই বাড়িটি ভাড়া দিয়েছিলেন ৷ তারপর থেকে এই বাড়িতেই নিয়মিত বসত মধুচক্রের আসর ৷ নিয়মিত চললেও আশেপাশের বাসিন্দারা ঘুনাক্ষরেও জানতে পারেননি সেই কথা ৷ পরিবারের কেউই প্রতিবেশীদের সাথে খুব একটা কথা বলতেন না বলেই জানা গিয়েছে ৷ ধৄতেরা হলেন রীতা সর্দার, সন্তু সর্দার, সুজাতা হালদার ৷ গোপন সুত্রে খবর পেয়ে তল্লাশি চালায় বারুইপুর মহিলা থানার পুলিশ ৷ ঘর থেকে উদ্ধার হয়েছে টাকা, মদের বোতল, কন্ডোম ৷
বাইট১ - আনন্দ বালা, প্রতিবেশী ৷
বাইট২ - পীযুষ ব্যানার্জি ৷ Body:রেলের উচ্চপদস্থ কর্তার বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ ৷ সোনারপুরের অভিজাত ঝিল পার্ক এলাকা থেকে গ্রেপ্তার তিন ৷ উদ্ধার করা হয়েছে দুজন নাবালিকাকেও ৷ তাদের দিয়ে দেহ ব্যবসা চালানো হচ্ছিল বলে অভিযোগ ৷ ধৄতদের মধ্যে দুজন মহিলা ও একজন পুরুষ ৷ তাদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
বাড়ির মালিক রেলের উচ্চপদস্থ কর্তা আপাতত ভিনরাজ্যো পোস্টিং ৷ তিনি এই বাড়িটি ভাড়া দিয়েছিলেন ৷ তারপর থেকে এই বাড়িতেই নিয়মিত বসত মধুচক্রের আসর ৷ নিয়মিত চললেও আশেপাশের বাসিন্দারা ঘুনাক্ষরেও জানতে পারেননি সেই কথা ৷ পরিবারের কেউই প্রতিবেশীদের সাথে খুব একটা কথা বলতেন না বলেই জানা গিয়েছে ৷ ধৄতেরা হলেন রীতা সর্দার, সন্তু সর্দার, সুজাতা হালদার ৷ গোপন সুত্রে খবর পেয়ে তল্লাশি চালায় বারুইপুর মহিলা থানার পুলিশ ৷ ঘর থেকে উদ্ধার হয়েছে টাকা, মদের বোতল, কন্ডোম ৷
বাইট১ - আনন্দ বালা, প্রতিবেশী ৷
বাইট২ - পীযুষ ব্যানার্জি ৷ Conclusion:রেলের উচ্চপদস্থ কর্তার বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ ৷ সোনারপুরের অভিজাত ঝিল পার্ক এলাকা থেকে গ্রেপ্তার তিন ৷ উদ্ধার করা হয়েছে দুজন নাবালিকাকেও ৷ তাদের দিয়ে দেহ ব্যবসা চালানো হচ্ছিল বলে অভিযোগ ৷ ধৄতদের মধ্যে দুজন মহিলা ও একজন পুরুষ ৷ তাদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
বাড়ির মালিক রেলের উচ্চপদস্থ কর্তা আপাতত ভিনরাজ্যো পোস্টিং ৷ তিনি এই বাড়িটি ভাড়া দিয়েছিলেন ৷ তারপর থেকে এই বাড়িতেই নিয়মিত বসত মধুচক্রের আসর ৷ নিয়মিত চললেও আশেপাশের বাসিন্দারা ঘুনাক্ষরেও জানতে পারেননি সেই কথা ৷ পরিবারের কেউই প্রতিবেশীদের সাথে খুব একটা কথা বলতেন না বলেই জানা গিয়েছে ৷ ধৄতেরা হলেন রীতা সর্দার, সন্তু সর্দার, সুজাতা হালদার ৷ গোপন সুত্রে খবর পেয়ে তল্লাশি চালায় বারুইপুর মহিলা থানার পুলিশ ৷ ঘর থেকে উদ্ধার হয়েছে টাকা, মদের বোতল, কন্ডোম ৷
বাইট১ - আনন্দ বালা, প্রতিবেশী ৷
বাইট২ - পীযুষ ব্যানার্জি ৷
Last Updated : Sep 11, 2019, 1:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.