নামখানা, 14 এপ্রিল : বেসরকারি টেলিকম সংস্থার টাওয়ার বসানোর নামে প্রতারণার অভিযোগে বিশ্বজিৎ বোরা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ (Police Arrest a person who allegedly involve in a Financial Fraud Case) ৷ অসম থেকে আসা ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে সুন্দরবন পুলিশ জেলার (Sundarban Police District) সাইবার ক্রাইম থানার পুলিশ । প্রতারণার অভিযোগটি এসেছে দক্ষিণ 24 পরগনার নামখানা ফ্রেজারগঞ্জ থানা এলাকার এক মহিলার কাছ থেকে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই ব্যক্তিকে নিউটাউনের ইকো পার্ক থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৷ সে ইকো পার্ক এলাকায় একটি কল সেন্টার খুলে এই ধরনের প্রতারণার কাজ চালাত ৷ একটি বেসরকারি টেলিকম সংস্থার টাওয়ার বসিয়ে দেওয়ার প্রস্তাব দিত প্রথমে ৷ মোটা অঙ্কের অর্থ দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিত ৷
তদন্তকারীদের সূত্রে খবর, একই সঙ্গে ওই টাওয়ার দেখভালের জন্য চাকরির প্রস্তাবও দিত সে ৷ এর জন্য প্রাথমিক পর্যায়ে জায়গার মালিকদের কিছু টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হয় । রেজিস্ট্রেশনের নামেই প্রথম পর্যায়ে 14 হাজার 500 টাকা টাকা করে নেয় । দ্বিতীয় পর্যায়ে জায়গার বিনিময় 18 লক্ষ টাকা দেওয়ার অফার দেয় । জিএসটির জন্য 45000 টাকা দিলে 9 লাখ টাকা পাওয়া যাবে বলে সে জানাত ৷ তৃতীয় পর্যায়ে আরও অন্যান্য কারণ দেখিয়ে বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে এই বিশ্বজিৎ বোরা ।
দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ থানার 10 মাইল দেব নিভাস গ্রামের কনকলতা মাইতি ফ্রেজারগঞ্জ থানায় অভিযোগ করেন ওই ব্যক্তির নামে । তিনি ওই ব্যক্তির কাছে প্রতারিত হয়েছেন 1 লাখ 48 হাজার 500 টাকা । তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ ৷ গ্রেফতার হয় অভিযুক্ত ৷
আরও পড়ুন : Honey Robbery : মধু সংগ্রহে গিয়ে ডাকাতের খপ্পরে, বাধা দেওয়ায় মারধরে জখম 11