ETV Bharat / state

Miscreants Arrest: বারুইপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 9 দুষ্কৃতী - বারুইপুর

রবিবার রাতে নাকা তল্লাশিতে বারুইপুর থেকে 9 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ ৷ ওই দুষ্কৃতীরা বারুইপুরের জাফরপুরে একটি ইটভাটার কাছে জড়ো হয়েছিল ৷ সেখানে থেকে একটি পিকআপ ভ্যানে করে ডাকাতির জন্য যাচ্ছিল ৷

Police Arrest 9 miscreants with Fire Arms from Jafarpur in Baruipur
বারুইপুরে আগ্নেয়াস্ত্র সহ 9 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ
author img

By

Published : Sep 13, 2021, 3:21 PM IST

বারুইপুর, 13 সেপ্টেম্বর : বারুইপুরের জাফরপুর থেকে একটি দুষ্কৃতী দলকে গ্রেফতার করল পুলিশ ৷ জানা গিয়েছে, 9 জনের একটি দুষ্কৃতীদের দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ৷ তাদের কাছ থেকে কার্তুজ-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ একটি পিকআপ ভ্যানও উদ্ধার করেছে পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে বেআইনি অস্ত্রআইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে জাফরপুর এলাকার একটি ইটভাটার কাছে ডাকাত দলটি জড়ো হয়েছিল ৷ বিশেষ সূত্র মারফত সেই খবর পেয়ে বারুইপুর থানার বেলেগাছি ক্যাম্প থেকে পুলিশ বাহিনী গিয়ে নাকা তল্লাশি শুরু করে ৷ তল্লাশি চলাকালীন একটি পণ্যবাহী পিকআপ ভ্যানকে আটকায় পুলিশ ৷ তল্লাশি চালানোর সময় ওই পিকআপ ভ্যানের মধ্যে থেকে 9 দুষ্কৃতীকে আটক করে পুলিশ ৷ পিকআপ ভ্যানের মধ্যে থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ ৷ সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে ৷

আরও পড়ুন : Naxalbari Murder : আড়াই বছরের মেয়েকে কুপিয়ে খুন করে আত্মঘাতী বাবা, জখম স্ত্রী

পুলিশের অনুমান, দুষ্কৃতীদের এই দল দক্ষিণ 24 পরগনা এমনকি তার বাইরেও নিজেদের জাল ছড়িয়ে রেখেছিল ৷ গতকাল রাতে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করা হয় ৷ ধৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ তারা হল জয়নুদ্দিন ফকির, আফ্রিদি মোল্লা, তুষার চৌধুরী, নূর হোসেন ফকির, শামসুল শেখ, আমিরুল মোল্লা, শেখ জাহাঙ্গির, শেখ ঝন্টু এবং বেললাল ফকির ৷ ধৃতদের জেরা করে দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত বাকিদের সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ ৷

বারুইপুর, 13 সেপ্টেম্বর : বারুইপুরের জাফরপুর থেকে একটি দুষ্কৃতী দলকে গ্রেফতার করল পুলিশ ৷ জানা গিয়েছে, 9 জনের একটি দুষ্কৃতীদের দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ৷ তাদের কাছ থেকে কার্তুজ-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ একটি পিকআপ ভ্যানও উদ্ধার করেছে পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে বেআইনি অস্ত্রআইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে জাফরপুর এলাকার একটি ইটভাটার কাছে ডাকাত দলটি জড়ো হয়েছিল ৷ বিশেষ সূত্র মারফত সেই খবর পেয়ে বারুইপুর থানার বেলেগাছি ক্যাম্প থেকে পুলিশ বাহিনী গিয়ে নাকা তল্লাশি শুরু করে ৷ তল্লাশি চলাকালীন একটি পণ্যবাহী পিকআপ ভ্যানকে আটকায় পুলিশ ৷ তল্লাশি চালানোর সময় ওই পিকআপ ভ্যানের মধ্যে থেকে 9 দুষ্কৃতীকে আটক করে পুলিশ ৷ পিকআপ ভ্যানের মধ্যে থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ ৷ সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে ৷

আরও পড়ুন : Naxalbari Murder : আড়াই বছরের মেয়েকে কুপিয়ে খুন করে আত্মঘাতী বাবা, জখম স্ত্রী

পুলিশের অনুমান, দুষ্কৃতীদের এই দল দক্ষিণ 24 পরগনা এমনকি তার বাইরেও নিজেদের জাল ছড়িয়ে রেখেছিল ৷ গতকাল রাতে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করা হয় ৷ ধৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ তারা হল জয়নুদ্দিন ফকির, আফ্রিদি মোল্লা, তুষার চৌধুরী, নূর হোসেন ফকির, শামসুল শেখ, আমিরুল মোল্লা, শেখ জাহাঙ্গির, শেখ ঝন্টু এবং বেললাল ফকির ৷ ধৃতদের জেরা করে দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত বাকিদের সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.