সাগর, 10 মে : "নদীর ধারে বাস চিন্তা বারোমাস" এই কথা যেন সুন্দরবনের মানুষের জীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত । একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়ে গিয়েছে সুন্দরবনের একাধিক জায়গা (Cyclone Asani Alert in Sagar) । ঘূর্ণিঝড়ের নাম শুনলেই আতঙ্কে রাতের ঘুম উড়ে যায় সাগর ব্লকের কুচুবেরিয়ার কয়েকশো পরিবারের ।
গ্রামবাসীদের দাবি, একের পর এক প্রাকৃতিক দুর্যোগে নদী বাঁধ ভেঙে সাগরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে । নোনা জলে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি । স্থানীয়দের দাবি, স্থায়ী নদীবাঁধ না থাকার কারণে বারবার কোটাল ও ঘূর্ণিঝড়ে বানভাসি হতে হয় তাঁদের । মাটির কাঁচা বাঁধ থাকার কারণে অল্প ঝোড়ো হাওয়াতেই তা ভেঙে যায় । বারবার প্রশাসনের কাছে স্থায়ী নদীবাঁধের আবেদন করলেও কোনও রকম সুরাহা হয়নি ।
গ্রামবাসীর অভিযোগ, প্রতিবছর ঝড়ের সময় প্রশাসনের তরফ থেকে অস্থায়ীভাবে নদীবাঁধ মেরামত করা হয় । কিন্তু প্রবল ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের সামনে মাটির নদী বাঁধ আমাদেরকে রক্ষা করতে পারে না । ফলস্বরূপ প্রতিবছরই বানভাসি হতে হয় তাঁদের । ভিটেমাটি ছেড়ে আশ্রয় নিতে হয় ত্রাণ শিবিরে ।
আরও পড়ুন : Cyclone Asani : অশনি মোকাবিলায় প্রস্তুত তটরক্ষী বাহিনী, চলছে মহড়া
যদিও এই বিষয়ে সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল বলেন, "ঘূর্ণিঝড় অশনি ও ভরা কোটালের কথা মাথায় রেখে যুদ্ধকালীন তৎপরতায় সাগর ব্লকের বিভিন্ন জায়গায় নদীবাঁধগুলি মেরামতির কাজ করা হচ্ছে । কিছু কিছু জায়গায় জমি নিয়ে সমস্যা হচ্ছে ৷ সেসব সমস্যার দ্রুত সমাধান করে নিচ্ছি আমরা ।" সামনে ভরা কোটাল, মাটির কাঁচা বাঁধ কি পারবে সাগর ব্লকের মানুষকে বানভাসি হওয়ার হাত থেকে রক্ষা করতে সেটাই এখন দেখার বিষয় ।