ETV Bharat / state

Jaynagar Damage Road বারাসত থেকে গৌরহাট পর্যন্ত বেহাল রাস্তায় নাভিশ্বাস সাধারণ মানুষের

বেহাল রাস্তা ৷ খানা খন্দে ভর্তি দক্ষিণ বারাসত থেকে গৌরহাট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার অবস্থা খারাপ ৷ রাস্তা সারাইয়ের আবেদন স্থানীয়দের (Damage Road from Barasat to Gaurhat) ৷

Jaynagar Damage Road
খানা খন্দে ভরা রাস্তা, নাজেহাল সাধারণ মানুষ
author img

By

Published : Aug 16, 2022, 10:32 PM IST

জয়নগর, 16 অগস্ট: দক্ষিণ 24 পরগনার জয়নগর বিধানসভা এলাকার দক্ষিণ বারাসত থেকে গৌরহাট । প্রায় 2 কিলোমিটার দূরত্বের এই রাস্তা বেহাল ও খানা-খন্দে ভর্তি । একটু বৃষ্টি হলেই হাঁটু সমান জল জমে যাচ্ছে রাস্তায় ৷ নাজেহাল সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্র-ছাত্রীরা । দাবি উঠেছে অবিলম্বে সেই রাস্তা সারাইয়ের (People demand to repair the damage road from Barasat to Gaurhat)।

এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে । এই গৌরহাটে সপ্তাহে দু'দিন এলাকার বড় বাজার বসে ৷ দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ ওই বাজারে বাজার করতে আসেন ৷ সপ্তাহে ওই দু'দিন আরও বেশি সমস্যা হয় বলে এলাকার মানুষদের দাবি । পাশাপাশি অটো, টোটো ভ্যান থেকে শুরু করে রিকশা সমস্ত চালকদের গাড়ি চালাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ৷ যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এমনটাই দাবি চালকদের ।

নিত্যযাত্রী পান্নালাল সর্দার জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন তিনি ৷ ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে খুব সমস্যা হচ্ছে ৷ প্রতিদিনই কোনও না কোনও দুর্ঘটনা ঘটছে ৷ অথচ কারও কোনও হেলদোল নেই ৷ যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে ৷ এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে ৷ তাই সরকার যদি এদিকে নজর দেয়, তাহলে উপকৃত হব ।

বারাসত থেকে গৌরহাট পর্যন্ত বেহাল রাস্তায় নাভিশ্বাস সাধারণ মানুষের

আরও পড়ুন: বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পৌরসভার গেটে তালা দিল মহিলারা

অন্যদিকে টোটো চালক সঞ্জীব মণ্ডল বলেন, "চার থেকে পাঁচ মাসেরও বেশি রাস্তার এই বেহাল অবস্থা ৷ যে কোনও সময় আমাদের গাড়ি উলটে যাচ্ছে । যাত্রীদের ক্ষয়ক্ষতি হচ্ছে । আমি সারাদিনে 15 থেকে 20 বার এই রাস্তায় প্যাসেঞ্জার নিয়ে আপ-ডাউন করি ৷ কোনওভাবে গর্ত বাঁচিয়ে গাড়ি চালিয়ে যাতায়াত করতে হয় ৷ সবচেয়ে বেশি সমস্যা হয় যখন ছাত্রছাত্রী থেকে কিংবা কোনও রোগী নিয়ে গেলে ৷ সবসময় ভয়ে থাকতে হয় ৷ যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে । তাই প্রশাসনের কাছে একান্ত অনুরোধ, যত সম্ভব এই রাস্তাটি ঠিক করে দেওয়ার ৷"

জয়নগর, 16 অগস্ট: দক্ষিণ 24 পরগনার জয়নগর বিধানসভা এলাকার দক্ষিণ বারাসত থেকে গৌরহাট । প্রায় 2 কিলোমিটার দূরত্বের এই রাস্তা বেহাল ও খানা-খন্দে ভর্তি । একটু বৃষ্টি হলেই হাঁটু সমান জল জমে যাচ্ছে রাস্তায় ৷ নাজেহাল সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্র-ছাত্রীরা । দাবি উঠেছে অবিলম্বে সেই রাস্তা সারাইয়ের (People demand to repair the damage road from Barasat to Gaurhat)।

এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে । এই গৌরহাটে সপ্তাহে দু'দিন এলাকার বড় বাজার বসে ৷ দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ ওই বাজারে বাজার করতে আসেন ৷ সপ্তাহে ওই দু'দিন আরও বেশি সমস্যা হয় বলে এলাকার মানুষদের দাবি । পাশাপাশি অটো, টোটো ভ্যান থেকে শুরু করে রিকশা সমস্ত চালকদের গাড়ি চালাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ৷ যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এমনটাই দাবি চালকদের ।

নিত্যযাত্রী পান্নালাল সর্দার জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন তিনি ৷ ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে খুব সমস্যা হচ্ছে ৷ প্রতিদিনই কোনও না কোনও দুর্ঘটনা ঘটছে ৷ অথচ কারও কোনও হেলদোল নেই ৷ যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে ৷ এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে ৷ তাই সরকার যদি এদিকে নজর দেয়, তাহলে উপকৃত হব ।

বারাসত থেকে গৌরহাট পর্যন্ত বেহাল রাস্তায় নাভিশ্বাস সাধারণ মানুষের

আরও পড়ুন: বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পৌরসভার গেটে তালা দিল মহিলারা

অন্যদিকে টোটো চালক সঞ্জীব মণ্ডল বলেন, "চার থেকে পাঁচ মাসেরও বেশি রাস্তার এই বেহাল অবস্থা ৷ যে কোনও সময় আমাদের গাড়ি উলটে যাচ্ছে । যাত্রীদের ক্ষয়ক্ষতি হচ্ছে । আমি সারাদিনে 15 থেকে 20 বার এই রাস্তায় প্যাসেঞ্জার নিয়ে আপ-ডাউন করি ৷ কোনওভাবে গর্ত বাঁচিয়ে গাড়ি চালিয়ে যাতায়াত করতে হয় ৷ সবচেয়ে বেশি সমস্যা হয় যখন ছাত্রছাত্রী থেকে কিংবা কোনও রোগী নিয়ে গেলে ৷ সবসময় ভয়ে থাকতে হয় ৷ যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে । তাই প্রশাসনের কাছে একান্ত অনুরোধ, যত সম্ভব এই রাস্তাটি ঠিক করে দেওয়ার ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.