ETV Bharat / state

বিডিও অফিসে দলীয় কর্মসূচি, আরাবুলের সমালোচনায় বিজেপি - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

সরকারি প্রতিষ্ঠানে দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ভাঙড়ে । তৃণমূল নেতাকে কটাক্ষ করলেন বিজেপি নেতা সুনীপ দাস । "যেমন দিদি, তেমন দিদির ভাই আরাবুল," বলতেও শোনা গেল তাঁর মুখে ।

বিডিয়ো অফিসে দলীয়ে কর্মসূচি
বিডিয়ো অফিসে দলীয়ে কর্মসূচি
author img

By

Published : Feb 3, 2021, 7:39 PM IST

ভাঙড়, 3 ফেব্রুয়ারি : সরকারি অফিস চত্বরে দলীয় কর্মসূচিকে ঘিরে বিতর্ক শুরু রাজনৈতিক মহলে । সোমবার ভাঙড় 2 নম্বর ব্লক অফিস চত্বরে ঘটনাটি ঘটে । বিডিও অফিসের চত্বরে বেশকিছু বিজেপি কর্মীদের হাতে ঘাস ফুলের পতাকা তুলে দিয়েছিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম । আর ওই ঘটনার জেরে রাজনৈতিক তরজা এখন বেশ তুঙ্গে ।

সোমবার পঞ্চায়েত সমিতির কার্যালয়ে কাজ করছিলেন পঞ্চায়েতের সহসভাপতি আরাবুল ইসলাম । সেই সময়ে শানপুকুর গ্রামপঞ্চায়েতের নিমকুড়িয়া গ্রামের 25 টি পরিবারের 100-র বেশি সদস্য অফিস চত্বরে ঢুকে পড়ে । খবর পেয়ে আরাবুল ইসলাম অফিসঘর থেকে বেরিয়ে আসেন, হাতে দলীয় পতাকা তুলে দেন ।

আরাবুল ইসলামকে কটাক্ষ সুনিপ দাসের । দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : "পাকিস্তানে পাঠাব", ফিরহাদকে আক্রমণ রাহুল সিনহার

এবিষয়ে দলীয় নেত্রী সহ আরাবুল ইসলামকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা সুনীপ দাস । তাঁর কথায়, "সরকারি প্রতিষ্ঠানে দলীয় কর্মসূচি কেন করা হবে ! এই দোষটা আরাবুলের নয়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের । কারণ উনিই পথ দেখিয়েছেন, যে নবান্নে বসে দলীয় কথাবার্তা বলা, সরকারি অনুষ্ঠানে দলীয় প্রচার করা, আর ওই দেখে আরাবুল শিখেছে । যেমন দিদি, তেমন দিদির ভাই আরাবুল ।" যদিও এবিষয়ে মুখ খুলতে নারাজ তৃণমূল নেতা আরাবুল ইসলাম ।

ভাঙড়, 3 ফেব্রুয়ারি : সরকারি অফিস চত্বরে দলীয় কর্মসূচিকে ঘিরে বিতর্ক শুরু রাজনৈতিক মহলে । সোমবার ভাঙড় 2 নম্বর ব্লক অফিস চত্বরে ঘটনাটি ঘটে । বিডিও অফিসের চত্বরে বেশকিছু বিজেপি কর্মীদের হাতে ঘাস ফুলের পতাকা তুলে দিয়েছিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম । আর ওই ঘটনার জেরে রাজনৈতিক তরজা এখন বেশ তুঙ্গে ।

সোমবার পঞ্চায়েত সমিতির কার্যালয়ে কাজ করছিলেন পঞ্চায়েতের সহসভাপতি আরাবুল ইসলাম । সেই সময়ে শানপুকুর গ্রামপঞ্চায়েতের নিমকুড়িয়া গ্রামের 25 টি পরিবারের 100-র বেশি সদস্য অফিস চত্বরে ঢুকে পড়ে । খবর পেয়ে আরাবুল ইসলাম অফিসঘর থেকে বেরিয়ে আসেন, হাতে দলীয় পতাকা তুলে দেন ।

আরাবুল ইসলামকে কটাক্ষ সুনিপ দাসের । দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : "পাকিস্তানে পাঠাব", ফিরহাদকে আক্রমণ রাহুল সিনহার

এবিষয়ে দলীয় নেত্রী সহ আরাবুল ইসলামকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা সুনীপ দাস । তাঁর কথায়, "সরকারি প্রতিষ্ঠানে দলীয় কর্মসূচি কেন করা হবে ! এই দোষটা আরাবুলের নয়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের । কারণ উনিই পথ দেখিয়েছেন, যে নবান্নে বসে দলীয় কথাবার্তা বলা, সরকারি অনুষ্ঠানে দলীয় প্রচার করা, আর ওই দেখে আরাবুল শিখেছে । যেমন দিদি, তেমন দিদির ভাই আরাবুল ।" যদিও এবিষয়ে মুখ খুলতে নারাজ তৃণমূল নেতা আরাবুল ইসলাম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.