ETV Bharat / state

ভাঙড়ে তৃণমূলের দখলে থাকা কার্যালয়ের পুনর্দখল CPI(M)-এর - cpim

ভাঙড়ে একটি কার্যালয়ের পুনর্দখল নিল CPI(M) । যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন CPI(M)-এর কর্মী-সমর্থকরা ।

তৃণমূলের দখলে থাকা কার্যালয়ের পুনর্দখল CPI(M)-এর
author img

By

Published : Apr 29, 2019, 1:58 PM IST

Updated : Apr 29, 2019, 4:30 PM IST

ভাঙড়, 29 এপ্রিল : তৃণমূলের দখলে থাকা দলীয় কার্যালয়ের পুনর্দখল নিল CPI(M) । যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও CPI(M) নেতা সুজন চক্রবর্তীর উপস্থিতিতে আজ কার্যালয়ের তালা ভাঙা হয় । বিকাশবাবুর নেতৃত্বে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন CPI(M) কর্মী-সমর্থকরা ।

আগামী 19 মে নির্বাচন যাদবপুর কেন্দ্রে । তার আগে আজ ভোট প্রচারে এসে ভাঙড় 2 নম্বর ব্লকের কার্যালয়ের তালা ভেঙে পুনরায় তা নিজেদের দখলে নিল CPI(M) । প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য ছাড়াও ছিলেন সুজন চক্রবর্তী, তুষার ঘোষ ও রশিদ গাজী সহ ভাঙড়ের অন্য CPI(M) নেতা ।

ভিডিয়োয় দেখুন

2011 সালের বিধানসভা ভোটে বামেদের পরাজয়ের পরই তৃণমূল ভাঙড়ের এই মূল কার্যালয়ে তালা বন্ধ করে দেয় । সেইসঙ্গে এলাকার অন্যান্য CPI(M) কার্যালয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা । দলীয় কর্মীদের মনোবল ফিরিয়ে আনতে সুজন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বিকাশবাবু ভাঙড় বিজয়গঞ্জ বাজারে তাঁদের মূল কার্যালয়টি নিজেদের দখলে নিলেন । এর পাশাপাশি আজ তিনি ওই এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করেন ।

ভাঙড়, 29 এপ্রিল : তৃণমূলের দখলে থাকা দলীয় কার্যালয়ের পুনর্দখল নিল CPI(M) । যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও CPI(M) নেতা সুজন চক্রবর্তীর উপস্থিতিতে আজ কার্যালয়ের তালা ভাঙা হয় । বিকাশবাবুর নেতৃত্বে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন CPI(M) কর্মী-সমর্থকরা ।

আগামী 19 মে নির্বাচন যাদবপুর কেন্দ্রে । তার আগে আজ ভোট প্রচারে এসে ভাঙড় 2 নম্বর ব্লকের কার্যালয়ের তালা ভেঙে পুনরায় তা নিজেদের দখলে নিল CPI(M) । প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য ছাড়াও ছিলেন সুজন চক্রবর্তী, তুষার ঘোষ ও রশিদ গাজী সহ ভাঙড়ের অন্য CPI(M) নেতা ।

ভিডিয়োয় দেখুন

2011 সালের বিধানসভা ভোটে বামেদের পরাজয়ের পরই তৃণমূল ভাঙড়ের এই মূল কার্যালয়ে তালা বন্ধ করে দেয় । সেইসঙ্গে এলাকার অন্যান্য CPI(M) কার্যালয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা । দলীয় কর্মীদের মনোবল ফিরিয়ে আনতে সুজন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বিকাশবাবু ভাঙড় বিজয়গঞ্জ বাজারে তাঁদের মূল কার্যালয়টি নিজেদের দখলে নিলেন । এর পাশাপাশি আজ তিনি ওই এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করেন ।

Intro:তৃণমূলের দখলে থাকা দলীয় কার্যালয়ের পুনরুদ্ধার করল সিপিআইএম। যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী উপস্থিতিতে তৃণমূলের দেওয়া তালা ভেঙে পুনরুদ্ধার করল সিপিআইএম।Body:নির্বাচনের আগে সুখবর ভাঙড়ের সিপিআইএম কর্মীদের দের জন্য। ভোটের প্রচারে এসে ভাঙড় 2 ব্লকের মূল দলীয় কার্যালয়ে তালা ভেঙে পুনরায় নিজেদের দখলে নিল সি পি আই এম। আজ ভোট প্রচারে আসেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার সঙ্গে ছিলেন সুজন চক্রবর্তী, তুষার ঘোষ ও রশিদ গাজী সহ ভাঙড়ের সিপিএম নেতৃত্ব। Conclusion:2011 সালের ভোটের পর বামেদের পরাজয় ঘটে। তারপরেই তৃণমূল ভাঙড়ের এই মূল কার্যালয় তালা বন্ধ করে দেয়। এরই পাশাপাশি ভাঙড় 2 নম্বর ব্লকের সিপিএমের যত দলীয় কার্যালয় ছিল বেশিরভাগই লুটপাট চালায়। এখনো পর্যন্ত সেই সব দলীয় কার্যালয়ের সামনে গেলে লুটপাটের ছবি আজও দেখা যাবে। তবে দলীয় কর্মীদের মনোবল ফিরিয়ে আনতে সুজন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বিকাশবাবু ভাঙ্গড় বিজয়গঞ্জ বাজারে তাদের মূল কার্যালয়টি খুলে নিজেদের দখলে নেন বিকাশ বাবু। এই পদক্ষেপে খুশি স্থানীয় সিপিআইএম কর্মী সমর্থকরা। তাদের দাবি তৃণমূল যে সময় এই দলীয় কার্যালয়ে তালা দিয়ে দিয়েছিল সেই সময় কোন সিপিআইএম নেতৃত্ব তাদের পাশে দাঁড়ায়নি বলেই দাবি করে। এদিন বিকাশবাবু উপস্থিত থেকে তালা খোলায় মনোবল ফিরে পাচ্ছে তারা। পার্টি অফিস পুনরুদ্ধার এর পর ভাঙড় বিজয়গঞ্জ বাজারে ভোট প্রচার করে বিকাশ বাবু। এরই পাশাপাশি ওই এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
Last Updated : Apr 29, 2019, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.