ক্যানিং, 9 অগস্ট : সোনার বুদ্ধমূর্তির বদলে নকল সোনার মূর্তি বিক্রি করার মতলব ছিল ৷ এর জন্য এক ব্যক্তির কাছ থেকে প্রায় 4 লাখ টাকা দাবি করেছিল দুষ্কৃতীরা ৷ কিন্তু, টাকা দেওয়ার সময় বাধ সাধেন ওই ব্যক্তি ৷ 50 হাজার টাকা দিয়ে বাকি টাকা পরে দেওয়ার কথা জানিয়েছিলেন ৷ কিন্তু, তাতে হবে কী করে ? দুষ্কৃতীদের তো চাই 4 লাখ টাকা ৷ শেষে কোনওভাবেই তাঁর কাছ থেকে 4 লাখ টাকা বের করতে না পেরে ওই 50 হাজার টাকা নিয়েই চম্পট দেয় তারা ৷ তবে, 24 ঘণ্টার মধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ ক্যানিংয়ের জীবনতলার ঘটনা ।
পুলিশ জানিয়েছেন, অভিজিৎ মণ্ডল ও আবু গায়েন নামে দুই ব্যক্তি বিষ্ণুপুরের এক ব্যক্তিকে ডেকে সোনার বুদ্ধমূর্তি বিক্রির নামে নকল সোনার মূর্তি দিয়ে 4 লাখ টাকা দাবি করে । কিন্তু, ওই ব্যক্তি 50 হাজার টাকা নগদ দিতে চায় ৷ পরে বাকি টাকা পরিশোধ করার কথা বললে অভিজিৎ ও আবু গায়েন ওই ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ৷ কোনওভাবে তাঁর কাছ থেকে টাকা আদায় করতে না পেরে 50 হাজার টাকা নিয়েই চম্পট দেয় তারা । এরপর দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিষ্ণুপুরের ওই ব্যক্তি ৷
অভিযোগ দায়ের করার 24 ঘণ্টার মধ্যেই অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনায় জড়িত আবু গায়েনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ ধৃতের কাছ থেকে নকল সোনার বুদ্ধমূর্তি ও 50 হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ ।