ETV Bharat / state

Explosion in Diamond Harbour : ভরদুপুরে বিস্ফোরণে উড়ল চিলেকোঠার ছাউনি, ডায়মন্ড হারবারে মৃত এক - Explosion in Diamond Harbour

ভরদুপুরে ভয়ানক বিস্ফোরণে উড়ে গেল চিলেকোঠার ছাদও ৷ ডায়মন্ড হারবারে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 1 (One died in massive explosion in Diamond Harbour) ৷ গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের ৷

Explosion in Diamond Harbour
ভরদুপুরে বিস্ফোরণে উড়ল চিলেকোঠার ছাউনি
author img

By

Published : May 28, 2022, 5:56 PM IST

Updated : May 28, 2022, 6:08 PM IST

ডায়মন্ড হারবার, 28 মে : ভরদুপুরে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল ডায়মন্ড হারবারের রাজারতালুক অফিস পাড়া ৷ এমনকী উড়ে গেল চিলেকোঠার ছাদও ৷ দুর্ঘটনায় মৃত 1 (One died in massive explosion in Diamond Harbour) ৷ প্রাথমিকভাবে অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ ৷ মৃত ধনঞ্জয় কর্মকারের (62) দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ ডায়মন্ড হারবার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে শনিবার বিস্ফোরণে লন্ডভন্ড হয়ে যায় নিহত ধনঞ্জয় কর্মকারের বাড়ি ৷ বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে বাড়ির জানালা, দরজা-সহ চিলেকোঠার ছাউনিও উড়ে গিয়েছে ৷

বিস্ফোরণের পর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা দেখেন ঘরের মেঝেয় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ধনঞ্জয় কর্মকার। বিস্ফোরণের জেরে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে ৷ দমকল এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনে ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ স্ত্রী এবং ছেলে আত্মীয়ের বাড়িতে যাওয়ায় দুর্ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন ধনঞ্জয় কর্মকার, জানিয়েছে পুলিশ ৷

ডায়মন্ড হারবারে বিস্ফোরণে উড়ল বাড়ির চিলেকোঠার ছাউনি, মৃত এক

আরও পড়ুন : কলেজের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পড়ুয়া-সহ ঝলসে গেলেন 13 জন

স্থানীয় বাসিন্দাদের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ৷ তবে নিশ্চিত না-হওয়া পর্যন্ত তদন্ত জারি রেখেছে পুলিশ ৷ কারণ পুলিশের দাবি, ধনঞ্জয় কর্মকার বাড়িতে বাজি তৈরির কাজে জড়িত ছিলেন । বাজি বানাতে গিয়েই এই বিপত্তি কি না, খতিয়ে দেখতে পুলিশ ৷

ডায়মন্ড হারবার, 28 মে : ভরদুপুরে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল ডায়মন্ড হারবারের রাজারতালুক অফিস পাড়া ৷ এমনকী উড়ে গেল চিলেকোঠার ছাদও ৷ দুর্ঘটনায় মৃত 1 (One died in massive explosion in Diamond Harbour) ৷ প্রাথমিকভাবে অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ ৷ মৃত ধনঞ্জয় কর্মকারের (62) দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ ডায়মন্ড হারবার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে শনিবার বিস্ফোরণে লন্ডভন্ড হয়ে যায় নিহত ধনঞ্জয় কর্মকারের বাড়ি ৷ বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে বাড়ির জানালা, দরজা-সহ চিলেকোঠার ছাউনিও উড়ে গিয়েছে ৷

বিস্ফোরণের পর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা দেখেন ঘরের মেঝেয় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ধনঞ্জয় কর্মকার। বিস্ফোরণের জেরে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে ৷ দমকল এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনে ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ স্ত্রী এবং ছেলে আত্মীয়ের বাড়িতে যাওয়ায় দুর্ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন ধনঞ্জয় কর্মকার, জানিয়েছে পুলিশ ৷

ডায়মন্ড হারবারে বিস্ফোরণে উড়ল বাড়ির চিলেকোঠার ছাউনি, মৃত এক

আরও পড়ুন : কলেজের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পড়ুয়া-সহ ঝলসে গেলেন 13 জন

স্থানীয় বাসিন্দাদের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ৷ তবে নিশ্চিত না-হওয়া পর্যন্ত তদন্ত জারি রেখেছে পুলিশ ৷ কারণ পুলিশের দাবি, ধনঞ্জয় কর্মকার বাড়িতে বাজি তৈরির কাজে জড়িত ছিলেন । বাজি বানাতে গিয়েই এই বিপত্তি কি না, খতিয়ে দেখতে পুলিশ ৷

Last Updated : May 28, 2022, 6:08 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.