জয়নগর, 5 জানুয়ারি : গঙ্গাসাগর যাবেন । তাই নামখানা লোকাল ট্রেনে উঠেছিলেন । কিন্তু মাঝপথেই অসুস্থ হয়ে পড়েন । আর তাতেই মৃত্যু হয় বৃদ্ধার । নাম সারোজ শর্মা (80) ।
3 জানুয়ারি দৌলতপুর থেকে 26 জনের একটি দল গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দেয় । সেই দলের সঙ্গেই ছিলেন রাজস্থানের দৌলতপুর এলাকার বাসিন্দা সারোজ শর্মা । গতকাল হাওড়া স্টেশনে পৌঁছান তাঁরা । তারপর সেখান থেকে তাঁরা শিয়ালদায় গিয়ে নামখানা লোকাল ট্রেনে ওঠেন । ট্রেনটি বারুইপুর স্টেশন পেরোলে অসুস্থ বোধ করতে শুরু করেন সারোজ । কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যান তিনি । অচৈতন্য অবস্থায় সারোজকে নিয়ে পরিবারের লোকজন দক্ষিণ বারাসত স্টেশনে নেমে পড়েন । রেল কর্মী ও অন্য রেল যাত্রীদের সাহায্য নিয়ে পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সারোজকে । সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
ওই বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছান জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ও জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক ও জয়নগর থানার IC অতনু সাঁতরা । তাঁরা মৃতার পরিবারের সঙ্গে কথা বলেন । ইতিমধ্যে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।