ETV Bharat / state

গঙ্গাসাগরে যাওয়ার পথে ট্রেনে অসুস্থ হয়ে মৃত্যু রাজস্থানের বৃদ্ধার - বারাসত

গঙ্গাসাগরে তীর্থযাত্রায় যাবেন বলে শিয়ালদা থেকে ট্রেনে উঠেছিলেন সারোজ শর্মা । মাঝপথে হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন । তারপর জ্ঞান হারিয়ে ফেলেন । পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ।

Symbolic Image
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jan 5, 2020, 6:37 PM IST

জয়নগর, 5 জানুয়ারি : গঙ্গাসাগর যাবেন । তাই নামখানা লোকাল ট্রেনে উঠেছিলেন । কিন্তু মাঝপথেই অসুস্থ হয়ে পড়েন । আর তাতেই মৃত্যু হয় বৃদ্ধার । নাম সারোজ শর্মা (80) ।

3 জানুয়ারি দৌলতপুর থেকে 26 জনের একটি দল গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দেয় । সেই দলের সঙ্গেই ছিলেন রাজস্থানের দৌলতপুর এলাকার বাসিন্দা সারোজ শর্মা । গতকাল হাওড়া স্টেশনে পৌঁছান তাঁরা । তারপর সেখান থেকে তাঁরা শিয়ালদায় গিয়ে নামখানা লোকাল ট্রেনে ওঠেন । ট্রেনটি বারুইপুর স্টেশন পেরোলে অসুস্থ বোধ করতে শুরু করেন সারোজ । কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যান তিনি । অচৈতন্য অবস্থায় সারোজকে নিয়ে পরিবারের লোকজন দক্ষিণ বারাসত স্টেশনে নেমে পড়েন । রেল কর্মী ও অন্য রেল যাত্রীদের সাহায্য নিয়ে পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সারোজকে । সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ওই বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছান জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ও জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক ও জয়নগর থানার IC অতনু সাঁতরা । তাঁরা মৃতার পরিবারের সঙ্গে কথা বলেন । ইতিমধ্যে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

জয়নগর, 5 জানুয়ারি : গঙ্গাসাগর যাবেন । তাই নামখানা লোকাল ট্রেনে উঠেছিলেন । কিন্তু মাঝপথেই অসুস্থ হয়ে পড়েন । আর তাতেই মৃত্যু হয় বৃদ্ধার । নাম সারোজ শর্মা (80) ।

3 জানুয়ারি দৌলতপুর থেকে 26 জনের একটি দল গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দেয় । সেই দলের সঙ্গেই ছিলেন রাজস্থানের দৌলতপুর এলাকার বাসিন্দা সারোজ শর্মা । গতকাল হাওড়া স্টেশনে পৌঁছান তাঁরা । তারপর সেখান থেকে তাঁরা শিয়ালদায় গিয়ে নামখানা লোকাল ট্রেনে ওঠেন । ট্রেনটি বারুইপুর স্টেশন পেরোলে অসুস্থ বোধ করতে শুরু করেন সারোজ । কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যান তিনি । অচৈতন্য অবস্থায় সারোজকে নিয়ে পরিবারের লোকজন দক্ষিণ বারাসত স্টেশনে নেমে পড়েন । রেল কর্মী ও অন্য রেল যাত্রীদের সাহায্য নিয়ে পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সারোজকে । সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ওই বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছান জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ও জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক ও জয়নগর থানার IC অতনু সাঁতরা । তাঁরা মৃতার পরিবারের সঙ্গে কথা বলেন । ইতিমধ্যে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

Intro:গঙ্গাসাগরে যাওয়ার পথে নামখানা লোকাল ট্রেনে মৃত্যু এক মহিলার। মৃত তীর্থযাত্রীর নাম সারজ শর্মা(৮০)। ঐ বৃদ্ধার বাড়ি রাজস্থানের দৌলতপুর এলাকায়। মৃতার পরিবারের লোক জানায় গত ৩ রা জানুয়ারী দৌলতপুর থেকে ২৬ জনের একটি দল গঙ্গাসাগরের উদ্দেশ্যে বেরোয়। ৪ ঠা জানুয়ারি হাওড়া স্টেশন হয়ে তারা শিয়ালদহ স্টেশনে এসে নামখানা লোকাল ট্রেন ধরে। বিকাল ৫ টা নাগাদ ঐ ট্রেন বারুইপুর স্টেশন পেরোলেই অসুস্থ হতে থাকেন দলের অন্যতম সদস্য সারজ শর্মা। ভির ট্রেনের মধ্যে অল্পক্ষণেই জ্ঞ্যান হারান ৮০ বছরের ঐ বৃদ্ধা। এরপর দক্ষিণ বারাশত রেল স্টেশনে অচৈতন্য সারজ শর্মা কে নিয়ে নেমে পড়ে তার পরিবারের লোকজন। সাথে সাথে রেল কর্মী ও অন্যান্য রেল যাত্রীর সাহায্যে পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। শনিবার রাতেই সেখানেই চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে।খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় জয়নগর এর বিধায়ক বিশ্বনাথ দাস এবং জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক ও জয়নগর থানার আইসি অতনু সাঁতরা। মৃতার সঙ্গীদের সাথে কথা বলে বাড়ীতে খবর দেওয়ার পাশাপাশি দ্রুত ময়নাতদন্ত করিয়ে মৃতদেহ বাড়ীতে পাঠানোর ব্যাবস্থা করছে পুলিশ। পাশাপাশি রাজস্থান থেকে আসা ২৫ জন তীর্থ যাত্রীর রাত্রে থাকা খাওয়ার ও ব্যবস্থা করেন তারা। অপরদিকে রেল যাত্রী সারজ শর্মার ঠিক কিভাবে মৃত্যু হলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।Body:যদিও জয়নগরের বিধায়কের দাবি বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার। কিন্তু পরিবারের দাবি ট্রেনে অতিরিক্ত ভিড়ের জন্য দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার। পুলিশ সূত্রে খবর মৃত্যুর খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। Conclusion:Intro ও body তে কপি দিলাম।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.