ETV Bharat / state

Pradhan Mantri Awas Yojana : মেলেনি আবাস যোজনার টাকা, অথচ বাড়ি কেন শুরু হয়নি তা জানতে চেয়ে চিঠি বৃদ্ধাকে - বাড়ি কেন শুরু হয়নি তা জানতে চেয়ে চিঠি বৃদ্ধাকে

প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করলেও টাকা পাননি সাগরের বৃদ্ধা ৷ অথচ বাড়ি কেন তৈরি হয়নি তা জনতে চেয়ে প্রশাসনের চিঠি এল তাঁর কাছে ৷ ঘটনায় হতভাগ দক্ষিণ 24 পরগনার সাগর এলাকার খানসাহেব আবাদ গ্রামের বাসিন্দা মল্লিকা দাস (Pradhan Mantri Awas Yojana)৷

Pradhan Mantri Awas Yojana
মেলেনি আবাস যোজনার টাকা
author img

By

Published : Jun 4, 2022, 10:02 PM IST

সাগর, 4 জুন : প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেছিলেন দক্ষিণ 24 পরগনার সাগর এলাকার খানসাহেব আবাদ গ্রামের বাসিন্দা মল্লিকা দাস ৷ আবেদনের পরেও মেলেনি এই প্রকল্পের টাকা ৷ অথচ প্রশাসনের থেকে চিঠি পেয়েছেন ৷ সেখানে বাড়ি তৈরি কেন শুরু হয়নি তা জানতে চাওয়া হয়েছে ৷ এই চিঠি পেয়ে হতভাগ 71 বছরের মল্লিকা দেবী ৷ অবশেষে সরকারি দফতর ঘুরে উদঘাটন হল রহস্যের ৷ জানতে পারেন তাঁর নামে বরাদ্দ টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে (Pradhan Mantri Awas Yojana) ৷ তাই চিঠি এসেছে তাঁর কাছে ৷

প্রশাসনের তরফ থেকে চিঠি পাওয়ার পর স্থানীয় পঞ্চায়েতে যোগাযোগ করেন ওই বৃদ্ধা ৷ কিন্তু সেখানে কোনও সাহায্য না পাওয়ায় ব্লক প্রশাসন দফতরে যোগাযোগ করেন । ব্লক দফতরে গেলেও কেউ তাঁকে সাহায্য করতে চায়নি বলে অভিযোগ তাঁর । বাধ্য হয়ে ছেলেকে নিয়ে কাকদ্বীপ মহকুমা শাসকের কাছে যান । মহকুমা শাসকের সঙ্গে কথা বলে স্থানীয় ব্লক দফতরে সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করেন মল্লিকা দেবী ৷ অভিযোগকারী ওই বৃদ্ধার কথায়, ব্লক দফতরে কাগজপত্র খতিয়ে দেখে জানানো হয়েছে, টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে । দ্রুত তাঁর অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠানো হবে ৷ তারপরেই বাড়ির কাজ শুরু করতে বলা হয়েছে ।

প্রশাসন সূত্রের খবর, 2018-19 অর্থবর্ষে বৃদ্ধার বাড়ি তৈরির প্রথম কিস্তির 45 হাজার টাকা মঞ্জুর হয়েছিল । সেই টাকা তাঁর দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোও হয়েছিল । এতদিনেও বাড়ি তৈরির কাজ শুরু না হওয়ায় তাঁকে চিঠি পাঠানো হয়েছে । চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রথম কিস্তির টাকায় বাড়ি তৈরির কাজ শুরু না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । তবে মল্লিকার দাবি, তিনি কোনও টাকা পাননি । অপরদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর ।

আরও পডু়ন: Lakshmi Bhandar : কাঁকসার আদিবাসী সম্প্রদায়ের ‘লক্ষ্মী’র ভাগ্যে জোটেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ

সাগর, 4 জুন : প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেছিলেন দক্ষিণ 24 পরগনার সাগর এলাকার খানসাহেব আবাদ গ্রামের বাসিন্দা মল্লিকা দাস ৷ আবেদনের পরেও মেলেনি এই প্রকল্পের টাকা ৷ অথচ প্রশাসনের থেকে চিঠি পেয়েছেন ৷ সেখানে বাড়ি তৈরি কেন শুরু হয়নি তা জানতে চাওয়া হয়েছে ৷ এই চিঠি পেয়ে হতভাগ 71 বছরের মল্লিকা দেবী ৷ অবশেষে সরকারি দফতর ঘুরে উদঘাটন হল রহস্যের ৷ জানতে পারেন তাঁর নামে বরাদ্দ টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে (Pradhan Mantri Awas Yojana) ৷ তাই চিঠি এসেছে তাঁর কাছে ৷

প্রশাসনের তরফ থেকে চিঠি পাওয়ার পর স্থানীয় পঞ্চায়েতে যোগাযোগ করেন ওই বৃদ্ধা ৷ কিন্তু সেখানে কোনও সাহায্য না পাওয়ায় ব্লক প্রশাসন দফতরে যোগাযোগ করেন । ব্লক দফতরে গেলেও কেউ তাঁকে সাহায্য করতে চায়নি বলে অভিযোগ তাঁর । বাধ্য হয়ে ছেলেকে নিয়ে কাকদ্বীপ মহকুমা শাসকের কাছে যান । মহকুমা শাসকের সঙ্গে কথা বলে স্থানীয় ব্লক দফতরে সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করেন মল্লিকা দেবী ৷ অভিযোগকারী ওই বৃদ্ধার কথায়, ব্লক দফতরে কাগজপত্র খতিয়ে দেখে জানানো হয়েছে, টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে । দ্রুত তাঁর অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠানো হবে ৷ তারপরেই বাড়ির কাজ শুরু করতে বলা হয়েছে ।

প্রশাসন সূত্রের খবর, 2018-19 অর্থবর্ষে বৃদ্ধার বাড়ি তৈরির প্রথম কিস্তির 45 হাজার টাকা মঞ্জুর হয়েছিল । সেই টাকা তাঁর দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোও হয়েছিল । এতদিনেও বাড়ি তৈরির কাজ শুরু না হওয়ায় তাঁকে চিঠি পাঠানো হয়েছে । চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রথম কিস্তির টাকায় বাড়ি তৈরির কাজ শুরু না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । তবে মল্লিকার দাবি, তিনি কোনও টাকা পাননি । অপরদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর ।

আরও পডু়ন: Lakshmi Bhandar : কাঁকসার আদিবাসী সম্প্রদায়ের ‘লক্ষ্মী’র ভাগ্যে জোটেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.