ETV Bharat / state

সোনারপুরে কোভিড মোকাবিলায় তৎপর নবনির্বাচিত বিধায়ক লাভলী মৈত্র - মমতা বন্দ্যোপাধ্যায়

লাভলী মৈত্র বলেন, এখন করোনা মোকাবিলা করাই আমাদের প্রথম পদক্ষেপ ৷ আমাদের নেত্রীও (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাদের নির্দেশ দিয়েছেন যে যার বিধানসভা অঞ্চলের মানুষকে করোনা থেকে কীভালে রক্ষা রকা যায় তার পরিকল্পনা করতে ৷

লাভলী মৈত্র
লাভলী মৈত্র
author img

By

Published : May 5, 2021, 10:52 AM IST

সোনারপুর, 5 মে : বিধায়ক নির্বাচিত হয়েই কোভিড মোকাবিলার কাজে নেমে পড়লেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত প্রার্থী অভিনেত্রী লাভলী মৈত্র । তিনি কোভিড মোকাবিলায় রাজপুর-সোনারপুর পুরসভার প্রশাসক পল্লব দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন । প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে সোনারপুর দক্ষিন বিধানসভা এলাকায় কোভিড মোকাবিলায় সেফ হোম তৈরি করা হবে ।

এদিন তিনি বলেন, "এখন করোনা মোকাবিলা করাই আমাদের প্রথম পদক্ষেপ ৷ আমাদের নেত্রীও (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাদের নির্দেশ দিয়েছেন যে যার বিধানসভা অঞ্চলের মানুষকে করোনা থেকে কীভাবে রক্ষা করা যায় তার পরিকল্পনা করতে ৷ তাই নিয়েই আমাদের আজকের এই আলোচনা ৷ কোথায়, কতগুলো সেফহোম হবে তা নিয়ে আলোচনা করা হচ্ছে ৷ স্থিতিশীল করোনা রোগীদের চিকিৎসা যাতে করানো যায় সেই ব্যবস্থা করা হবে ৷ তবে রোগীর অবস্থার অবনতি ঘটলে সেই সেফহোম থেকেই অন্যত্র পাঠানোর ব্যবস্থা করা হবে ৷"

সোনারপুরে কোভিড মোকাবিলায় বৈঠকে লাভলী মৈত্র

লাভলী জানিয়েছেন, এইসব সেফহোমগুলিতে অক্সিজেন এবং নেবুলাইজারের ব্যবস্থা থাকবে ৷ যাতে করোনা রোগীদের প্রাথমিক চিকিৎসা এখানেই সম্ভব হয় ৷ এই মুহূর্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওই এলাকার চারটে জায়গায় সেফহোম তৈরির প্রস্তাব পেশ করেছেন লাভলী ৷ এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে জায়গাগুলি পরিদর্শন পরই সেফহোমের কাজ শুরু হবে জানিয়েছেন লাভলী মৈত্র ৷

আরও পড়ুন : ফলতায় তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

সোনারপুর, 5 মে : বিধায়ক নির্বাচিত হয়েই কোভিড মোকাবিলার কাজে নেমে পড়লেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত প্রার্থী অভিনেত্রী লাভলী মৈত্র । তিনি কোভিড মোকাবিলায় রাজপুর-সোনারপুর পুরসভার প্রশাসক পল্লব দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন । প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে সোনারপুর দক্ষিন বিধানসভা এলাকায় কোভিড মোকাবিলায় সেফ হোম তৈরি করা হবে ।

এদিন তিনি বলেন, "এখন করোনা মোকাবিলা করাই আমাদের প্রথম পদক্ষেপ ৷ আমাদের নেত্রীও (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাদের নির্দেশ দিয়েছেন যে যার বিধানসভা অঞ্চলের মানুষকে করোনা থেকে কীভাবে রক্ষা করা যায় তার পরিকল্পনা করতে ৷ তাই নিয়েই আমাদের আজকের এই আলোচনা ৷ কোথায়, কতগুলো সেফহোম হবে তা নিয়ে আলোচনা করা হচ্ছে ৷ স্থিতিশীল করোনা রোগীদের চিকিৎসা যাতে করানো যায় সেই ব্যবস্থা করা হবে ৷ তবে রোগীর অবস্থার অবনতি ঘটলে সেই সেফহোম থেকেই অন্যত্র পাঠানোর ব্যবস্থা করা হবে ৷"

সোনারপুরে কোভিড মোকাবিলায় বৈঠকে লাভলী মৈত্র

লাভলী জানিয়েছেন, এইসব সেফহোমগুলিতে অক্সিজেন এবং নেবুলাইজারের ব্যবস্থা থাকবে ৷ যাতে করোনা রোগীদের প্রাথমিক চিকিৎসা এখানেই সম্ভব হয় ৷ এই মুহূর্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওই এলাকার চারটে জায়গায় সেফহোম তৈরির প্রস্তাব পেশ করেছেন লাভলী ৷ এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে জায়গাগুলি পরিদর্শন পরই সেফহোমের কাজ শুরু হবে জানিয়েছেন লাভলী মৈত্র ৷

আরও পড়ুন : ফলতায় তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.