ETV Bharat / state

বিধায়কের উদ্যোগে সোনারপুরে ঘরে ফিরলেন বিজেপি কর্মীরা

বিধায়কের উদ্যোগে ঘরে ফিরলেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বাড়ি ছাড়া ছিলেন তারা। কোভিড পরিস্থিতি ও কড়া বিধিনিষেধের মধ্যে তারা কার্যত রাস্তায় রাত কাটাচ্ছিলেন। বিষয়টি নজরে আসে সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগমের ।

FIRDOUSI BEGUM
বিধায়কের উদ্যোগে ঘরে ফিরলেন বিজেপি কর্মী-সমর্থকরা
author img

By

Published : May 21, 2021, 11:15 AM IST

Updated : May 21, 2021, 12:50 PM IST

সোনারপুর, ২১ মে : বিধায়কের উদ্যোগে ঘরে ফিরলেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বাড়ি ছাড়া ছিলেন তারা। কোভিড পরিস্থিতি ও কড়া বিধিনিষেধের মধ্যে তারা কার্যত রাস্তায় রাত কাটাচ্ছিলেন। বিষয়টি নজরে আসে সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগমের । তিনিই উদ্যোগ নিয়ে ঘরছাড়াদের ঘরে ফেরার ব্যবস্থা করেন।

নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তীর সঙ্গে এই নিয়ে আলোচনা করে কয়েকশো বিজেপি কর্মীকে ঘরে ফেরানো হয়। উপস্থিত ছিল নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনীও। এদের অনেকেই আগে তৃণমূল করতেন কিন্তু বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে তারা সকলেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। নির্বাচনের ফলাফল প্রকাশের পর তারা বাড়ি ছেড়ে অন্যত্র ছিলেন বলে জানান বিজেপি কর্মীরা। বিধায়ক এই উদ্যোগ নেওয়ায় খুশি তারা। বাকি যারা এখনও বাড়ির বাইরে আছেন তাদেরও ফেরানো হবে বলে জানিয়েছেন বিধায়ক।

বিধায়কের উদ্যোগে ঘরে ফিরলেন বিজেপি কর্মী-সমর্থকরা

আরও পড়ুন:এবার রেড ভলান্টিয়ারদের অটো-অ্যাম্বুলেন্স পরিষেবা

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের নানা প্রান্তে শাসক-বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর আক্রমণের ঘটনা ঘটছে। এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। প্রশ্ন উঠেছে রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়েও। তবে বিরোধী দলের কর্মী-সমর্থকদের ঘরে ফেরানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই।

সোনারপুর, ২১ মে : বিধায়কের উদ্যোগে ঘরে ফিরলেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বাড়ি ছাড়া ছিলেন তারা। কোভিড পরিস্থিতি ও কড়া বিধিনিষেধের মধ্যে তারা কার্যত রাস্তায় রাত কাটাচ্ছিলেন। বিষয়টি নজরে আসে সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগমের । তিনিই উদ্যোগ নিয়ে ঘরছাড়াদের ঘরে ফেরার ব্যবস্থা করেন।

নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তীর সঙ্গে এই নিয়ে আলোচনা করে কয়েকশো বিজেপি কর্মীকে ঘরে ফেরানো হয়। উপস্থিত ছিল নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনীও। এদের অনেকেই আগে তৃণমূল করতেন কিন্তু বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে তারা সকলেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। নির্বাচনের ফলাফল প্রকাশের পর তারা বাড়ি ছেড়ে অন্যত্র ছিলেন বলে জানান বিজেপি কর্মীরা। বিধায়ক এই উদ্যোগ নেওয়ায় খুশি তারা। বাকি যারা এখনও বাড়ির বাইরে আছেন তাদেরও ফেরানো হবে বলে জানিয়েছেন বিধায়ক।

বিধায়কের উদ্যোগে ঘরে ফিরলেন বিজেপি কর্মী-সমর্থকরা

আরও পড়ুন:এবার রেড ভলান্টিয়ারদের অটো-অ্যাম্বুলেন্স পরিষেবা

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের নানা প্রান্তে শাসক-বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর আক্রমণের ঘটনা ঘটছে। এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। প্রশ্ন উঠেছে রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়েও। তবে বিরোধী দলের কর্মী-সমর্থকদের ঘরে ফেরানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই।

Last Updated : May 21, 2021, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.