ETV Bharat / state

TMC Leader Shot : তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, পলাতক অভিযুক্ত - প্রোমোটারি দ্বন্ধ

দোলের রাতে ভাঙড়ে তৃণমূল নেতাকে গুলি করে হত্যার চেষ্টা (miscreants shoot at tmc leader in Dakshin 24 Parganas) ৷ পলাতক অভিযুক্ত ৷ 6 রাউন্ড গুলি চালানোর অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে ৷ প্রোমোটিংয়ের ব্যবসায় জড়িত ছিলেন শাসকদলের ওই নেতা ৷

Bhangar Shoot Out
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 8, 2023, 11:02 AM IST

Updated : Mar 8, 2023, 11:55 AM IST

ভাঙড়ে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি

ভাঙড়, 8 মার্চ: পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা ভাঙড় । দোলের রাতে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে 6 রাউন্ড গুলি চলানোর অভিযোগ (Miscreants Shoot at TMC Leader) । মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় । আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কলকাতার আরজিকর মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয় । শাসকদলের স্থানীয় নেতা প্রোমোটিংয়ের কারবারে জড়িত। ব্যবসায়িক রেষারেষির জেরেই এই হামলা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, ভাঙড়ের কেএলসি থানার কাঁঠালবেড়িয়া এলাকায় মঙ্গলবার 6 রাউন্ড গুলি চলে । তাতে গুরুতর আহত হন স্থানীয় তৃণমূল নেতা আনসার মোল্লা । বেঁওতা গাজি পাড়ার বাসিন্দা আনসার এলাকায় রঙের কাজের পাশাপাশি প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ৷ অভিযোগ, মঙ্গলবার আনসারের সঙ্গে তাঁর বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত নুর মহম্মদ মোল্লা এবং তুষার মোল্লার বাদানুবাদ হয় । তারপরই আনসারকে লক্ষ্য করে আচমকা 6 রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে নুর মহম্মদ মোল্লার বিরুদ্ধে । হামলায় আহত আনসারকে তড়িঘড়ি জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানকার চিকিৎসকেরা তাঁকে কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজে রেফার করেন । এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ । তবে অভিযুক্ত পলাতক । তাঁদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন: দলীয় কর্মীদের 'ভোকাল টনিক' ! ভাঙড়ে বেফাঁস আরাবুল

প্রাথমিক ভাবে তদন্তকারী পুলিশের অনুমান, এলাকার দুই প্রোমোটারের মধ্যে বচসার জেরেই গুলি চলেছে । আনসার মোল্লার ছেলে জানান, তাঁর বাবার জমি নিয়ে সমস্যা চলছিল । সে কারণেই গুলি করা হল কি না, তা বুঝতে পারছে না তাঁরা । এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত আনসার। ব্যক্তিগত শত্রুতার কারণে গুলি কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।

ভাঙড়ে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি

ভাঙড়, 8 মার্চ: পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা ভাঙড় । দোলের রাতে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে 6 রাউন্ড গুলি চলানোর অভিযোগ (Miscreants Shoot at TMC Leader) । মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় । আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কলকাতার আরজিকর মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয় । শাসকদলের স্থানীয় নেতা প্রোমোটিংয়ের কারবারে জড়িত। ব্যবসায়িক রেষারেষির জেরেই এই হামলা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, ভাঙড়ের কেএলসি থানার কাঁঠালবেড়িয়া এলাকায় মঙ্গলবার 6 রাউন্ড গুলি চলে । তাতে গুরুতর আহত হন স্থানীয় তৃণমূল নেতা আনসার মোল্লা । বেঁওতা গাজি পাড়ার বাসিন্দা আনসার এলাকায় রঙের কাজের পাশাপাশি প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ৷ অভিযোগ, মঙ্গলবার আনসারের সঙ্গে তাঁর বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত নুর মহম্মদ মোল্লা এবং তুষার মোল্লার বাদানুবাদ হয় । তারপরই আনসারকে লক্ষ্য করে আচমকা 6 রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে নুর মহম্মদ মোল্লার বিরুদ্ধে । হামলায় আহত আনসারকে তড়িঘড়ি জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানকার চিকিৎসকেরা তাঁকে কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজে রেফার করেন । এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ । তবে অভিযুক্ত পলাতক । তাঁদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন: দলীয় কর্মীদের 'ভোকাল টনিক' ! ভাঙড়ে বেফাঁস আরাবুল

প্রাথমিক ভাবে তদন্তকারী পুলিশের অনুমান, এলাকার দুই প্রোমোটারের মধ্যে বচসার জেরেই গুলি চলেছে । আনসার মোল্লার ছেলে জানান, তাঁর বাবার জমি নিয়ে সমস্যা চলছিল । সে কারণেই গুলি করা হল কি না, তা বুঝতে পারছে না তাঁরা । এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত আনসার। ব্যক্তিগত শত্রুতার কারণে গুলি কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।

Last Updated : Mar 8, 2023, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.