ETV Bharat / state

Kakdwip Hospital : কাকদ্বীপ হাসপাতালে কোভিড রিপোর্ট নিতে লাইন কয়েকশো পরিযায়ী শ্রমিকের

কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে কোভিড টেস্ট করাতে এবং রিপোর্ট নিতে আজ ভোর রাত থেকে লম্বা লাইন দাঁড়াল কয়েকশো পরিযায়ী শ্রমিক ৷ লাইনে মানা হল না করোনাবিধিও ৷

Kakdwip Hospital
কাকদ্বীপ হাসপাতালে কোভিড নেগেটিভ রিপোর্ট নিতে লাইন কয়েকশো পরিযায়ী শ্রমিকের
author img

By

Published : Aug 4, 2021, 10:57 AM IST

কাকদ্বীপ, 4 অগস্ট : করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিপর্যস্ত গোটা দেশ । বিশেষজ্ঞদের আশঙ্কা, কয়েক মাসের মধ্যেই ভারতে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ । প্রশাসনের উদ্যোগে রাজ্যবাসীকে সম্পূর্ণ বিনামূল্যে টিকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে । জীবন জীবিকার টানে দক্ষিণ 24 পরগনা একাধিক প্রত্যন্ত গ্রামের মানুষরা পাড়ি দেয় ভিন রাজ্যে। বহু শ্রমিকদের করোনার প্রথম টিকা নেওয়া হলেও দ্বিতীয় টিকা নেওয়া হয়নি । তবে কোভিড টেস্ট করাতে এবং রিপোর্ট নিতে আজ ভোর রাত থেকে লম্বা লাইনে দাঁড়াল কয়েকশো পরিযায়ী শ্রমিক ৷ সেই লাইনে মানা হল না করোনাবিধিও ৷ যে ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

জীবন-জীবিকার তাগিদে ভিন রাজ্যে পাড়ি দিতে হলে রেল কর্তৃপক্ষকে দেখাতে হবে 48 ঘণ্টা আগে টেস্ট হওয়া কোভিড নেগেটিভ রিপোর্ট । আজ কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে প্রায় 300-400 পরিযায়ী শ্রমিক নেগেটিভ রিপোর্ট পাওয়ার আশায় রাতভর লাইনে দাঁড়িয়ে ছিলেন । শিকেয় উঠেছে করোনা স্বাস্থ্যবিধি । সামাজিক দূরত্ববিধি মানারও কোনও বালাই নেই । একসঙ্গে এত পরিযায়ী শ্রমিকের গাদাগাদিতে নতুন করে সংক্রমণ হওয়ার আশঙ্কা করছেন কাকদ্বীপের সাধারণ মানুষজন ।

কাকদ্বীপ হাসপাতালে কোভিড নেগেটিভ রিপোর্ট নিতে লাইন কয়েকশো পরিযায়ী শ্রমিকের

আরও পড়ুন: সাত বছরের নাবালকের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ক্যানিং লোকাল

বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার তৃতীয় ঢেউ প্রথম-দ্বিতীয় ঢেউকেও ছাপিয়ে যাবে ৷ ক্ষতি হতে পারে আরও মারাত্মক ৷ তবে পরিযায়ী শ্রমিক থেকে সাধারণ মানুষের এই অসচেতন কাজকর্ম সমস্যা বাড়াতে পারে আরও কয়েকগুণ ৷ হাসপাতাল চত্বরে দেখা মেলেনি পুলিশ বা প্রশাসনের কোনও আধিকারিকদের ৷ প্রতিক্রিয়া পাওয়া যায়নি হাসপাতাল কর্তৃপক্ষেরও ৷

কাকদ্বীপ, 4 অগস্ট : করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিপর্যস্ত গোটা দেশ । বিশেষজ্ঞদের আশঙ্কা, কয়েক মাসের মধ্যেই ভারতে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ । প্রশাসনের উদ্যোগে রাজ্যবাসীকে সম্পূর্ণ বিনামূল্যে টিকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে । জীবন জীবিকার টানে দক্ষিণ 24 পরগনা একাধিক প্রত্যন্ত গ্রামের মানুষরা পাড়ি দেয় ভিন রাজ্যে। বহু শ্রমিকদের করোনার প্রথম টিকা নেওয়া হলেও দ্বিতীয় টিকা নেওয়া হয়নি । তবে কোভিড টেস্ট করাতে এবং রিপোর্ট নিতে আজ ভোর রাত থেকে লম্বা লাইনে দাঁড়াল কয়েকশো পরিযায়ী শ্রমিক ৷ সেই লাইনে মানা হল না করোনাবিধিও ৷ যে ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

জীবন-জীবিকার তাগিদে ভিন রাজ্যে পাড়ি দিতে হলে রেল কর্তৃপক্ষকে দেখাতে হবে 48 ঘণ্টা আগে টেস্ট হওয়া কোভিড নেগেটিভ রিপোর্ট । আজ কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে প্রায় 300-400 পরিযায়ী শ্রমিক নেগেটিভ রিপোর্ট পাওয়ার আশায় রাতভর লাইনে দাঁড়িয়ে ছিলেন । শিকেয় উঠেছে করোনা স্বাস্থ্যবিধি । সামাজিক দূরত্ববিধি মানারও কোনও বালাই নেই । একসঙ্গে এত পরিযায়ী শ্রমিকের গাদাগাদিতে নতুন করে সংক্রমণ হওয়ার আশঙ্কা করছেন কাকদ্বীপের সাধারণ মানুষজন ।

কাকদ্বীপ হাসপাতালে কোভিড নেগেটিভ রিপোর্ট নিতে লাইন কয়েকশো পরিযায়ী শ্রমিকের

আরও পড়ুন: সাত বছরের নাবালকের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ক্যানিং লোকাল

বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার তৃতীয় ঢেউ প্রথম-দ্বিতীয় ঢেউকেও ছাপিয়ে যাবে ৷ ক্ষতি হতে পারে আরও মারাত্মক ৷ তবে পরিযায়ী শ্রমিক থেকে সাধারণ মানুষের এই অসচেতন কাজকর্ম সমস্যা বাড়াতে পারে আরও কয়েকগুণ ৷ হাসপাতাল চত্বরে দেখা মেলেনি পুলিশ বা প্রশাসনের কোনও আধিকারিকদের ৷ প্রতিক্রিয়া পাওয়া যায়নি হাসপাতাল কর্তৃপক্ষেরও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.