ETV Bharat / state

Students Return from Ukraine : দুশ্চিন্তার মেঘ কাটিয়ে কিভ থেকে বাড়ি ফিরলেন রায়দিঘির দুই ডাক্তারি পড়ুয়া

ইউক্রেনের স্পর্শকাতর এলাকা রাজধানী কিভ থেকে বাড়ি ফিরল রায়দিঘির দুই ডাক্তারি পড়ুয়া (Medical students return home in Raidighi from Ukraine) ৷ অর্ঘ্য মাঝি সেখানে চতুর্থ বর্ষের ছাত্র আর অর্কপ্রভ বৈদ্য তৃতীয় বর্ষের ৷

Russia Ukraine Conflict
ছেলে বাড়ি ফেরার খুশিতে মিষ্টি মুখ
author img

By

Published : Mar 6, 2022, 9:48 PM IST

রায়দিঘি, 6 মার্চ : মা-বাবার দুশ্চিন্তা কাটিয়ে অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়িতে ফিরল দক্ষিণ 24 পরগনার রায়দিঘির দুই ডাক্তারির পড়ুয়া অর্কপ্রভ বৈদ্য ও অর্ঘ্য মাঝি । তাঁরা ছিলেন ইউক্রেনের স্পর্শকাতর এলাকা রাজধানী কিভে (Medical students return home in Raidighi from war-torn Ukraine) ৷

2019 সালে কিভ মেডিক্যাল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়তে যায় তাঁরা । রায়দিঘির অর্ঘ্য মাঝি সেখানে চতুর্থ বর্ষের ছাত্র আর অর্কপ্রভ বৈদ্য তৃতীয় বর্ষের । যুদ্ধকালীন পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আটকে পড়েন বহু ভারতীয় পড়ুয়া । ইউক্রেনে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে তৎপর হয় ভারত সরকার । সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের দেশের মাটিতে ফেরানোর জন্য শুরু হয় 'মিশন গঙ্গা'। মিশন গঙ্গার মাধ্যমে হাজার হাজার ভারতীয় ছাত্রছাত্রীকে দেশের মাটিতে ফেরানোর কাজ চলছে (Medical Students Return from Ukraine) ।

আরও পড়ুন : Return from Ukraine : কৃষ্ণগঞ্জের বাড়ি ফিরেও অরিন্দমের কানে যেন বাজছে মিসাইলের শব্দ

ইউক্রেন থেকে বাড়িতে ফোনে পরিজনদের দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন অর্ঘ্য মাঝি । পরিবারের সদস্যরা বলেন, "যখন থেকে ইউক্রেনের রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়েছে তখন থেকেই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলাম । ছেলের চিন্তায় দু'চোখের পাতা এক করতে পারিনি । ছেলে বাড়ি ফেরায় স্বস্তি পেলাম ।" অন্যদিকে নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অর্ঘ্য । বলেন, "কিভ মেডিক্যাল ইউনিভার্সিটিতে আমার চতুর্থ বর্ষ চলছে ৷ বাকি রয়েছে আর মাত্র দু'বছর ৷ কিন্তু যেভাবে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে আমার মনে হয় না আর ইউক্রেনে পড়াশোনার মত পরিবেশ থাকবে । ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তায় রয়েছি । ভারত সরকার ও রাজ্য সরকারের নিকট আবেদন আমাদের মতো হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যতের স্বপ্ন পূরণের ব্যবস্থা করে দিক ।"

আরও পড়ুন : Russia-Ukraine War : আজ রাতে হাঙ্গেরি থেকে রওনা দেবে ‘অপারেশন গঙ্গা’র শেষ বিমান

রায়দিঘির কাশিনগর এর বাসিন্দা অর্কপ্রভ বৈদ্য শনিবার রাতে বাড়িতে আসে । ছেলে বাড়ি ফিরতে ভিড় জমিয়েছে ছোট বেলা কার বন্ধু ও আত্মীয়-স্বজনের ৷ বাড়িতে খুশির হওয়া । অর্কপ্রভ শোনালেন বিধ্বস্ত ইউক্রেন থেকে উদ্ধার হয়ে কীভাবে বাড়ি এসছে সেই হাড় হিম করা গল্প । কীভাবে ইউক্রেনের সুন্দর শহর কিভ মুহূর্তের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত শহরে পরিণত হয়েছে ৷ কিন্তু তার মুখেও শোনা গেল ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথা ৷

রায়দিঘি, 6 মার্চ : মা-বাবার দুশ্চিন্তা কাটিয়ে অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়িতে ফিরল দক্ষিণ 24 পরগনার রায়দিঘির দুই ডাক্তারির পড়ুয়া অর্কপ্রভ বৈদ্য ও অর্ঘ্য মাঝি । তাঁরা ছিলেন ইউক্রেনের স্পর্শকাতর এলাকা রাজধানী কিভে (Medical students return home in Raidighi from war-torn Ukraine) ৷

2019 সালে কিভ মেডিক্যাল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়তে যায় তাঁরা । রায়দিঘির অর্ঘ্য মাঝি সেখানে চতুর্থ বর্ষের ছাত্র আর অর্কপ্রভ বৈদ্য তৃতীয় বর্ষের । যুদ্ধকালীন পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আটকে পড়েন বহু ভারতীয় পড়ুয়া । ইউক্রেনে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে তৎপর হয় ভারত সরকার । সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের দেশের মাটিতে ফেরানোর জন্য শুরু হয় 'মিশন গঙ্গা'। মিশন গঙ্গার মাধ্যমে হাজার হাজার ভারতীয় ছাত্রছাত্রীকে দেশের মাটিতে ফেরানোর কাজ চলছে (Medical Students Return from Ukraine) ।

আরও পড়ুন : Return from Ukraine : কৃষ্ণগঞ্জের বাড়ি ফিরেও অরিন্দমের কানে যেন বাজছে মিসাইলের শব্দ

ইউক্রেন থেকে বাড়িতে ফোনে পরিজনদের দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন অর্ঘ্য মাঝি । পরিবারের সদস্যরা বলেন, "যখন থেকে ইউক্রেনের রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়েছে তখন থেকেই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলাম । ছেলের চিন্তায় দু'চোখের পাতা এক করতে পারিনি । ছেলে বাড়ি ফেরায় স্বস্তি পেলাম ।" অন্যদিকে নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অর্ঘ্য । বলেন, "কিভ মেডিক্যাল ইউনিভার্সিটিতে আমার চতুর্থ বর্ষ চলছে ৷ বাকি রয়েছে আর মাত্র দু'বছর ৷ কিন্তু যেভাবে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে আমার মনে হয় না আর ইউক্রেনে পড়াশোনার মত পরিবেশ থাকবে । ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তায় রয়েছি । ভারত সরকার ও রাজ্য সরকারের নিকট আবেদন আমাদের মতো হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যতের স্বপ্ন পূরণের ব্যবস্থা করে দিক ।"

আরও পড়ুন : Russia-Ukraine War : আজ রাতে হাঙ্গেরি থেকে রওনা দেবে ‘অপারেশন গঙ্গা’র শেষ বিমান

রায়দিঘির কাশিনগর এর বাসিন্দা অর্কপ্রভ বৈদ্য শনিবার রাতে বাড়িতে আসে । ছেলে বাড়ি ফিরতে ভিড় জমিয়েছে ছোট বেলা কার বন্ধু ও আত্মীয়-স্বজনের ৷ বাড়িতে খুশির হওয়া । অর্কপ্রভ শোনালেন বিধ্বস্ত ইউক্রেন থেকে উদ্ধার হয়ে কীভাবে বাড়ি এসছে সেই হাড় হিম করা গল্প । কীভাবে ইউক্রেনের সুন্দর শহর কিভ মুহূর্তের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত শহরে পরিণত হয়েছে ৷ কিন্তু তার মুখেও শোনা গেল ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.