ETV Bharat / state

Road Accident in Canning : বাইকে গাড়ির ধাক্কা, মৃত মাছ ব্যবসায়ী - man dies in road accident in canning

ক্যানিংয়ে রবিবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মাছ ব্যবসায়ীর (man died in road accident in canning) ৷ ঘাতক গাড়ির চালক পলাতক ৷

Road Accident
বাইকে গাড়ির ধাক্কা, মৃত মাছ ব্যবসায়ী
author img

By

Published : Dec 12, 2021, 3:15 PM IST

ক্যানিং, 12 ডিসেম্বর : রবিবার সকালে ক্যানিংয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মাছ ব্যবসায়ীর (man dies in road accident in canning)। মৃতের নাম ভোলা রাউথ। বাড়ি বাসন্তী থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ক্যানিংয়ের মাছের আড়ৎ থেকে মাছ কিনে বাইকে চড়ে বাসন্তীর দিকে রওনা দিয়েছিলেন ওই মাছ ব্যবসায়ী। মাঝ রাস্তায় মাতলা নদীর ব্রিজের উপর একটি গাড়ি এসে তাঁর বাইকে ধাক্কা মারে ৷ রাস্তায় পড়ে যান ভোলা রাউথ ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যানিং ও বাসন্তী থানার পুলিশ ৷

আরও পড়ুন : Road Accident At Jamuria : জাতীয় সড়কে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অ্যাম্বুল্যান্স

ঘাতক গাড়ির চালক পলাতক বলে জানা গিয়েছে ৷ খোঁজ মেলেনি গাড়িটিরও ৷ শীতের সকালে কুয়াশার সুযোগে গাড়িটি নিয়ে চালক চম্পট দেন বলে মনে করছে পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ খোঁজ চলছে ঘাতক গাড়ি ও তার চালকের ৷

ক্যানিং, 12 ডিসেম্বর : রবিবার সকালে ক্যানিংয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মাছ ব্যবসায়ীর (man dies in road accident in canning)। মৃতের নাম ভোলা রাউথ। বাড়ি বাসন্তী থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ক্যানিংয়ের মাছের আড়ৎ থেকে মাছ কিনে বাইকে চড়ে বাসন্তীর দিকে রওনা দিয়েছিলেন ওই মাছ ব্যবসায়ী। মাঝ রাস্তায় মাতলা নদীর ব্রিজের উপর একটি গাড়ি এসে তাঁর বাইকে ধাক্কা মারে ৷ রাস্তায় পড়ে যান ভোলা রাউথ ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যানিং ও বাসন্তী থানার পুলিশ ৷

আরও পড়ুন : Road Accident At Jamuria : জাতীয় সড়কে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অ্যাম্বুল্যান্স

ঘাতক গাড়ির চালক পলাতক বলে জানা গিয়েছে ৷ খোঁজ মেলেনি গাড়িটিরও ৷ শীতের সকালে কুয়াশার সুযোগে গাড়িটি নিয়ে চালক চম্পট দেন বলে মনে করছে পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ খোঁজ চলছে ঘাতক গাড়ি ও তার চালকের ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.