ETV Bharat / state

ভেড়ি থেকে কাঁকড়া 'চুরি', প্রতিবাদ করে খুন ব্যক্তি - jibantala

ভেড়ি থেকে কাঁকড়া ধরার প্রতিবাদ করে খুন হলেন জীবনতলার বছর পঁয়তাল্লিশের রতন দাস । অভিযুক্ত প্রতিবেশী সুরজিৎ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

মৃত রতন দাসের পরিবার
author img

By

Published : Jun 19, 2019, 5:08 PM IST

Updated : Jun 19, 2019, 10:53 PM IST

জীবনতলা, 19 জুন : কাঁকড়া ধরা নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি জীবনতলা থানার উত্তর মৌখালি নোয়াখালি পাড়ার। মৃত ব্যক্তির নাম রতন দাস (45) ।

গতকাল রতন দাস পাশের গ্রাম থেকে বাড়ি ফেরার সময় দেখেন তাঁর ভেড়িতে সুরজিৎ দাস কাঁকড়া ধরছে । তখন প্রতিবাদ করলে তাঁর সঙ্গে বচসা বাধে সুরজিতের । অভিযোগ, বচসা চলাকালীন সুরজিৎ টর্চ দিয়ে মাথায় মেরে রতন দাসের মাথা কাদার মধ্যে চেপে ধরে ।

ভিডিয়োয় শুনুন

খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থানে এসে দেখেন রতনের মাথা কাদার মধ্যে পোঁতা রয়েছে । সঙ্গে সঙ্গে তাঁরা রতনকে উদ্ধার করে মঠের দিঘি ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

পুলিশের প্রাথমিক অনুমান, রতনের মাছের ভেড়িতে কাঁকড়া ধরছিল সুরজিৎ। সেই সময় ধরা পড়ে যাওয়াতেই ভয় পেয়ে যায় সে । রতন পরে সবাইকে বিষয়টি জানিয়ে দিতে পারে এই আশঙ্কায় তাঁকে খুন করে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই অভিযুক্ত সুরজিৎ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকত মোল্লা । রতন দাসের পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন । একই সঙ্গে রতন দাসের দুই পুত্রের পড়াশোনার দায়িত্বও নেওয়ার কথা বলেন তিনি।

জীবনতলা, 19 জুন : কাঁকড়া ধরা নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি জীবনতলা থানার উত্তর মৌখালি নোয়াখালি পাড়ার। মৃত ব্যক্তির নাম রতন দাস (45) ।

গতকাল রতন দাস পাশের গ্রাম থেকে বাড়ি ফেরার সময় দেখেন তাঁর ভেড়িতে সুরজিৎ দাস কাঁকড়া ধরছে । তখন প্রতিবাদ করলে তাঁর সঙ্গে বচসা বাধে সুরজিতের । অভিযোগ, বচসা চলাকালীন সুরজিৎ টর্চ দিয়ে মাথায় মেরে রতন দাসের মাথা কাদার মধ্যে চেপে ধরে ।

ভিডিয়োয় শুনুন

খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থানে এসে দেখেন রতনের মাথা কাদার মধ্যে পোঁতা রয়েছে । সঙ্গে সঙ্গে তাঁরা রতনকে উদ্ধার করে মঠের দিঘি ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

পুলিশের প্রাথমিক অনুমান, রতনের মাছের ভেড়িতে কাঁকড়া ধরছিল সুরজিৎ। সেই সময় ধরা পড়ে যাওয়াতেই ভয় পেয়ে যায় সে । রতন পরে সবাইকে বিষয়টি জানিয়ে দিতে পারে এই আশঙ্কায় তাঁকে খুন করে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই অভিযুক্ত সুরজিৎ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকত মোল্লা । রতন দাসের পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন । একই সঙ্গে রতন দাসের দুই পুত্রের পড়াশোনার দায়িত্বও নেওয়ার কথা বলেন তিনি।

Intro:কাঁকড়া ধরা নিয়ে বচসার জেরে এক ব্যক্তি কে মেরে কাঁদায় পুঁতে দিয়ে খুনের অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার উত্তর মৌখালী নোয়া খালি পাড়ায়।মৃত ব্যক্তির নাম রতন দাস (৪৫)।অভিযোগ গতকাল রতন দাস পাশের গ্রামে একজনের কাছ থেকে টাকা নিয়ে যখন ফিরছিল তখন দেখে তাঁর ফিসারি তে সূরজিৎ দাস কাঁকড়া ধরছে।তখন রতন প্রতিবাদ করলে বচসা বাঁধে।বচসা চলাকালীন সুরজিৎ টর্চ দিয়ে তাঁর মাথায় মেরে কাদার মধ্যে পুঁতে দেয়।ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এলে দেখে রতনের মাথা কাদার মধ্যে পুঁতে দেওয়া আছে।রতন কে উদ্ধার করে মঠের দীঘি ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে।জীবন তলা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।অভিযুক্ত যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। Body:পুলিশ সূত্রে খবর রতনের মাছের ভেড়িতে চুরি করে কাঁকড়া ধরছিল সুরজিৎ। আর তার প্রতিবাদ করতেই ভয় পেয়ে যায় সুরজিৎ। রতন পরে সবাইকে বিষয়টি জানিয়ে দিতে পারে এই আশঙ্কায় তাকে খুন করে সুরজিৎ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই সুরজিৎ দাস কে গ্রেফতার করেছে পুলিশ।Conclusion:ঘটনার খবর পেয়ে এলাকায় যায় স্থানীয় বিধায়ক তথা দক্ষিন 24 পরগনা জেলা যুব সভাপতি সওকাত মোল্লা। পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এরই পাশাপাশি রতন দাস এর দুই পুত্রের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তিনি।
Last Updated : Jun 19, 2019, 10:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.