ডায়মন্ড হারবার, 27 মে : পূর্ণিমার কোটালের জোয়ার তো ছিলই ৷ তার সঙ্গে আবার যুক্ত হয়েছে সাঁড়াশি বান ৷ তাতেই প্লাবিত হয়েছে ডায়মন্ড হারবারের একাধিক গ্রাম । বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবার সংলগ্ন হুগলি নদীর জলস্তর বৃদ্ধি পায় ৷ তাতেই ডায়মন্ড হারবার সংলগ্ন এলাকার বিস্তীর্ণ গ্রামে ঢুকে পড়ে হুগলি নদীর জল ৷ জলবন্দি হয়ে পড়েন বহু মানুষ । পাশাপাশি প্লাবিত হয়েছে কুলপিও ৷ ইতিমধ্যেই উদ্ধার কার্যে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷
ডায়মন্ড হারবারের পাশাপাশি হুগলির জলে প্লাবিত হয় কুলপি বিধানসভার বিস্তীর্ণ অঞ্চল ৷ সেখানে গ্রামের মধ্যে জল ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীর মধ্যে । নোনা জলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বহু চাষের জমি । ইতিমধ্যে উদ্ধার কাজে নেমে পড়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ তারা বিভিন্ন গ্রামে আটকে পড়ে থাকা মানুষজনকে উদ্ধার করে নিরাপদে ফ্লাড শেল্টারগুলিতে পৌঁছে দিচ্ছে ৷
পূর্ণিমা ও ভরা কোটালের জেরে সমুদ্রে জলস্ফীতি ঘটে ৷ তার জেরে সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলি বিভিন্ন নদীর জলে বানভাসি হওয়ার উপক্রম হয় । ইতিমধ্যেই বন্যা দুর্গতদের নিরাপদে উদ্ধার করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ।
আরও পড়ুন : যশ বিপর্যস্ত এলাকা পরিদর্শনে কাল রাজ্যে প্রধানমন্ত্রী