ETV Bharat / state

Body Recovered: তরুণীর পচাগলা দেহ উদ্ধার, পরিবারকে নিয়ে পলাতক প্রেমিক - Body Recovered

প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় কাল হল ৷ এক সপ্তাহ পর উদ্ধার হল তরুণীর পচাগলা দেহ(Body Recovered)৷ অভিযুক্ত প্রেমিক ও তার পরিবার পলাতক ৷

south 24 pargana
প্রেমিকা
author img

By

Published : Aug 4, 2022, 8:58 PM IST

ডায়মন্ড হারবার, 4 অগস্ট: বিয়ের জন্য প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়েছিল তরুণী । এর এক সপ্তাহ পর ফাঁকা মাঠ থেকে পচাগলা দেহ উদ্ধার হল ওই তরুণীর(lovers family abscond as body of young lady found)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ 24 পরগনার উস্থি থানার শেরপুর এলাকায় ।

এক সপ্তাহ আগে নিখোঁজ হয় শেরপুর এলাকার তরুণী সাইমা খাতুন(18)। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পর উস্থি থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন । বৃহস্পতিবার শেরপুর এলাকার একটি মাঠে স্থানীয়রা একটি পচাগলা দেহ দেখতে পেয়ে খবর দেয় উস্থি থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পুলিশ ।
আরও পড়ুন : শিশুর দেহে প্রাণ ফেরাতে ঘর বন্ধ করে চললো প্রার্থনা ! শরীর খুবলে খেল পিঁপড়ে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া পচাগলা দেহ শেরপুর এলাকার নিখোঁজ তরুণী সাইমা খাতুনের । পুলিশের প্রাথমিক অনুমান, এলাকার যুবক সাদ্দাম পিয়াদার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাইমার ৷ বিয়ে করার নাম করে সাইমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সাদ্দাম ৷ এরপর পরিকল্পনা করে সাইমাকে খুন করে পালিয়ে যায় সে । ঘটনার পর থেকে পলাতক সাদ্দাম ও তার পরিবারের লোকজন ।

তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি । তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে । ঘটনায় মৃত তরুণীর পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত কলেজ ছাত্রী

ডায়মন্ড হারবার, 4 অগস্ট: বিয়ের জন্য প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়েছিল তরুণী । এর এক সপ্তাহ পর ফাঁকা মাঠ থেকে পচাগলা দেহ উদ্ধার হল ওই তরুণীর(lovers family abscond as body of young lady found)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ 24 পরগনার উস্থি থানার শেরপুর এলাকায় ।

এক সপ্তাহ আগে নিখোঁজ হয় শেরপুর এলাকার তরুণী সাইমা খাতুন(18)। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পর উস্থি থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন । বৃহস্পতিবার শেরপুর এলাকার একটি মাঠে স্থানীয়রা একটি পচাগলা দেহ দেখতে পেয়ে খবর দেয় উস্থি থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পুলিশ ।
আরও পড়ুন : শিশুর দেহে প্রাণ ফেরাতে ঘর বন্ধ করে চললো প্রার্থনা ! শরীর খুবলে খেল পিঁপড়ে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া পচাগলা দেহ শেরপুর এলাকার নিখোঁজ তরুণী সাইমা খাতুনের । পুলিশের প্রাথমিক অনুমান, এলাকার যুবক সাদ্দাম পিয়াদার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাইমার ৷ বিয়ে করার নাম করে সাইমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সাদ্দাম ৷ এরপর পরিকল্পনা করে সাইমাকে খুন করে পালিয়ে যায় সে । ঘটনার পর থেকে পলাতক সাদ্দাম ও তার পরিবারের লোকজন ।

তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি । তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে । ঘটনায় মৃত তরুণীর পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত কলেজ ছাত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.