ক্যানিং, 9 ফেব্রুয়ারি : দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে শিশুচোর সন্দেহে শিশুকন্যা-সহ এক মহিলাকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা (Child theft at Canning)। মঙ্গলবার সন্ধ্যায় ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের বয়ারসিং এলাকার ঘটনা । অভিযোগ, এক সদ্যোজাত শিশুকন্যাকে চুরি করে জামার মধ্যে লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন এক মধ্যবয়সী মহিলা । সেইসময় শিশুটি কেঁদে উঠলে ধরা পড়ে যায় মহিলাটি ৷ সন্দেহ হওয়ায় স্থানীয় গ্রামবাসীরা মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে । গ্রামবাসীদের প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে না পারায় মহিলাটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় এক মধ্যবয়সী মহিলা ক্যানিং-বারুইপুর রোড ধরে ক্যানিং থেকে হাঁটতে হাঁটতে তালদির দিকে যাচ্ছিলেন । গ্রামবাসীদের দাবি, সম্ভবত ওই মহিলা কোনও হাসপাতাল থেকে শিশুটিকে চুরি করে পাচার করার চেষ্টা করছিল । অবশেষে হাতেনাতে ধরা পড়ে যায় । আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি । মহিলাটি কোথা থেকে শিশুটিকে নিয়ে আসছিলেন, এর সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে সে বিষয়ে ক্যানিং থানার পুলিশ মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।
আরও পড়ুন: তৃণমূলের ভয়ে ডায়মন্ডহারবারে লুকিয়ে মনোনয়ন, অভিযোগ সিপিএম-বিজেপির
উল্লেখ্য, বিগত কয়েক বছর আগে ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে দু'বার শিশু চুরির ঘটনা ঘটেছিল । এর আগেও শিশু উদ্ধার করেছিল ক্যানিং থানার পুলিশ । বিগত প্রায় একমাস যাবৎ ক্যানিং এলাকায় শিশু চুরির ঘটনা ঘটে চলেছে । উদ্বেগে রয়েছেন স্থানীয় মানুষজন । এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় আবারও সদ্যোজাত শিশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যানিংয়ের তালদি এলাকায় ।