ETV Bharat / state

Child theft at Canning : শিশু-চোর সন্দেহে মহিলাকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা - Child theft at Canning

দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে শিশুচোর সন্দেহে এক মহিলাকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা (Child theft at Canning)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধেয় ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের বয়ারসিং এলাকায়। এই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।

Infant Thief In Canning
Infant Thief In Canning
author img

By

Published : Feb 9, 2022, 7:36 AM IST

ক্যানিং, 9 ফেব্রুয়ারি : দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে শিশুচোর সন্দেহে শিশুকন্যা-সহ এক মহিলাকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা (Child theft at Canning)। মঙ্গলবার সন্ধ্যায় ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের বয়ারসিং এলাকার ঘটনা । অভিযোগ, এক সদ্যোজাত শিশুকন্যাকে চুরি করে জামার মধ্যে লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন এক মধ্যবয়সী মহিলা । সেইসময় শিশুটি কেঁদে উঠলে ধরা পড়ে যায় মহিলাটি ৷ সন্দেহ হওয়ায় স্থানীয় গ্রামবাসীরা মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে । গ্রামবাসীদের প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে না পারায় মহিলাটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় এক মধ্যবয়সী মহিলা ক্যানিং-বারুইপুর রোড ধরে ক্যানিং থেকে হাঁটতে হাঁটতে তালদির দিকে যাচ্ছিলেন । গ্রামবাসীদের দাবি, সম্ভবত ওই মহিলা কোনও হাসপাতাল থেকে শিশুটিকে চুরি করে পাচার করার চেষ্টা করছিল । অবশেষে হাতেনাতে ধরা পড়ে যায় । আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি । মহিলাটি কোথা থেকে শিশুটিকে নিয়ে আসছিলেন, এর সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে সে বিষয়ে ক্যানিং থানার পুলিশ মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

আরও পড়ুন: তৃণমূলের ভয়ে ডায়মন্ডহারবারে লুকিয়ে মনোনয়ন, অভিযোগ সিপিএম-বিজেপির

উল্লেখ্য, বিগত কয়েক বছর আগে ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে দু'বার শিশু চুরির ঘটনা ঘটেছিল । এর আগেও শিশু উদ্ধার করেছিল ক্যানিং থানার পুলিশ । বিগত প্রায় একমাস যাবৎ ক্যানিং এলাকায় শিশু চুরির ঘটনা ঘটে চলেছে । উদ্বেগে রয়েছেন স্থানীয় মানুষজন । এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় আবারও সদ্যোজাত শিশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যানিংয়ের তালদি এলাকায় ।

ক্যানিং, 9 ফেব্রুয়ারি : দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে শিশুচোর সন্দেহে শিশুকন্যা-সহ এক মহিলাকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা (Child theft at Canning)। মঙ্গলবার সন্ধ্যায় ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের বয়ারসিং এলাকার ঘটনা । অভিযোগ, এক সদ্যোজাত শিশুকন্যাকে চুরি করে জামার মধ্যে লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন এক মধ্যবয়সী মহিলা । সেইসময় শিশুটি কেঁদে উঠলে ধরা পড়ে যায় মহিলাটি ৷ সন্দেহ হওয়ায় স্থানীয় গ্রামবাসীরা মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে । গ্রামবাসীদের প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে না পারায় মহিলাটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় এক মধ্যবয়সী মহিলা ক্যানিং-বারুইপুর রোড ধরে ক্যানিং থেকে হাঁটতে হাঁটতে তালদির দিকে যাচ্ছিলেন । গ্রামবাসীদের দাবি, সম্ভবত ওই মহিলা কোনও হাসপাতাল থেকে শিশুটিকে চুরি করে পাচার করার চেষ্টা করছিল । অবশেষে হাতেনাতে ধরা পড়ে যায় । আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি । মহিলাটি কোথা থেকে শিশুটিকে নিয়ে আসছিলেন, এর সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে সে বিষয়ে ক্যানিং থানার পুলিশ মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

আরও পড়ুন: তৃণমূলের ভয়ে ডায়মন্ডহারবারে লুকিয়ে মনোনয়ন, অভিযোগ সিপিএম-বিজেপির

উল্লেখ্য, বিগত কয়েক বছর আগে ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে দু'বার শিশু চুরির ঘটনা ঘটেছিল । এর আগেও শিশু উদ্ধার করেছিল ক্যানিং থানার পুলিশ । বিগত প্রায় একমাস যাবৎ ক্যানিং এলাকায় শিশু চুরির ঘটনা ঘটে চলেছে । উদ্বেগে রয়েছেন স্থানীয় মানুষজন । এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় আবারও সদ্যোজাত শিশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যানিংয়ের তালদি এলাকায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.