ETV Bharat / state

তিন বছর আগে আবেদন করেও রেশন কার্ড মেলেনি, বিক্ষোভ মন্দিরবাজারে - coronavirus

তিন বছর আগে আবেদন করা সত্ত্বেও রেশন কার্ড পাননি মন্দিরবাজার ব্লকের প্রায় 25 হাজার বাসিন্দা । তাই আজ বিক্ষোভ দেখান তাঁরা ।

dealer acnot getting ration card even after applyingcused of occupying ration card
মন্দিরবাজারে
author img

By

Published : May 9, 2020, 12:30 AM IST

মন্দিরবাজার, 8 মে : রেশনে দুর্নীতির অভিযোগে এবার মন্দিরবাজার ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা । অভিযোগ, তিন বছর আগে আবেদন করা সত্ত্বেও রেশন কার্ড পাননি অনেকেই। ফলে, লকডাউনে চরম সংকটে পড়েও রেশন সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।

অভিযোগ, কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 30 হাজার বাসিন্দার মধ্য়ে প্রায় 25 হাজার বাসিন্দা আবেদন করা সত্ত্বেও রেশন কার্ড পাননি আজও। এই পঞ্চায়েতে রয়েছে চারজন ডিলার। তাঁদের মধ্যে রেশন কার্ড বণ্টনে সবচেয়ে খারাপ আবস্থা 11 নম্বর অঞ্চলের MR ডিলারের অধীনে থাকা গ্রাহকদের। অভিযোগ, 2017 সাল থেকে বহু গ্রাহকের রেশন কার্ডের আবেদন জমা পড়ে রয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, এই বিষয়ে একাধিকবার মন্দিরবাজার ব্লকের BDO থেকে শুরু করে ডায়মন্ড হারবারের খাদ্য নিয়ামক ও মন্দিরবাজার পঞ্চায়েত সমিতি সভাপতিকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। সেই কারণেই আজ মন্দিরবাজার ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান শতাধিক বাসিন্দা । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে আসে ।

এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তপন পুরকাইত বলেন, এখানে রেশনে কিছু সমস্যা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে সমস্যার সমাধান করা হবে।

মন্দিরবাজার, 8 মে : রেশনে দুর্নীতির অভিযোগে এবার মন্দিরবাজার ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা । অভিযোগ, তিন বছর আগে আবেদন করা সত্ত্বেও রেশন কার্ড পাননি অনেকেই। ফলে, লকডাউনে চরম সংকটে পড়েও রেশন সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।

অভিযোগ, কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 30 হাজার বাসিন্দার মধ্য়ে প্রায় 25 হাজার বাসিন্দা আবেদন করা সত্ত্বেও রেশন কার্ড পাননি আজও। এই পঞ্চায়েতে রয়েছে চারজন ডিলার। তাঁদের মধ্যে রেশন কার্ড বণ্টনে সবচেয়ে খারাপ আবস্থা 11 নম্বর অঞ্চলের MR ডিলারের অধীনে থাকা গ্রাহকদের। অভিযোগ, 2017 সাল থেকে বহু গ্রাহকের রেশন কার্ডের আবেদন জমা পড়ে রয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, এই বিষয়ে একাধিকবার মন্দিরবাজার ব্লকের BDO থেকে শুরু করে ডায়মন্ড হারবারের খাদ্য নিয়ামক ও মন্দিরবাজার পঞ্চায়েত সমিতি সভাপতিকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। সেই কারণেই আজ মন্দিরবাজার ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান শতাধিক বাসিন্দা । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে আসে ।

এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তপন পুরকাইত বলেন, এখানে রেশনে কিছু সমস্যা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে সমস্যার সমাধান করা হবে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.