কলকাতা, 7 জুন : মৌসুনি দ্বীপে কংক্রিটের নদীবাঁধ তৈরির দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল ৷ ঘূর্ণিঝড় যশ ও কোটালের জেরে প্লাবিত দ্বীপ পরিদর্শন করে এই মামলা দায়ের করেছেন আইনজীবী রাজেশ ক্ষেত্রী ৷
সুন্দরবনে প্রায় 9টি দ্বীপে মানুষের বসবাস ৷ সেই দ্বীপগুলির চারিদিকে মাটির বাঁধ দিয়ে নদীর জলকে আটকানো হয় ৷ কিন্তু বিগত দিনে সুন্দরবনে একাধিকবার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক এলাকা ৷
নদী বাঁধগুলি মাটির তৈরি হওয়ায় সেই বাঁধ ভেঙে বারবার ভাঙনের মুখে পড়ছে ওই এলাকা ৷ সুন্দরবনের মানুষ বারবার কংক্রিটের বাঁধ তৈরির দাবি করে এসেছেন ৷ যশের পরে মৌসুনি দ্বীপে যান আইনজীবী রাজেশ ক্ষেত্রী ৷ সেখানকার মানুষের দুর্দশার অবস্থা দেখে তিনি কলকাতা হাইকোর্ট একটি জনস্বার্থ মামলা করেছেন ।
আরও পড়ুন :কুৎসা না করে বিরোধী দলনেতার কাজ করুন, শুভেন্দুকে আক্রমণ অভিষেকের
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের এজলাসে আজ জনস্বার্থ মামলাটি দাখিল করা হয় । সুন্দরবন-সহ মৌসুনি দ্বীপের বাসিন্দাদের স্থায়ী কংক্রিট বাঁধের দাবিতে এই জনস্বার্থ মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে । মৌসুনি দ্বীপের বাসিন্দারা বারবার প্রশাসনকে স্থায়ী নদী বাঁধ তৈরি করার কথা বললেও সেই দাবিতে প্রশাসন আমল দেয়নি বলে অভিযোগ ৷ অবশেষে মৌসুনি দ্বীপের স্থায়ী নদী বাঁধের দাবিতে এ বার আদালতের দ্বারস্থ হলেন এই আইনজীবী ।