মথুরাপুর, 17 মে : মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর আজ মুখ খুললেন কপিলানন্দ মণ্ডল । তিনি বলেন, "উনি এই মাঠে সভা করলে হয়তো আমার সংস্থা চিটফান্ড হত না ।"
গতকাল মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত উল্লোনের মাঠে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ওই কেন্দ্রেরই অন্য একটি জনসভায় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "মোদি চিটফান্ড নিয়ে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করলেও নিজে চিটফান্ড সংস্থার একটি মাঠে জনসভা করছেন ।" এর পরিপ্রেক্ষিতে মাইক্রো ফিন্যান্স সংস্থার মালিক কপিলানন্দ মণ্ডল বলেন, "উনি এখানে এসেছিলেন । ওঁর লোকজন, ব্লক সভাপতি, জেলা সভাপতিও এসেছিলেন । উনি এখান থেকে অনুমতি নিয়েছিলেন । আমার এখন বরং মনে হচ্ছে যদি উনি এখানে সভা করতেন হয়তো এটা চিটফান্ড আখ্যা পেত না ।"
কপিলবাবু আরও বলেন, "দু'পক্ষই আমার থেকে ওই মাঠে সভা করার জন্য অনুমতি নিয়েছিল । উনি এখানে হয়তো সভা করতে আসেননি । CPI(M)-ও সভা করেছে এই মাঠে । পুলিশ প্রয়োজনে তদন্ত করে দেখতে পারে । কাগজপত্র সমস্ত রাখাও আছে, তদন্তের স্বার্থে সেগুলো দেখাতে পারি ।"