ETV Bharat / state

72 দিন পর খুলল গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম - corona

এবার খুলে গেল কপিল মুনির আশ্রম ৷ পুজো শুরু হওয়ায় খুশি পুণ্যার্থীরা ৷

kapil muni ashram
খুলল কপিল মনির আশ্রম
author img

By

Published : Jun 9, 2020, 2:33 AM IST

Updated : Jun 9, 2020, 5:28 AM IST

গঙ্গাসাগার, 9 জুন : 72 দিন পর খুলল কপিল মুনির মন্দির । সোমবার সকালে মন্দির খুলে পুজো দেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বঙ্কিমচন্দ্র হাজরা ।

মন্দির খোলায় সোমবার সেখানে আসেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী নিমাই মহারাজ, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি শম্ভুদ্বীপ রায় সহ এলাকার কয়েকজন বাসিন্দা ৷

খোলার আগে পুরো মন্দির চত্বর স্যানিটাইজ় করা হয় ৷ বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, এই মন্দিরে এখন একসঙ্গে দশ জন করে পুজো দিতে পারবেন । সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে ৷ মন্দিরে পুজো শুরু হওয়ায় একদিকে পুণ্যার্থীরা যেমন খুশি হয়েছে তেমনই আশার আলো দেখছেন এলাকার ব্যবসায়ীরা ৷

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন জারি করা হয় ৷ ফলে বন্ধ ছিল যে কোনও ধর্মীয় সমাবেশ ৷ বন্ধ ছিল মন্দিরগুলি ৷ এবার মন্দির খোলার অনুমতি মিলতেই খুলে গেল কপিল মুনির আশ্রম ৷

গঙ্গাসাগার, 9 জুন : 72 দিন পর খুলল কপিল মুনির মন্দির । সোমবার সকালে মন্দির খুলে পুজো দেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বঙ্কিমচন্দ্র হাজরা ।

মন্দির খোলায় সোমবার সেখানে আসেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী নিমাই মহারাজ, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি শম্ভুদ্বীপ রায় সহ এলাকার কয়েকজন বাসিন্দা ৷

খোলার আগে পুরো মন্দির চত্বর স্যানিটাইজ় করা হয় ৷ বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, এই মন্দিরে এখন একসঙ্গে দশ জন করে পুজো দিতে পারবেন । সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে ৷ মন্দিরে পুজো শুরু হওয়ায় একদিকে পুণ্যার্থীরা যেমন খুশি হয়েছে তেমনই আশার আলো দেখছেন এলাকার ব্যবসায়ীরা ৷

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন জারি করা হয় ৷ ফলে বন্ধ ছিল যে কোনও ধর্মীয় সমাবেশ ৷ বন্ধ ছিল মন্দিরগুলি ৷ এবার মন্দির খোলার অনুমতি মিলতেই খুলে গেল কপিল মুনির আশ্রম ৷

Last Updated : Jun 9, 2020, 5:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.