ETV Bharat / state

Jaynagar Lottery Winner : 6 টাকার লটারি কেটে কোটিপতি জয়নগরের প্রবীর প্রামাণিক - 1 কোটি টাকা

জয়নগরের কাঁসারি পাড়ার বাসিন্দা প্রবীর প্রামাণিক (Jaynagar Lottery Winner) ৷ ছ’টাকার লটারির টিকিট কেটে তিনি জিতেছেন এক কোটি টাকা ৷ সেই টাকায় ধার, দেনা মিটিয়ে সুখের অপেক্ষায় দিন গুণছেন প্রামাণিক পরিবারের সদস্যরা ৷

jaynagar resident win one crore on six rupees lottery ticket
Jaynagar Lottery Winner : ছ’টাকার লটারি কেটে কোটিপতি জয়নগরের প্রবীর প্রামাণিক
author img

By

Published : Nov 26, 2021, 9:50 PM IST

জয়নগর, 26 নভেম্বর : ছ’টাকায় এক কোটি জিতে সংবাদ শিরোনামে জয়নগরের প্রবীর প্রামাণিক (Jaynagar Lottery Winner) ৷ দক্ষিণ 24 পরগনার জয়নগরের বাসিন্দা প্রবীর একটা সময় শিক্ষকতা করতেন ৷ তবে ছাত্র পড়িয়ে মোটা বেতন কোনও দিন কপালে জোটেনি ৷ কাজ করতেন ‘ভলান্টিয়ার’ হিসাবে ৷ সাম্মানিক হিসাবে যে টাকা মিলত, তাতে সংসার চলত কোনওরকমে ৷ পরে সেই কাজেও অবসর নেন প্রবীর ৷ এখন তিনি জয়নগর বাস ট্রেকার সংগঠনের একজন সক্রিয় কর্মী ৷ অভাবের সংসারে একটাই নেশা প্রবীর প্রামাণিকের (Lottery Winner Prabir Pramanik)৷ হ্যাঁ ৷ ঠিকই ধরেছেন ৷ লটারির টিকিট কাটতে ভালবাসেন তিনি ৷ আর সেই নেশাই তাঁকে পাইয়ে দিল ‘কুবেরের ধন’ ৷

আরও পড়ুন : ঘুরল ভাগ্যের চাকা, লটারি কেটে লক্ষ্মীলাভ খন্যানের দুই বন্ধুর

আজকালকার দিনের এক কোটি টাকা হয়তো খুব বড় কিছু নয় ৷ তবে সেটা ধনীদের জন্য ৷ প্রামাণিক পরিবারের কাছে এই টাকা কুবেরের ধনের থেকে কম কিছু নয় ৷ জয়নগর পৌর এলাকার 8 নম্বর ওয়ার্ডের কাঁসারি পাড়ায় এই পরিবারের বাস ৷ ইন্দিরা আবাস যোজনায় বাড়ির তৈরির টাকা মিললেও তাতে পাকা ছাদ দেওয়ার জোগান হয়নি ৷ কোনওরকমে মাথা গোঁজার একটা ঠাঁই তৈরি হয়েছে মাত্র ৷ এই বাড়ি থেকেই মেয়ের বিয়ে দিয়েছেন প্রবীর ৷ সেই কাজে ধার, দেনা হয়েছে বিস্তর ৷ সংসারে মানুষ বলতে তিনজন ৷ প্রবীর, তাঁর বৃদ্ধা মা আর আটপৌঢ়ে স্ত্রী আরতি ৷

প্রবীর জানালেন, অন্যান্য দিনের মতো বুধবারও ছ’টাকা দিয়ে একটি লটারির টিকিট কেটেছিলেন তিনি ৷ সেই টিকিটেই শিকে ছেঁড়ে ৷ জুটে যায় পুরস্কারের এক কোটি টাকা ! এই খবরে চোখে জল প্রবীরের স্ত্রী ও মায়ের ৷ চিরকাল অভাবে কেটেছে ৷ তাঁদের আশা, এবার হয়তো সুখের খোঁজ মিলবে ৷ প্রবীরের চিন্তা অবশ্য অন্য ৷ সবার আগে ধার, দেনা শোধ করতে চান তিনি ৷ বাড়িটাও মেরামত করে পাকা ছাদ দিতে চান ৷ তারপর যেটুকু টাকা বাঁচবে, তাতে তিনজনের সংসারে দু’বেলা পেট ভরা খাবারটুকু জুটে যাবে ৷ এতেই খুশি প্রামাণিক পরিবার ৷

6 টাকার লটারি কেটে কোটিপতি জয়নগরের প্রবীর প্রামাণিক

আরও পড়ুন : Lottery Win : শ্বশুরবাড়িতে গিয়ে খুলল কপাল, লটারিতে এক কোটি টাকা মিলল নিরাপত্তারক্ষীর

তবে লটারি জেতার খুশিতে আনন্দের সঙ্গেই মনে বাসা বেঁধেছে ভয় ! টাকার গন্ধে মন্দ লোকেরা যদি কোনও ক্ষতি করে ? সেই আশঙ্কায় বাড়ি থেকেই বোরোচ্ছেন না প্রবীর ৷ থানাতেও নিরাপত্তা চেয়ে আর্জি জানিয়ে এসেছেন ৷ এর মধ্যেই তাঁদের বাড়িতে ভিড় জমিয়েছেন সাংবাদিকরা ৷ হাসি মুখে তাঁদের সাক্ষাৎকারও দিয়ে চলেছেন প্রবীর প্রামাণিক ৷

জয়নগর, 26 নভেম্বর : ছ’টাকায় এক কোটি জিতে সংবাদ শিরোনামে জয়নগরের প্রবীর প্রামাণিক (Jaynagar Lottery Winner) ৷ দক্ষিণ 24 পরগনার জয়নগরের বাসিন্দা প্রবীর একটা সময় শিক্ষকতা করতেন ৷ তবে ছাত্র পড়িয়ে মোটা বেতন কোনও দিন কপালে জোটেনি ৷ কাজ করতেন ‘ভলান্টিয়ার’ হিসাবে ৷ সাম্মানিক হিসাবে যে টাকা মিলত, তাতে সংসার চলত কোনওরকমে ৷ পরে সেই কাজেও অবসর নেন প্রবীর ৷ এখন তিনি জয়নগর বাস ট্রেকার সংগঠনের একজন সক্রিয় কর্মী ৷ অভাবের সংসারে একটাই নেশা প্রবীর প্রামাণিকের (Lottery Winner Prabir Pramanik)৷ হ্যাঁ ৷ ঠিকই ধরেছেন ৷ লটারির টিকিট কাটতে ভালবাসেন তিনি ৷ আর সেই নেশাই তাঁকে পাইয়ে দিল ‘কুবেরের ধন’ ৷

আরও পড়ুন : ঘুরল ভাগ্যের চাকা, লটারি কেটে লক্ষ্মীলাভ খন্যানের দুই বন্ধুর

আজকালকার দিনের এক কোটি টাকা হয়তো খুব বড় কিছু নয় ৷ তবে সেটা ধনীদের জন্য ৷ প্রামাণিক পরিবারের কাছে এই টাকা কুবেরের ধনের থেকে কম কিছু নয় ৷ জয়নগর পৌর এলাকার 8 নম্বর ওয়ার্ডের কাঁসারি পাড়ায় এই পরিবারের বাস ৷ ইন্দিরা আবাস যোজনায় বাড়ির তৈরির টাকা মিললেও তাতে পাকা ছাদ দেওয়ার জোগান হয়নি ৷ কোনওরকমে মাথা গোঁজার একটা ঠাঁই তৈরি হয়েছে মাত্র ৷ এই বাড়ি থেকেই মেয়ের বিয়ে দিয়েছেন প্রবীর ৷ সেই কাজে ধার, দেনা হয়েছে বিস্তর ৷ সংসারে মানুষ বলতে তিনজন ৷ প্রবীর, তাঁর বৃদ্ধা মা আর আটপৌঢ়ে স্ত্রী আরতি ৷

প্রবীর জানালেন, অন্যান্য দিনের মতো বুধবারও ছ’টাকা দিয়ে একটি লটারির টিকিট কেটেছিলেন তিনি ৷ সেই টিকিটেই শিকে ছেঁড়ে ৷ জুটে যায় পুরস্কারের এক কোটি টাকা ! এই খবরে চোখে জল প্রবীরের স্ত্রী ও মায়ের ৷ চিরকাল অভাবে কেটেছে ৷ তাঁদের আশা, এবার হয়তো সুখের খোঁজ মিলবে ৷ প্রবীরের চিন্তা অবশ্য অন্য ৷ সবার আগে ধার, দেনা শোধ করতে চান তিনি ৷ বাড়িটাও মেরামত করে পাকা ছাদ দিতে চান ৷ তারপর যেটুকু টাকা বাঁচবে, তাতে তিনজনের সংসারে দু’বেলা পেট ভরা খাবারটুকু জুটে যাবে ৷ এতেই খুশি প্রামাণিক পরিবার ৷

6 টাকার লটারি কেটে কোটিপতি জয়নগরের প্রবীর প্রামাণিক

আরও পড়ুন : Lottery Win : শ্বশুরবাড়িতে গিয়ে খুলল কপাল, লটারিতে এক কোটি টাকা মিলল নিরাপত্তারক্ষীর

তবে লটারি জেতার খুশিতে আনন্দের সঙ্গেই মনে বাসা বেঁধেছে ভয় ! টাকার গন্ধে মন্দ লোকেরা যদি কোনও ক্ষতি করে ? সেই আশঙ্কায় বাড়ি থেকেই বোরোচ্ছেন না প্রবীর ৷ থানাতেও নিরাপত্তা চেয়ে আর্জি জানিয়ে এসেছেন ৷ এর মধ্যেই তাঁদের বাড়িতে ভিড় জমিয়েছেন সাংবাদিকরা ৷ হাসি মুখে তাঁদের সাক্ষাৎকারও দিয়ে চলেছেন প্রবীর প্রামাণিক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.