ETV Bharat / state

বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ, জখম 2 - tmc inner clash

বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে জখম 2 । অভিযোগ, তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছে যুব তৃণমূলের লোকজন ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 16, 2020, 2:40 PM IST

বাসন্তী, 16 মার্চ : দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম 2 । বর্তমানে তাঁরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । অভিযোগ, এলাকার দুই তৃণমূল কর্মীর হামলা চালিয়েছে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা । ঘটনায় বাসন্তী থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

গতকাল সন্ধ্যায় মেটিয়াবুরুজ থেকে বাড়ি ফিরছিলেন পেশায় দর্জি দুই তৃণমূল কর্মী সেলিম সর্দার ও তইদুল শেখ । সেই সময় বাসন্তীর কালিপদ মোড় এলাকায় তাঁদের পথ আটকে বেধড়ক মারধর করা হয় । রাতেই তাঁদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করে স্থানীয়রা । অভিযোগ যুব তৃণমূলের লোকজনই এই কাজ করেছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় যুব তৃণমূল নেতৃত্ব । যুব তৃণমূলের দাবি, রাতের অন্ধকারে কে বা কারা তাদের মেরেছে তা পরিষ্কার নয় । নিজেরাও গন্ডগোল পাকিয়ে যুব তৃণমূলের নামে দোষ দিতে পারে ।

ইতিমধ্যেই বাসন্তী থানায় অভিযোগ দায়ের হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

বাসন্তী, 16 মার্চ : দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম 2 । বর্তমানে তাঁরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । অভিযোগ, এলাকার দুই তৃণমূল কর্মীর হামলা চালিয়েছে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা । ঘটনায় বাসন্তী থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

গতকাল সন্ধ্যায় মেটিয়াবুরুজ থেকে বাড়ি ফিরছিলেন পেশায় দর্জি দুই তৃণমূল কর্মী সেলিম সর্দার ও তইদুল শেখ । সেই সময় বাসন্তীর কালিপদ মোড় এলাকায় তাঁদের পথ আটকে বেধড়ক মারধর করা হয় । রাতেই তাঁদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করে স্থানীয়রা । অভিযোগ যুব তৃণমূলের লোকজনই এই কাজ করেছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় যুব তৃণমূল নেতৃত্ব । যুব তৃণমূলের দাবি, রাতের অন্ধকারে কে বা কারা তাদের মেরেছে তা পরিষ্কার নয় । নিজেরাও গন্ডগোল পাকিয়ে যুব তৃণমূলের নামে দোষ দিতে পারে ।

ইতিমধ্যেই বাসন্তী থানায় অভিযোগ দায়ের হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.