ETV Bharat / state

IC-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, থানায় ঢুকে বিক্ষোভ তৃণমূলকর্মীদের - agitation

ক্যানিং থানার IC-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলল তৃণমূলকর্মীরা । আজ তার বদলির দাবিতে থানায় ঢুকে বিক্ষোভ দেখায় তারা ।

থানার সামনে বিক্ষোভ
author img

By

Published : Jun 3, 2019, 3:02 PM IST

Updated : Jun 3, 2019, 3:10 PM IST

ক্যানিং, 3 জুন : ক্যানিং থানার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে থানায় ঢুকে বিক্ষোভ দেখাল তৃণমূল যুব কংগ্রেসের কর্মী, সমর্থকরা । আজ দুপুর 11 টা নাগাদ ক্যানিংয়ের 1 নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পরেশ দাসের নেতৃত্বে থানা সংলগ্ন রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করা হয় । তার কিছুক্ষণের মধ্যেই থানায় ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা ।

গতরাতে ইটখোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি ইন্দ্রজিৎ সর্দারকে গ্রেপ্তার করে NDPS মামলায় আদালতে তোলা হয় । বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূলকর্মীরা । থানার নতুন IC মানস চৌধুরির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলে তারা । এই নতুন IC আসার পর থেকেই এলাকায় তোলাবাজি শুরু হয়েছে বলে দাবি করে তারা । শুধু তাই নয়, বালি খাদান থেকে শুরু করে দেহব্যবসা, জুয়া সাট্টা থেকেও টাকা তুলছে এই পুলিশ আধিকারিক বলে অভিযোগ তাদের । এবিষয়ে পুলিশের ওপর মহলে অভিযোগ জানিয়ে কাজ হয়নি বলে জানায় বিক্ষোভকারীরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ প্রায় দু ঘণ্টা রাস্তা অবরোধ করা হয় । পরে অবরোধ তুলে নেওয়া হলেও বিক্ষোভ চলতে থাকে । তৃণমূলকর্মীদের দাবি, ইন্দ্রজিৎ সর্দারকে না ছাড়া পর্যন্ত বিক্ষোভ চলবে এবং এই পুলিশ আধিকারিককে বদলি করতে হবে ।

এবিষয়ে ক্যানিং থানার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এবিষয়ে আমি কিছু বলব না । যা বলবে উর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে ।"

ক্যানিং, 3 জুন : ক্যানিং থানার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে থানায় ঢুকে বিক্ষোভ দেখাল তৃণমূল যুব কংগ্রেসের কর্মী, সমর্থকরা । আজ দুপুর 11 টা নাগাদ ক্যানিংয়ের 1 নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পরেশ দাসের নেতৃত্বে থানা সংলগ্ন রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করা হয় । তার কিছুক্ষণের মধ্যেই থানায় ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা ।

গতরাতে ইটখোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি ইন্দ্রজিৎ সর্দারকে গ্রেপ্তার করে NDPS মামলায় আদালতে তোলা হয় । বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূলকর্মীরা । থানার নতুন IC মানস চৌধুরির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলে তারা । এই নতুন IC আসার পর থেকেই এলাকায় তোলাবাজি শুরু হয়েছে বলে দাবি করে তারা । শুধু তাই নয়, বালি খাদান থেকে শুরু করে দেহব্যবসা, জুয়া সাট্টা থেকেও টাকা তুলছে এই পুলিশ আধিকারিক বলে অভিযোগ তাদের । এবিষয়ে পুলিশের ওপর মহলে অভিযোগ জানিয়ে কাজ হয়নি বলে জানায় বিক্ষোভকারীরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ প্রায় দু ঘণ্টা রাস্তা অবরোধ করা হয় । পরে অবরোধ তুলে নেওয়া হলেও বিক্ষোভ চলতে থাকে । তৃণমূলকর্মীদের দাবি, ইন্দ্রজিৎ সর্দারকে না ছাড়া পর্যন্ত বিক্ষোভ চলবে এবং এই পুলিশ আধিকারিককে বদলি করতে হবে ।

এবিষয়ে ক্যানিং থানার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এবিষয়ে আমি কিছু বলব না । যা বলবে উর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে ।"

Intro:ক্যানিং থানার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে রাস্তা অবরোধের পাশাপাশি থানার মধ্যে ঢুকে বিক্ষোভ দেখালো যুব তৃণমূল নেতা কর্মী সমর্থকরা। আজ দুপুর 11 টা নাগাদ ক্যানিংয় 1 ব্লক যুব তৃনমূলের সভাপতি পরেশ দাস এর নেতৃত্বে এদিন থানার সামনে কাঠের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে। তার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কর্মী সমর্থকরা থানার মেন গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভের একটা সময় পর থানার মধ্যে ঢুকে ও বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। গতরাতে অন্যায় ভাবে ইটখোলা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ইন্দ্রজিত সর্দার কে অন্যায় ভাবে গ্রেফতার করে এন ডি পি এস কেস দিয়ে দিয়ে কোর্টে পাঠানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে মূলত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে যুব তৃণমূল কর্মী সমর্থকরা।Body:যুব নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ করতে এসে ক্ষোভে ফেটে পড়ে ব্লক যুব তৃণমূল নেতৃত্ব। থানার পুলিশ আধিকারিক এর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। নতুন পুলিশ আধিকারিক মানস চৌধুরী আসার পর থেকেই এলাকায় তোলাবাজি শুরু করেছে বলে দাবি করেন তারা। এলাকায় অন্যায় ভাবে বালি খাদান চালাতে দিচ্ছে এই নতুন IC। এর পাশাপাশি ক্যানিং এর বিভিন্ন হোটেলে দেহ ব্যবসার মদত দিয়ে সেখান থেকেও টাকা নিচ্ছে বলে দাবি করেন তৃণমূল কর্মী সমর্থকরা। দেহ ব্যবসার পাশাপাশি এলাকায় জুয়া সাট্টা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই পয়সা তুলছে এই পুলিশ আধিকারিক। এই নিয়ে পুলিশের ওপর মহলে অভিযোগ করেও কোনো কাজ হয়নি বলেও দাবি করছে এই তৃণমূল কর্মী সমর্থকরা।Conclusion:এদিন প্রায় দু'ঘণ্টা রাস্তা অবরোধের পর সাধারণ মানুষের সমস্যা কথা ভেবে রাস্তা অবরোধ তুলে দিলেও থানার সামনে এখনো পর্যন্ত বিক্ষোভ চালাচ্ছে তৃণমূল যুব নেতা কর্মী সমর্থকরা। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত ওই যুব সভাপতি ইন্দ্রজিৎ সর্দার কে ছাড়া হবে ততক্ষণ থানার সামনে বিক্ষোভ দেখানো হবে। এখন এটাই দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়। থানা চত্বরে ব্যাপক উত্তেজনা থাকায় প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে।
Last Updated : Jun 3, 2019, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.