বিষ্ণুপুর, 19 অগাস্ট : দাবিমতো পণ পায়নি ৷ তাই বিষ খাইয়ে যুবতিকে খুনের অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ঘটনাটি বিষ্ণুপুর থানার রসপুঞ্জের ৷
বছর দেড়েক আগে জোকার টিনার সঙ্গে রসপুঞ্জের শান্তনু সর্দারের বিয়ে হয় ৷ সেই সময় নগদ 30 হাজার টাকা, সোনার গয়না পণ দিয়েছিল টিনার পরিবার ৷ অভিযোগ, আরও পণের দাবিতে বিয়ের পর থেকেই টিনার উপর নির্যাতন চলতে থাকে ৷ বাইকের জন্যও নাকি চাপ দিতে থাকেন শ্বশুরবাড়ির সদস্যরা ৷ এরপর 27 জুলাই কীটনাশক খাইয়ে টিনাকে খুনের অভিযোগ ওঠে তাঁর স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে ৷
7 অগাস্ট খুনের অভিযোগ দায়ের করেন টিনার মা ৷ এরপর আজ টিনার স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের বিরুদ্ধে খুন, বধূহত্যা সহ একাধিক ধারায় মামলা হয়েছে । যদিও ধৃতদের বক্তব্য, টিনা কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে ।