ETV Bharat / state

পণ না পেয়ে যুবতিকে খুন, গ্রেপ্তার স্বামী ও শাশুড়ি - গ্রেপ্তার স্বামী ও শাশুড়ি

পণ না দেওয়ায় এক যুবতিকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হল তাঁর স্বামী ও শাশুড়িকে ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 19, 2019, 12:04 PM IST

বিষ্ণুপুর, 19 অগাস্ট : দাবিমতো পণ পায়নি ৷ তাই বিষ খাইয়ে যুবতিকে খুনের অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ঘটনাটি বিষ্ণুপুর থানার রসপুঞ্জের ৷

বছর দেড়েক আগে জোকার টিনার সঙ্গে রসপুঞ্জের শান্তনু সর্দারের বিয়ে হয় ৷ সেই সময় নগদ 30 হাজার টাকা, সোনার গয়না পণ দিয়েছিল টিনার পরিবার ৷ অভিযোগ, আরও পণের দাবিতে বিয়ের পর থেকেই টিনার উপর নির্যাতন চলতে থাকে ৷ বাইকের জন্যও নাকি চাপ দিতে থাকেন শ্বশুরবাড়ির সদস্যরা ৷ এরপর 27 জুলাই কীটনাশক খাইয়ে টিনাকে খুনের অভিযোগ ওঠে তাঁর স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে ৷

7 অগাস্ট খুনের অভিযোগ দায়ের করেন টিনার মা ৷ এরপর আজ টিনার স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের বিরুদ্ধে খুন, বধূহত্যা সহ একাধিক ধারায় মামলা হয়েছে । যদিও ধৃতদের বক্তব্য, টিনা কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে ।

বিষ্ণুপুর, 19 অগাস্ট : দাবিমতো পণ পায়নি ৷ তাই বিষ খাইয়ে যুবতিকে খুনের অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ঘটনাটি বিষ্ণুপুর থানার রসপুঞ্জের ৷

বছর দেড়েক আগে জোকার টিনার সঙ্গে রসপুঞ্জের শান্তনু সর্দারের বিয়ে হয় ৷ সেই সময় নগদ 30 হাজার টাকা, সোনার গয়না পণ দিয়েছিল টিনার পরিবার ৷ অভিযোগ, আরও পণের দাবিতে বিয়ের পর থেকেই টিনার উপর নির্যাতন চলতে থাকে ৷ বাইকের জন্যও নাকি চাপ দিতে থাকেন শ্বশুরবাড়ির সদস্যরা ৷ এরপর 27 জুলাই কীটনাশক খাইয়ে টিনাকে খুনের অভিযোগ ওঠে তাঁর স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে ৷

7 অগাস্ট খুনের অভিযোগ দায়ের করেন টিনার মা ৷ এরপর আজ টিনার স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের বিরুদ্ধে খুন, বধূহত্যা সহ একাধিক ধারায় মামলা হয়েছে । যদিও ধৃতদের বক্তব্য, টিনা কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে ।

Intro:Body:পন না পেয়ে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী ও শাশুড়ি

বিষ্ণুপুর, ১৯ আগষ্ট
স্ত্রীকে বিষ খাইয়ে খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করল স্বামী ও শাশুড়িকে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার রসপুঞ্জের ঘটনা। গত ৭ আগষ্ট স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ দায়ের করেন বধূর মা। এরপর পুলিশ আজ অভিযুক্তদের গ্রেফতার করে। আজ ধৃতদের আলীপুর আদালতে তোলা হবে।
মৃতার নাম টিনা সর্দার। জোকার বছর ২১ এর টিনার সাথে রসপুঞ্জের শান্তনু সরদারের সাথে প্রেম করে দেড়বছর আগে বিয়ে হয়। নগদ ৩০ হাজার টাকা, সোনার গয়নাসহ অন্যান্য সামগ্রী বিয়ের পন হিসাবে দিয়েছিল বধূর বাপের বাড়ির পক্ষ থেকে। বিয়ের পর থেকে টাকা ও পনের দাবি আরও বাড়তে থাকে। বাইক চাইলে দিতে রাজি হয়নি। চলত দিনের পর দিন বধূর ওপর অত্যাচার। ২৭ জুলাই কীটনাশক খাইয়ে খুন করে বলে স্বামী, শাশুড়ীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। আজ তাদের গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে খুন, বধূহত্যা সহ অন্যান্য ধারায় মামলা রজু করেছে পুলিশ।
যদিও ধৃতরা জানিয়েছে, বধূ নিজেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.