ETV Bharat / state

'অবৈধ সম্পর্ক' নিয়ে প্রতিবাদ করায় স্ত্রীকে খুন স্বামীর

অন্যান্য দিনের মতো এদিন সন্ধ্যায় অশান্তি শুরু হয়। জগন্নাথ প্রতিবাদ করলে সেই অশান্তি চরমে পৌঁছায় । পরে দুই ছেলে এই অশান্তির বিরুদ্ধে সরব হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে ৷ এরপর স্বামী ও দুুই ছেলে মিলে বাসন্তীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । মার খেয়ে নেতিয়ে পড়েন বাসন্তী । স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও সেখানে মৃত্যু হয় তাঁর ।

অবৈধ সম্পর্ক নিয়ে প্রতিবাদ করায় স্ত্রীকে খুন স্বামীর
অবৈধ সম্পর্ক নিয়ে প্রতিবাদ করায় স্ত্রীকে খুন স্বামীর
author img

By

Published : Jun 25, 2021, 4:09 AM IST

ঢোলাহাট (দক্ষিণ 24 পরগনা), 25 জুন: অবৈধ সম্পর্কে লিপ্ত স্বামী, তা নিয়ে সন্দেহ স্ত্রীর । দীর্ঘদিন ধরে চলা অশান্তির জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটে ঢোলাহাট থানার দ্বরি কৌতলা গ্রামে। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।

মৃতা স্ত্রীর নাম বাসন্তী সরদার ৷ ঘটনায় বৃহস্পতিবার স্বামী জগন্নাথ সরদারকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁকে শুক্রবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢোলাহাট থানার দ্বরি কৌতলা গ্রামের বাসিন্দা জগন্নাথ সরদার মাছের ব্যবসা করে। তাঁর দুই ছেলে অরূপ সরদার ও স্বরূপ সরদার একই ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যবসার সুবাদে জগন্নাথ দিনের বেশিরভাগ সময় বাইরেই থাকত । স্ত্রী বাসন্তীকে সময়় না দেওয়ায় স্বামীর ওপর সন্দেহ হয় বাসন্তীর। স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ তোলেন তিনি। শুরু হয় অশান্তি।

অশান্তি থামাতে দুই ছেলে অরূপ ও স্বরূপ মায়ের সন্দেহের বিরুদ্ধে প্রতিবাদ করে। তাতেও সন্দেহ কাটেনি তাঁর । অন্যান্য দিনের মতো এদিন সন্ধ্যায় অশান্তি শুরু হয়। জগন্নাথ প্রতিবাদ করলে সেই অশান্তি চরমে পৌঁছায় । পরে দুই ছেলে এই অশান্তির বিরুদ্ধে সরব হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে ৷ এরপর স্বামী ও দুুই ছেলে মিলে বাসন্তীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । মার খেয়ে নেতিয়ে পড়েন বাসন্তী । স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও সেখানে মৃত্যু হয় তাঁর ।

আরও পড়ুন: ভাঙড়ে পাঁচ জনকে কুপিয়ে খুনের চেষ্টা, আশঙ্কাজনক চার

এই ঘটনায় ঢোলাহাট থানায় বাসন্তী সরদারের স্বামী ও দুই ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের দাদা নবকুমার হালদার ৷ তিনি জানান, বিয়ের পর থেকেই নানা কারণে বাসন্তীর সঙ্গে অশান্তি হত তাঁর স্বামী জগন্নাথের। তাঁর অনুমান, স্বামী ও দুই ছেলে অরূপ ও স্বরূপ মিলে পরিকল্পিতভাবে খুন করেছে বাসন্তীকে । তাঁদের কঠোর শাস্তির দাবি করেন তিনি ।

অভিযোগ পেয়ে ইতিমধ্যে বাসন্তী সরদারের স্বামী জগন্নাথ সরদারকে গ্রেফতার করেছে পুলিশ ।

ঢোলাহাট (দক্ষিণ 24 পরগনা), 25 জুন: অবৈধ সম্পর্কে লিপ্ত স্বামী, তা নিয়ে সন্দেহ স্ত্রীর । দীর্ঘদিন ধরে চলা অশান্তির জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটে ঢোলাহাট থানার দ্বরি কৌতলা গ্রামে। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।

মৃতা স্ত্রীর নাম বাসন্তী সরদার ৷ ঘটনায় বৃহস্পতিবার স্বামী জগন্নাথ সরদারকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁকে শুক্রবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢোলাহাট থানার দ্বরি কৌতলা গ্রামের বাসিন্দা জগন্নাথ সরদার মাছের ব্যবসা করে। তাঁর দুই ছেলে অরূপ সরদার ও স্বরূপ সরদার একই ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যবসার সুবাদে জগন্নাথ দিনের বেশিরভাগ সময় বাইরেই থাকত । স্ত্রী বাসন্তীকে সময়় না দেওয়ায় স্বামীর ওপর সন্দেহ হয় বাসন্তীর। স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ তোলেন তিনি। শুরু হয় অশান্তি।

অশান্তি থামাতে দুই ছেলে অরূপ ও স্বরূপ মায়ের সন্দেহের বিরুদ্ধে প্রতিবাদ করে। তাতেও সন্দেহ কাটেনি তাঁর । অন্যান্য দিনের মতো এদিন সন্ধ্যায় অশান্তি শুরু হয়। জগন্নাথ প্রতিবাদ করলে সেই অশান্তি চরমে পৌঁছায় । পরে দুই ছেলে এই অশান্তির বিরুদ্ধে সরব হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে ৷ এরপর স্বামী ও দুুই ছেলে মিলে বাসন্তীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । মার খেয়ে নেতিয়ে পড়েন বাসন্তী । স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও সেখানে মৃত্যু হয় তাঁর ।

আরও পড়ুন: ভাঙড়ে পাঁচ জনকে কুপিয়ে খুনের চেষ্টা, আশঙ্কাজনক চার

এই ঘটনায় ঢোলাহাট থানায় বাসন্তী সরদারের স্বামী ও দুই ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের দাদা নবকুমার হালদার ৷ তিনি জানান, বিয়ের পর থেকেই নানা কারণে বাসন্তীর সঙ্গে অশান্তি হত তাঁর স্বামী জগন্নাথের। তাঁর অনুমান, স্বামী ও দুই ছেলে অরূপ ও স্বরূপ মিলে পরিকল্পিতভাবে খুন করেছে বাসন্তীকে । তাঁদের কঠোর শাস্তির দাবি করেন তিনি ।

অভিযোগ পেয়ে ইতিমধ্যে বাসন্তী সরদারের স্বামী জগন্নাথ সরদারকে গ্রেফতার করেছে পুলিশ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.