ডায়মন্ডহারবার, 5 ফেব্রুয়ারি: গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবারের রামনগর থানার হাইল্যান্ড এলাকায় (House Wife Murder In Diamond Harbour)। মৃত মহিলার নাম নুরখাতুন বিবি (26)। মৃতের বাপেরবাড়ির সদস্যদের খবর দেন প্রতিবেশীরা। তাঁরা এসে দেখেন মেঝেতে পড়ে রয়েছে নুরখাতুনের দেহ। গলায় ও শরীরে একাধিক ক্ষতচিহ্নও রয়েছে। তড়িঘড়ি মেয়েকে নিয়ে আসা হয় ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ, নুরখাতুনকে খুন করে পালিয়ে গিয়েছে স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।
পরিবারের দাবি, দুবাইয়ে কাজে যেতে চেয়েছিল মৃতার স্বামী আরিফুল শেখ। তার জন্য নুরখাতুনকে বাপেরবাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য বারবার চাপ দিচ্ছিল। কিন্তু তাতে রাজি হয়নি এই গৃহবধূ। আর এরপরই প্রাণ দিয়ে এই ঘটনার খেসারত দিতে হল তাঁকে।
আরও পড়ুন: দুয়ারে ডাক পরিষেবা, চালু 'মোবাইল পার্সেল ভ্যান'
গৃহবধূর স্বামী আরিফুল পেশায় দর্জি। হরিণডাঙার বাসিন্দা নুরখাতুনের সঙ্গে বছর পাঁচেক আগে বিয়ে হয় তাঁর। বর্তমানে দু’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নুরখাতুন। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনার বিষয়ে মৃতার ভাই বলেন, "ওরা বারে বারে আমার বোনের কাছে টাকা চাইত। এবার জামাই বলে সে দুবাই যাবে কাজে। তার জন্য 50 হাজার টাকা চাই। কিন্তু আমরা সেই টাকা দিতে পারিনি। সেই কারণে ওকে খুন করা হয়েছে। আর বোনকে যে মেরে ফেলেছে সেটা ওরা বলেনি। প্রতিবেশীদের কাছ থেকে আমরা খবর পাই।"