ভাঙড়, 11 জুলাই : ভোট গণনার দিন ভাঙড়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস । গণনা দেখতে নয় বরং ভোটের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে এলেন রাজ্যপাল । তাঁর গাড়ি এসে থামে ভাঙড়ের বিজয়গঞ্জ মেলার মাঠে । সেই এলাকাতেই ভোট ঘিরে দফায় দফায় সংঘর্ষ হয় । একাধিক বাড়ি পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা । সেই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতেই ভোট গণনার দিন ভাঙড়ে রাজ্যপাল । কথা বললেন স্থানীয়দের সঙ্গে ।
এর আগেও ভাঙড়ে এসেছেন রাজ্যপাল । ভোট গণনার দিনও এর অন্যথা হলো না । যেহেতু রাজ্যপালের উদ্দেশ্যে, ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শন, সেহেতু ভাঙড়ে ভোটকেন্দ্রের কাছে থামেনি রাজ্যপালের গাড়ি । ক্ষতিগ্রস্ত এলাকার রাজ্যপালের গাড়ি ঢুকতেই শোরগোল পরে যায় । গত জুন মাসে 13 ও 15 তারিখ ভাঙড়ের বিভিন্ন জায়গায় হিংসা ছড়ায় । বিশেষ করে বিজয়গঞ্জ এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় । সেই বিজয়গঞ্জে এসেই স্থানীয়দের সঙ্গে কথা বললেন সিভি আনন্দ বোস । রাজ্যপালের সঙ্গে কথা বলে খুশি বিজয়গঞ্জের বাসিন্দারা । এলাকায় শান্তি বজায় আছে কি না, তা খতিয়ে দেখার জন্যই রাজ্যপালের ভাঙড়ে আসা । স্থানীয়রা জানাচ্ছেন, রাজ্যপালের হস্তক্ষেপের পর ভাঙড়ে সেভাবে আর অশান্তির ঘটনা ঘটেনি ।
শুধু ভাঙড় নয়, দক্ষিণ 24 পরগনার ক্য়ানিংয়েও যান রাজ্যপাল । খতিয়ে দেখেন সংঘর্ষ প্রবণ এলাকার পরিস্থিতি । রাজ্যপালের আশ্বাস, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । রাজনৈতিক কন্ট্রোল রুমে বসে এই হিংসা যারা চালাচ্ছে তাদের খুঁজে বার করা হবে ।
ভোট গণনার দিনেও বাংলার বিভিন্ন জেলায় চলছে হিংসা । গণনার দিন সকালেই রাজ্যপালের কড়া বার্তা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে । সকলে মিলে এই সন্ত্রাসের মোকাবিলা করবে । এই বক্তব্য রাখার পরই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য বেরিয়ে পরেন রাজ্যপাল । ভাঙড়ের পর যান ক্যানিংয়ে ।