নরেন্দ্রপুর, 21 নভেম্বর: দক্ষিণ 24 পরগনার কামালগাজিতে এক ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থার কারখানায় সোমবার বিকেলে হঠাৎই গ্যাস লিকের ঘটনা ঘটে ৷ হঠাৎ সাইরেন বেজে ওঠে কারখানাটিতে । আতঙ্কে কর্মীরা এদিক ওদিক ছুটতে শুরু করে দেন । জানা গিয়েছে, বিষাক্ত গ্যাসের প্রভাবে 6 জন কর্মী অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ৷ ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন ৷ সঙ্গে যায় মেডিক্যাল টিম ৷ সাইরেন বাজিয়ে কর্মীদের কারখানার ভিতর থেকে বাইরে নিয়ে আসা হয় (Gas Leak at Kamalgazi) ৷
জানা গিয়েছে, এদিন বিকেল 5টা নাগাদ আচমকাই ঝাঁঝালো গ্যাসে ভরে যায় কামালগাজির ওই ঠান্ডা পানীয় প্রস্তুতকারী কারখানার চত্বর ৷ বেজে ওঠে সাইরেন । তখনও কাজ চলছিল কারখানাটিতে (Kamalgazi gas leak) ৷ তখন যাঁরা কাজ করছিলেন,তাঁদের তড়িঘড়ি বাইরে করে বের করে দেওয়া হয় । এদিকে কারখানার আশেপাশে ততক্ষণে গ্যাসের ঝাঁঝে অসুস্থ হয়ে পড়েন অনেকেই । অসুস্থ হন কারখানার কয়েকজন শ্রমিকও । অনেকেরই চোখ ঝাপসা হয়ে আসে, শুরু হয় শ্বাসকষ্ট (Kamalgazi gas leak incident) ৷
আরও পড়ুন: স্কুলের পাঁচিলে বিপদ-বার্তা ! আতঙ্কিত অভিভাবকরা
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন । সঙ্গে মেডিক্যাল টিমও । যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয় । ঘটনাস্থলে যান বারুইপুরের মহকুমাশাসক, স্থানীয় বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা ।