ETV Bharat / state

Gangasagar Mela 2023: গঙ্গাসাগর সাফাই অভিযান ঝাঁটা হাতে মন্ত্রীরা - গঙ্গাসাগর সাফাই অভিযান ঝাঁটা হাতে মন্ত্রীরা

গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) শেষে পরিষ্কার-পরিচ্ছন্ন বা নিট অ্যান্ড ক্লিন করতে ঝাঁটা হাতে নামলেন একাধিক মন্ত্রী । এ বছর 60 লক্ষ পুণ্যার্থীর আগমন ঘটেছিল মেলায় বলে সরকারি হিসাব ৷

Gangasagar Mela
গঙ্গাসাগর মেলা
author img

By

Published : Jan 17, 2023, 6:30 PM IST

গঙ্গাসাগর সাফাই অভিযান ঝাঁটা হাতে মন্ত্রীরা

গঙ্গাসাগর, 17 জানুয়ারি: শেষ হয়েছে 2023 গঙ্গাসাগর মেলা ৷ রাজ্য সরকারের হিসেব অনুযায়ী প্রায় 60 লক্ষ পুণ্যার্থীর আগমন ঘটেছিল এবারের মেলায় । এত মানুষের মিলন মেলায় সমস্ত এলাকা জুড়ে কিছুটা নোংরা আবর্জনা ছড়ায় বৈকি । আর তাই মঙ্গলবার সকাল থেকেই গঙ্গাসাগরের সমুদ্র তটে ঝাঁটা হাতে সাফাই অভিযানে দেখা গেল রাজ্যের বেশ কিছু মন্ত্রীকে (Gangasagar clean up campaign by ministers) । এদিন গঙ্গাসাগর সাফাই অভিযানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সুজিত বসু-সহ সুন্দরবন উন্নয়নমন্ত্রী ও অন্যান্যরা।

উল্লেখ্য, অরূপ বিশ্বাস, সুজিত বসু ও শোভনদেবরা আগে থেকেই গঙ্গাসাগর মেলার তদারকির দায়িত্বে ছিলেন। এদিন গঙ্গাসাগরে নিট অ্যান্ড ক্লিন অভিযানে অংশ নিয়ে বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "গঙ্গাসাগরের মতো একটি বিশাল ঐতিহ্যশালী মেলায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানান মানুষ আসেন। এত মানুষ একসঙ্গে আসায় গত কয়েকদিনে জায়গাটি কিছুটা হলেও নোংরা হয়েছে । তাই আমাদের তরফ থেকে এই সাফাই অভিযান । তারসঙ্গে মানুষকেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা নিয়ে সচেতন করার একটি প্রয়াস মাত্র ।"

গঙ্গাসাগর মেলা মানেই প্রচুর মানুষের মিলনক্ষেত্র । তবে এতে জনস্বাস্থ্য দফতরের ভূমিকা যথেষ্ট ছিল । এক্ষেত্রে গত 10 জানুয়ারি থেকে মেলা আয়োজনের খুঁটিনাটির উপর নজর রাখছেন রাজ্যের বিভিন্ন দফতরের মন্ত্রীরা । কার্যত নাওয়া-খাওয়ার সময় নেই তাঁদের । সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরাও ছিলেন গঙ্গাসাগরে । মেলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল একঝাঁক মন্ত্রীকে ।

Gangasagar Mela
পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ঝাঁটা হাতে নামলেন একাধিক মন্ত্রী

মেলা পরিচালনার জন্য একেবারে সাগরদ্বীপে দিনরাত নজর রেখেছেন মন্ত্রীরা । লক্ষ্য ছিল একটাই, একেবারে ত্রুটিহীন করা হবে মেলাকে । সেই কাজে অনেকটাই সফল তাঁরা । সেজন্য প্রতি মন্ত্রীকে আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছিল । অনেকবার তাঁরা সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন । সমস্ত ব্যবস্থার প্রতি তীক্ষ্ণ নজর ছিল মন্ত্রীদের । আর তাই মেলা শেষের মুখে এটিকে নিজের মনে করে ঝাঁটা হাতে তুলে নিয়ে সাফাই অভিযানে নামতেও পিছপা হলেন না রাজ্যের মন্ত্রীরা ।

আরও পড়ুন: প্লাস্টিক বর্জিত গঙ্গাসাগর মেলা, পড়ে থাকা আবর্জনা দিয়ে হরেক কিসম

গঙ্গাসাগর সাফাই অভিযান ঝাঁটা হাতে মন্ত্রীরা

গঙ্গাসাগর, 17 জানুয়ারি: শেষ হয়েছে 2023 গঙ্গাসাগর মেলা ৷ রাজ্য সরকারের হিসেব অনুযায়ী প্রায় 60 লক্ষ পুণ্যার্থীর আগমন ঘটেছিল এবারের মেলায় । এত মানুষের মিলন মেলায় সমস্ত এলাকা জুড়ে কিছুটা নোংরা আবর্জনা ছড়ায় বৈকি । আর তাই মঙ্গলবার সকাল থেকেই গঙ্গাসাগরের সমুদ্র তটে ঝাঁটা হাতে সাফাই অভিযানে দেখা গেল রাজ্যের বেশ কিছু মন্ত্রীকে (Gangasagar clean up campaign by ministers) । এদিন গঙ্গাসাগর সাফাই অভিযানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সুজিত বসু-সহ সুন্দরবন উন্নয়নমন্ত্রী ও অন্যান্যরা।

উল্লেখ্য, অরূপ বিশ্বাস, সুজিত বসু ও শোভনদেবরা আগে থেকেই গঙ্গাসাগর মেলার তদারকির দায়িত্বে ছিলেন। এদিন গঙ্গাসাগরে নিট অ্যান্ড ক্লিন অভিযানে অংশ নিয়ে বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "গঙ্গাসাগরের মতো একটি বিশাল ঐতিহ্যশালী মেলায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানান মানুষ আসেন। এত মানুষ একসঙ্গে আসায় গত কয়েকদিনে জায়গাটি কিছুটা হলেও নোংরা হয়েছে । তাই আমাদের তরফ থেকে এই সাফাই অভিযান । তারসঙ্গে মানুষকেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা নিয়ে সচেতন করার একটি প্রয়াস মাত্র ।"

গঙ্গাসাগর মেলা মানেই প্রচুর মানুষের মিলনক্ষেত্র । তবে এতে জনস্বাস্থ্য দফতরের ভূমিকা যথেষ্ট ছিল । এক্ষেত্রে গত 10 জানুয়ারি থেকে মেলা আয়োজনের খুঁটিনাটির উপর নজর রাখছেন রাজ্যের বিভিন্ন দফতরের মন্ত্রীরা । কার্যত নাওয়া-খাওয়ার সময় নেই তাঁদের । সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরাও ছিলেন গঙ্গাসাগরে । মেলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল একঝাঁক মন্ত্রীকে ।

Gangasagar Mela
পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ঝাঁটা হাতে নামলেন একাধিক মন্ত্রী

মেলা পরিচালনার জন্য একেবারে সাগরদ্বীপে দিনরাত নজর রেখেছেন মন্ত্রীরা । লক্ষ্য ছিল একটাই, একেবারে ত্রুটিহীন করা হবে মেলাকে । সেই কাজে অনেকটাই সফল তাঁরা । সেজন্য প্রতি মন্ত্রীকে আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছিল । অনেকবার তাঁরা সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন । সমস্ত ব্যবস্থার প্রতি তীক্ষ্ণ নজর ছিল মন্ত্রীদের । আর তাই মেলা শেষের মুখে এটিকে নিজের মনে করে ঝাঁটা হাতে তুলে নিয়ে সাফাই অভিযানে নামতেও পিছপা হলেন না রাজ্যের মন্ত্রীরা ।

আরও পড়ুন: প্লাস্টিক বর্জিত গঙ্গাসাগর মেলা, পড়ে থাকা আবর্জনা দিয়ে হরেক কিসম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.