কাকদ্বীপ, 3 জুলাই : গভীর সমুদ্রে ইলিশ ধরতে গিয়ে খারাপ আবহাওয়ার জেরে উত্তাল ঢেউয়ের দাপটে ডুবে গেল মৎস্যজীবীদের ট্রলার । শুক্রবার ঘটনাটি ঘটেছে জম্বুদ্বীপ থেকে 6 কিমি উত্তরে বঙ্গোপসাগরে ৷
দুর্ঘটনাগ্রস্ত ট্রলার থেকে 13 জন মৎস্যজীবীকে উদ্ধার করে সমুদ্রে থাকা অন্য ট্রলারগুলি । প্রত্যেকেই সাগরদ্বীপের বাসিন্দা । গতকাল তাঁদের নিরাপদে বাড়িতে ফেরানো হয়েছে । ঢেউয়ের দাপটে ট্রলারের পাটাতন ভেঙে জল ঢুকতে শুরু করায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা । দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটির নাম 'এফবি সিতঙ্করি' ।
আরও পড়ুন : Jaya Cinema Fire : ভয়াবহ আগুনে পুড়ে ছাই লেকটাউনের জয়া সিনেমা হল
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে 13 জন মৎস্যজীবীকে নিয়ে সাগরের মায়া গোয়ালিনী ঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশে রওনা দেয় মৎস্যজীবী ট্রলার এফবি সিতঙ্করি । শুক্রবার সকালে জম্বুদ্বীপ থেকে ৬ কিমি উত্তরে সমুদ্রে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা । আচমকা আবহাওয়া খারাপ হতে শুরু করে । সমুদ্রের উত্তাল ঢেউয়ের দাপটে ট্রলারের পাটাতন ভেঙে জল ঢোকে । মৎস্যজীবীদের চিৎকার শুনে কাছাকাছি থাকা 5টি ট্রলার এসে তাঁদের উদ্ধার করে । দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের মালিক ভোলানাথ মণ্ডল আক্ষেপের সুরে জানালেন, "গত কয়েক বছর ধরে সমুদ্রে ইলিশের আকাল চলছিল । ভেবেছিলাম এবছর হয়ত ভাল মাছ উঠবে । কিন্তু ট্রলার ডুবে যাওয়ায় কয়েক লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হলাম ।"