ETV Bharat / state

Trawler Fire: ট্রলারে বিধ্বংসী আগুন! প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ মৎস্যজীবীদের

নামখানা জেটির কাছে ট্রলারে বিধ্বংসী আগুন (Trawler Fire) ! প্রাণ বাঁচাতে ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিলেন মৎস্যজীবীরা (Fishermen's Trawler)। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Trawler Fire
ট্রলারে বিধ্বংসী আগুন
author img

By

Published : Oct 20, 2022, 5:25 PM IST

নামখানা, 20 অক্টোবর: দক্ষিণ 24 পরগনার নামখানা মৎস্য বন্দরের কাছে বৃহস্পতিবার একটি ট্রলারে আগুন লাগে (Trawler Fire) । সেই সময় ওই ট্রলারে ছিলেন মৎস্যজীবীরা ৷ ট্রলারে আগুন লাগায় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন তাঁরা (Fire Breaks Out in Trawler in Namkhana) ৷

স্থানীয় সূত্রে জানা যায়, এফবি শঙ্খ পদ্ম নামে ওই ট্রলারের ইঞ্জিনে হঠাৎই আগুন লেগে যায়। ধীরে ধীরে সেই আগুন সমগ্র ট্রলারটিকে গ্রাস করে নেয়। মৎস্যজীবীরা প্রাণ বাঁচাতে হাতানিয়া-দোয়ানিয়া নদীতে ঝাঁপ দেন। এদিন সন্ধ্যায় নামখানা মৎস্যবন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দেওয়ার কথা ছিল এফবি শঙ্খ পদ্ম নামে ওই ট্রলারটির।

সেই মতোই সকাল থেকেই নামখানা মৎস্য বন্দরের (Namkhana Fishing Port) কাছে ট্রলারটি পাড়ি দেওয়ার আগে তোড়জোড় শুরু করে দিয়েছিলেন মৎস্যজীবীরা। হঠাৎই ইঞ্জিনে আগুন লাগে। আগুন লাগার ঘটনায় ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছন নামখানা থানার পুলিশ। আগুন নেভানোর জন্য পার্শ্ববর্তী অন্যান্য ট্রলার এবং স্থানীয়দের তৎপরতায় প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাণ বাঁচাতে ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিলেন মৎস্যজীবীরা

আরও পড়ুন: গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 12টি দোকান

হতাহাতের কোনও খবর না-থাকলেও, প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এক মৎস্যজীবী জানান, বৃহস্পতিবার শঙ্খ পদ্ম ট্রলারটির পাড়ি দেওয়ার কথা ছিল সমুদ্রে। সেই মতোই তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল ট্রলারটিতে। কিন্তু হঠাৎ ইঞ্জিনের কাছ থেকে আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন সম্পূর্ণ ট্রলারটিকে গ্রাস করে নেয়। প্রাণ বাঁচাতে মৎস্যজীবীরা নদীতে ঝাঁপ দেন। উল্লেখ্য, আবহাওয়া খারাপ থাকার কারণে বহু ট্রলার ইতিমধ্যেই নামখানা মৎস্য বন্দরে ফিরে আসছে।

নামখানা, 20 অক্টোবর: দক্ষিণ 24 পরগনার নামখানা মৎস্য বন্দরের কাছে বৃহস্পতিবার একটি ট্রলারে আগুন লাগে (Trawler Fire) । সেই সময় ওই ট্রলারে ছিলেন মৎস্যজীবীরা ৷ ট্রলারে আগুন লাগায় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন তাঁরা (Fire Breaks Out in Trawler in Namkhana) ৷

স্থানীয় সূত্রে জানা যায়, এফবি শঙ্খ পদ্ম নামে ওই ট্রলারের ইঞ্জিনে হঠাৎই আগুন লেগে যায়। ধীরে ধীরে সেই আগুন সমগ্র ট্রলারটিকে গ্রাস করে নেয়। মৎস্যজীবীরা প্রাণ বাঁচাতে হাতানিয়া-দোয়ানিয়া নদীতে ঝাঁপ দেন। এদিন সন্ধ্যায় নামখানা মৎস্যবন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দেওয়ার কথা ছিল এফবি শঙ্খ পদ্ম নামে ওই ট্রলারটির।

সেই মতোই সকাল থেকেই নামখানা মৎস্য বন্দরের (Namkhana Fishing Port) কাছে ট্রলারটি পাড়ি দেওয়ার আগে তোড়জোড় শুরু করে দিয়েছিলেন মৎস্যজীবীরা। হঠাৎই ইঞ্জিনে আগুন লাগে। আগুন লাগার ঘটনায় ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছন নামখানা থানার পুলিশ। আগুন নেভানোর জন্য পার্শ্ববর্তী অন্যান্য ট্রলার এবং স্থানীয়দের তৎপরতায় প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাণ বাঁচাতে ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিলেন মৎস্যজীবীরা

আরও পড়ুন: গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 12টি দোকান

হতাহাতের কোনও খবর না-থাকলেও, প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এক মৎস্যজীবী জানান, বৃহস্পতিবার শঙ্খ পদ্ম ট্রলারটির পাড়ি দেওয়ার কথা ছিল সমুদ্রে। সেই মতোই তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল ট্রলারটিতে। কিন্তু হঠাৎ ইঞ্জিনের কাছ থেকে আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন সম্পূর্ণ ট্রলারটিকে গ্রাস করে নেয়। প্রাণ বাঁচাতে মৎস্যজীবীরা নদীতে ঝাঁপ দেন। উল্লেখ্য, আবহাওয়া খারাপ থাকার কারণে বহু ট্রলার ইতিমধ্যেই নামখানা মৎস্য বন্দরে ফিরে আসছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.