ETV Bharat / state

আগুনে ভস্মীভূত প্লাইউড কারখানা - নোদাখালি

বাওয়ালীর টেকার স্ট্যান্ডের একটি প্লাইউড কারখানায় শর্টসার্কিটের জেরে আগুন ৷ পুড়ে ছাই কারখানাটি ৷ লক্ষাধিক টাকার ক্ষতির দাবি কারাখানাটির মালিকের ৷ দমকলের 3 টি চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ হতাহতের কোনও খবর নেই ৷

আগুনে ভস্মীভূত প্লাইউড কারখানা
আগুনে ভস্মীভূত প্লাইউড কারখানা
author img

By

Published : Mar 26, 2021, 12:54 PM IST

নোদাখালি, 26 মার্চ :ভোররাতে বাওয়ালি টেকার স্ট্যান্ডের একটি প্লাইউড কারখানায় আগুন। দক্ষিণ 24 পরগনা নোদাখালি থানার অন্তর্গত বাওয়ালীর টেকার স্ট্যান্ডের ঘটনা ৷ আগুনে ভস্মীভূত হয়ে যায় কারখানাটি ৷ ঘটনাস্থানে আসে দমকলের তিনটি ইঞ্জিন ৷ প্রায় ঘণ্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে নোদাখালি থানার পুলিশ ৷ দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের জেরেই আগুন লাগে ৷

স্থানীয় সূত্রে খবর, প্লাইউড কারখানাটি মনোরঞ্জন গায়েনের । যদিও ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না ৷ কলকাতায় ছিলেন ৷ ইতিমধ্যেব খবর পেয়ে ঘটনাস্থানে উপস্থিত হন তিনি ৷ কারখানাটিতে প্রায় 15- 20 জন শ্রমিক কাজ করত ৷ জনবসতিপূর্ণ এলাকায় কারখানাটি থাকায় আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ স্থানীয়রা পুলিশে খবর দেয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে নোদাখালি থানার পুলিশ ৷ স্থানীয়রা প্রথমে আগুন নেভানের কাজে হাত লাগায় ৷ পরে খবর দেওয়া হয় বজবজ ফায়ার স্টেশনে ৷ দমকলের তিনটি ইঞ্জিন আসে ৷ চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন কারখানাটির মালিক ৷ তবে হতাহতের কোনও খবর নেই ৷

আগুনে ভস্মীভূত প্লাইউড কারখানা

কারখানাটিতে আগুন নেভানোর যথাযথ ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্তে নামে পুলিশ ৷

আরও পড়ুন : মুম্বইয়ের করোনা হাসপাতালে আগুন, মৃত 9

নোদাখালি, 26 মার্চ :ভোররাতে বাওয়ালি টেকার স্ট্যান্ডের একটি প্লাইউড কারখানায় আগুন। দক্ষিণ 24 পরগনা নোদাখালি থানার অন্তর্গত বাওয়ালীর টেকার স্ট্যান্ডের ঘটনা ৷ আগুনে ভস্মীভূত হয়ে যায় কারখানাটি ৷ ঘটনাস্থানে আসে দমকলের তিনটি ইঞ্জিন ৷ প্রায় ঘণ্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে নোদাখালি থানার পুলিশ ৷ দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের জেরেই আগুন লাগে ৷

স্থানীয় সূত্রে খবর, প্লাইউড কারখানাটি মনোরঞ্জন গায়েনের । যদিও ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না ৷ কলকাতায় ছিলেন ৷ ইতিমধ্যেব খবর পেয়ে ঘটনাস্থানে উপস্থিত হন তিনি ৷ কারখানাটিতে প্রায় 15- 20 জন শ্রমিক কাজ করত ৷ জনবসতিপূর্ণ এলাকায় কারখানাটি থাকায় আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ স্থানীয়রা পুলিশে খবর দেয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে নোদাখালি থানার পুলিশ ৷ স্থানীয়রা প্রথমে আগুন নেভানের কাজে হাত লাগায় ৷ পরে খবর দেওয়া হয় বজবজ ফায়ার স্টেশনে ৷ দমকলের তিনটি ইঞ্জিন আসে ৷ চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন কারখানাটির মালিক ৷ তবে হতাহতের কোনও খবর নেই ৷

আগুনে ভস্মীভূত প্লাইউড কারখানা

কারখানাটিতে আগুন নেভানোর যথাযথ ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্তে নামে পুলিশ ৷

আরও পড়ুন : মুম্বইয়ের করোনা হাসপাতালে আগুন, মৃত 9

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.