সাগর, 8 মার্চ : অবশেষে গ্রেফতার সাগরের নাবালিকা নির্যাতনের (Minor Student Rape) অভিযুক্ত। জানা গিয়েছে, ধৃত শেখ সাকিল ওই এলাকার তৃণমূলের কর্মী হিসাবে পরিচিত ৷ অভিযুক্তকে এদিন কাকদ্বীপ মহাকুমা আদালতে তোলা হয়।
প্রসঙ্গত গত 3 মার্চ, সাগরে বৃহস্পতিবার সন্ধ্যায় টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল প্রতিবেশী এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে । গুরুতর অসুস্থ অবস্থায় ওই নাবালিকা ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এরপর নির্যাতিতা ছাত্রীর পরিবার সাগর থানায় অভিযোগ দায়ের করে । ঘটনার পর থেকেই অধরা ছিল অভিযুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। ঘটনার পর থেকে অভিযুক্তকে ধরতে সক্ষম হয়নি সাগর থানার পুলিশ ৷ এরপর থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ।
আরও পড়ুন : টিউশন পড়ে ফেরার সময় ধর্ষণের শিকার নাবালিকা
অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সাগর থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল (BJP Protests Demanding Arrest in Minor Girl Rape Case in Sagar)। তার পাশাপাশি রবিবার নাবালিকা ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা (Sundarbans Development Minister Bankimchandra Hazra) ।
নাবালিকা ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করে অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন তিনি ৷ সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত শেখ সাকিলকে গ্রেফতার করে সাগর থানার পুলিশ।
আরও পড়ুন : সাগরে নাবালিকাকে ধর্ষণে অধরা অভিযুক্ত, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত সাকিল। গতকাল রাতে সাগরের একটি গোপন ডেরায় লুকিয়েছিল অভিযুক্ত। সাগর থানার পুলিশ অভিযুক্তের গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে কাকদ্বীপ মহাকুমার আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ।