ভাঙড়, 19 সেপ্টেম্বর : ভাঙড়ে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও জমি কমিটির সদস্যরা । উভয় পক্ষের সংঘর্ষে আহত প্রায় 12 জন । ভাঙড়ের কাশীপুর থানার পাওয়া গ্রিড সংলগ্ন মাছিভাঙা এলাকায় গতকাল সংঘর্ষ বাধে । পরে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনাস্থান থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । পুলিশ আহতদের উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করে । আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালের স্থানান্তরিত করা হয় ।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় জব্বার রহমানের সঙ্গে শাহজাহান মোল্লাদের জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ ছিল । সেই বিবাদকে কেন্দ্র করে শুক্রবার রাতে দুই পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে । এই ঘটনায় উভয় পক্ষের প্রায় সাত জনের মাথা ফেটেছে । আহত হয়েছেন আরও অনেকে । উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে ।
অন্যদিকে 'জমি জীবিকা বাস্তু তন্ত্র পরিবেশ রক্ষা কমিটি'র সম্পাদক মির্জা হাসান জানান, "এলাকায় তৃণমূল নতুন করে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে । পারিবারিক বিবাদ চলাকালীন জমি কমিটির সদস্যরা মীমাংসা করতে গেলে তাদেরকে মারধর করা হয় । এই ঘটনায় জমি কমিটির বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন ।" অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মাছিভাঙা গ্রামে দীর্ঘদিন ধরে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের নামে অরাজকতা চলছে । অন্য দলের সদস্য হলে তাদের মারধর করা হচ্ছে । পুলিশ জব্বার রহমান-সহ তিন জনকে গ্রেপ্তার করেছে ।