ভাঙড়, 18 জুন : বাড়ি জবরদখল করে বসেছিল এক দম্পতি ৷ তাদেরকে হঠাতে বৃহস্পতিবার কাশীপুর থানার সামনে ধরনায় বসেন আরেক বৃদ্ধ দম্পতি, প্রকৃতপক্ষে তাঁরাই বাড়ির আসল মালিক । অভিযোগ, এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী কাকলি মণ্ডল ও তাঁর স্বামী সুকুমার মণ্ডল 8 বছর ধরে কাশীপুরের বাসিন্দা সমীর গঙ্গোপাধ্যায়ের বাড়ি জবরদখল করে রেখেছিলেন (Elderly Couple gets back their home) ।
সেই বাড়ি ছাড়ার জন্য বারবার অনুনয়-বিনয় করলেও কাজ হয়নি। থানা-পুলিশ, বিডিয়ো অফিসে গিয়েও বিচার পাননি ওই অসহায় বৃদ্ধ দম্পতি । এরপর বৃহস্পতিবার সকালে কাশীপুর থানার সামনে রাস্তায় বসে ধরনা দেন সত্তরোর্ধ সমীর গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী কল্পনা গঙ্গোপাধ্যায় ।
তারপরই পুলিশ ওই বৃদ্ধ দম্পতির সঙ্গে কথা বলে । আশ্বাস দেওয়া হয়, এর বিচার হবে । ডেকে পাঠানো হয় সুকুমার ও কাকলিকে । উভয়পক্ষের আলাপ-আলোচনার পর সুকুমার মণ্ডল বাড়ি ছাড়তে রাজি হয় । শুক্রবার সকালে ওই বাড়ি থেকে খাট, আলমারি, বিছানা-সহ অন্যান্য আরও ফার্নিচার নিয়ে যায় তারা । বাড়ি ফেরত পেয়ে খুশি বৃদ্ধ দম্পতি ।
আরও পড়ুন : রাজ্যে মাত্র দু’জন, সর্বভারতীয় এনডিএ প্রবেশিকার মেরিট লিস্টে 66তম স্থানে মালদার অর্ণব
কল্পনা গঙ্গোপাধ্যায় বলেন, "কাকলি নিজে একজন শিক্ষকা । কীভাবে অন্যের বাড়ি জবরদখল করে থাকেন । এমনকী উনি ঠিকমতো অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও যান না, ছোটদের জন্য বরাদ্দ চাল-ডাল চুরি করেন। প্রশাসনের এবিষয়ে তদন্ত করা উচিত ৷"