ETV Bharat / state

রায়দিঘিতে যশ বিধ্বস্তদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা - অলোক জলদাতা

রায়দিঘি বিধানসভার অন্তর্গত মথুরাপুর 2 নং ব্লকের নগেন্দ্রপুর অঞ্চলের পূর্ব শ্রীধরপুর সহ সামন্তপাড়া, নন্দকুমারপুর অঞ্চলের ফিশারির ঘেরী এবং কুমড়াপাড়া অঞ্চলের সিংঘের ঘেরী, মাইতির ঘেরী ও উত্তর কুমড়াপাড়াতে যশে বিপর্যস্ত বাসিন্দাদের কাছে সোমবার ত্রাণ সামগ্রী পৌঁছে দিল মথুরাপুর 2 নং ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের একটি প্রতিনিধি দল ।

রায়দিঘিতে যশ বিধ্বস্তদের ত্রাণ পৌঁছে দিলেন শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরা
রায়দিঘিতে যশ বিধ্বস্তদের ত্রাণ পৌঁছে দিলেন শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরা
author img

By

Published : Jun 1, 2021, 11:02 AM IST

রায়দিঘি, 1 জুন : ঘূর্ণিঝড় যশ কার্যত তছনছ করে দিয়েছে সুন্দরবন সহ রায়দিঘির একাধিক জায়গা । রায়দিঘিতে মনি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় একের পর এক গ্রাম ৷ চোখের সামনে খড়কুটোর মতো ভেসে যায় শেষ সম্বলটুকু । এখন প্রশাসনের সাহায্যের দিকে তাকিয়ে রায়দিঘি কয়েক হাজার পরিবার । এই বানভাসি মানুষদের সাহায্যে এবার এগিয়ে এল শিক্ষক-শিক্ষিকারা ।

রায়দিঘি বিধানসভার অন্তর্গত মথুরাপুর 2 নং ব্লকের নগেন্দ্রপুর অঞ্চলের পূর্ব শ্রীধরপুর সহ সামন্তপাড়া, নন্দকুমারপুর অঞ্চলের ফিশারির ঘেরী এবং কুমড়াপাড়া অঞ্চলের সিংঘের ঘেরী, মাইতির ঘেরী ও উত্তর কুমড়াপাড়াতে যশে বিপর্যস্ত বাসিন্দাদের কাছে সোমবার ত্রাণ সামগ্রী পৌঁছে দিল মথুরাপুর 2 নং ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের একটি প্রতিনিধি দল ।

রায়দিঘিতে যশ বিধ্বস্তদের ত্রাণ পৌঁছে দিলেন শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরা

আরও পড়ুন : করোনায় স্বস্তি, দেশে 3 হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু

রায়দিঘির বিধায়ক অলোক জলদাতার নির্দেশে সোমবার এই ত্রাণ বিতরণ করা হয় । শিক্ষকরা তাঁদের নিজেদের এলাকায় যশে ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কথা মাথায় রেখে এই ত্রাণ বিলি করেন । এদিন উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা সহ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জয়ভূষণ ভাণ্ডারী, শিক্ষক প্রীতম কুমার হালদার, নারায়ণ বৈদ্য, দেবাশিস ঘোষ, জ্যোতির্ময় হালদার, তুহিনশুভ্র মণ্ডল, উত্তম মাঝি, ধনঞ্জয় হালদার, পিন্টু কর, গণেশচন্দ্র মান্না, সত্য জানা, দেবাশীষ মাইতি ও সুদীপ হালদার প্রমুখ ।

রায়দিঘি, 1 জুন : ঘূর্ণিঝড় যশ কার্যত তছনছ করে দিয়েছে সুন্দরবন সহ রায়দিঘির একাধিক জায়গা । রায়দিঘিতে মনি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় একের পর এক গ্রাম ৷ চোখের সামনে খড়কুটোর মতো ভেসে যায় শেষ সম্বলটুকু । এখন প্রশাসনের সাহায্যের দিকে তাকিয়ে রায়দিঘি কয়েক হাজার পরিবার । এই বানভাসি মানুষদের সাহায্যে এবার এগিয়ে এল শিক্ষক-শিক্ষিকারা ।

রায়দিঘি বিধানসভার অন্তর্গত মথুরাপুর 2 নং ব্লকের নগেন্দ্রপুর অঞ্চলের পূর্ব শ্রীধরপুর সহ সামন্তপাড়া, নন্দকুমারপুর অঞ্চলের ফিশারির ঘেরী এবং কুমড়াপাড়া অঞ্চলের সিংঘের ঘেরী, মাইতির ঘেরী ও উত্তর কুমড়াপাড়াতে যশে বিপর্যস্ত বাসিন্দাদের কাছে সোমবার ত্রাণ সামগ্রী পৌঁছে দিল মথুরাপুর 2 নং ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের একটি প্রতিনিধি দল ।

রায়দিঘিতে যশ বিধ্বস্তদের ত্রাণ পৌঁছে দিলেন শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরা

আরও পড়ুন : করোনায় স্বস্তি, দেশে 3 হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু

রায়দিঘির বিধায়ক অলোক জলদাতার নির্দেশে সোমবার এই ত্রাণ বিতরণ করা হয় । শিক্ষকরা তাঁদের নিজেদের এলাকায় যশে ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কথা মাথায় রেখে এই ত্রাণ বিলি করেন । এদিন উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা সহ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জয়ভূষণ ভাণ্ডারী, শিক্ষক প্রীতম কুমার হালদার, নারায়ণ বৈদ্য, দেবাশিস ঘোষ, জ্যোতির্ময় হালদার, তুহিনশুভ্র মণ্ডল, উত্তম মাঝি, ধনঞ্জয় হালদার, পিন্টু কর, গণেশচন্দ্র মান্না, সত্য জানা, দেবাশীষ মাইতি ও সুদীপ হালদার প্রমুখ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.