জয়নগর, 28 এপ্রিল: কয়েকদিনের বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও আবারও গরম পড়বে তা বলার অপেক্ষা রাখে না ৷ অথচ এই গরমেও তীব্র জলকষ্টে ভুগছেন এলাকাবাসী ৷ দক্ষিণ 24 পরগনা জেলার অতি প্রাচীন শহর জয়নগর মজিলপুর পৌরসভা । প্রায় দেড়শ বছরের পুরনো অর্থাৎ স্বাধীনতার আগে এই পৌরসভা । দেড়শ বছর পুরনো এই পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা তীব্র জলকষ্টে জলের সংকটে ভুগছেন দীর্ঘসময় ধরে ৷
কথায় বলে একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর ৷ একে গরম, তার উপর পানীয় জলের সংকট ৷ গত কয়েক মাস ধরে জয়নগর মজিলপুর পৌরসভার 7 নম্বর ও 12 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি নলকূপ থেকে ওঠা জল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে । কোথাও আবার নলকূপে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে । যার জেরে চরম সমস্যায় পড়ছেন জয়নগর মজিলপুর পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা । একাধিকবার পৌরসভাকে জানিয়েও মেলেনি স্থায়ী সমাধান ৷ পৌরসভাকে জানানোর পর সাময়িক সমাধানের জন্য বেশ কয়েকবার ওয়ার্ডে ওয়ার্ডে পৌরসভার তরফ থেকে জলের গাড়ি পাঠানো হয় ৷ গাড়ি পাঠিয়ে সাময়িক সমাধান মিললেও জলের ডিপ টিউবওয়েল না সারানো পর্যন্ত সমস্যা মিটবে না বলে জানিয়েছেন পৌরসভার বাসিন্দারা ।
আরও পড়ুন : প্রবল গরমে তীব্র পানীয় জল সংকট মালদা মেডিক্যাল কলেজে
পৌরবাসীদের এলাকার নলকূপগুলি থেকে জল না-ওঠার কারণে । বেশিরভাগ সময় পানীয় জলের জন্য পাশের ওয়ার্ডে মাঝেমধ্যেই ছুটে যেতে হচ্ছে বাসিন্দাদের । সেখানে মাঝেমধ্যেই লাইন দিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে পর জল নিচ্ছেন বাসিন্দাদের । তবে পৌরসভার তরফ থেকে যে পানীয় জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে সেই জল অনেকেই খেতে চাইছে না । তারা এই ডিপ টিউবঅয়েল থেকে জল খাবেন বলে জানিয়েছেন এলাকাবাসীরা । তবে পৌরসভার তরফ থেকে বাসিন্দাদের আশ্বাস দেওয়া হচ্ছে, যে জল পাঠানো হচ্ছে সেই জল আর্সেনিক মুক্ত । তা খেলে বাসিন্দাদের কোনওরকম সমস্যা হবে না বলে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ।